
ভোর-রাত থেকেই, থেকে থেকে না, থেমে থেমেও না,
দীর্ঘ-দেহের চওড়া বৃষ্টি বেশ জাঁক করেই বসেছে,
ধীর-লয়ে, উন্মত্ত বৃত্তে, হারামিপনা মত।
যদি একটু বিষণ্ণতা মেখে দেয়া যায়, দুর্বৃত্তের দুষ্ট-দুষ্ট খেলা।
হামাগুড়ি দিয়ে লেপ্টে ধরার বায়না!! ভিন পরিচয়ে! বিঁধবে বলে;
তলে তলে উচ্চকিত ঠোঁট-বিড়বিড়ে দিবাস্বপ্নের নাদান বৃষ্টির
কত কিছুই-না না-জানা! ছুঁড়ে ফেলা গভীর অমসৃণতা;
বান-ডাকা স্রোতের ঢেউয়ের মত কথা-বলা কথা-লেখা
কুল ভাসিয়ে গোছান ব্যস্ততার আঁকা-রূপ সে জানে না, দেখেনি।
নদীর ঠিকানা নদী-ই জানে,
ঋজু অনুসরণে গভীর সসত-ভালোবাসার স্বপ্ন উচ্চারণে।
ধিক,
শকুন ওড়ার মত ঝুলে থাকা এ হতভাগা দিকভ্রান্ত বৃষ্টি,
আস্তাকুড় যার নিয়তি।
ছবি নেটের।
১৯টি মন্তব্য
আরজু মুক্তা
যতই ধিক দেন। একটু ঠাণ্ডা আবহাওয়ায় ঘুম ভালো হইছে। আর এই যে সকালের সোনা রোদ। এটাও বা কম কি?
ছাইরাছ হেলাল
এ ধিক লেখকের, সবার জন্য না-ও হতে পারে,
আপনার জন্য কুসুম রোদ তৈরী আছে।
ধন্যবাদ, আপনি প্রথম।
সুপর্ণা ফাল্গুনী
গত তিন চারদিন এমন বৃষ্টি এখানে ও হচ্ছে। আজো মেঘলা আবহাওয়া। এবার মনে হয় উত্তরীয় শীতল পরশ পাবো। এমন হারামিপনা বৃষ্টি এবার সত্যিই ভোগাচ্ছে । শুভ সকাল ভাইয়া। ভালো থাকবেন সবসময়
ছাইরাছ হেলাল
বাইরে যাদের বের হতে হয় তাদের কথা ভাবুন। শীতল পরশ আমাদের সবার – চাই,
তা আমরা পাই/পাব কিন্তু এখন তো অবস্থা ছঙ্গীন।
আপনিও ভাল থাকবেন।
সুপর্ণা ফাল্গুনী
ভাবি, জানি, বুঝি বলেই বললাম এই দুষ্টু বৃষ্টি অনেক ভোগাচ্ছে। আমাকেও তো বের হতে হয়, বুড়ো বাপ ও অফিস করে বুঝেন তাহলে আমার অবস্থা! শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা
ছাইরাছ হেলাল
আপনাকেও শারদীয় শুভেচ্ছা।
হেভি বৃষ্টি কিন্তু চালু আছে।
মোঃ মজিবর রহমান
ধিক্কারে কোন লাভ নায়। তো এই অফ টাইমে বৃষ্টি হলেই কি করা র আছে এটা আল্লাহর রহমত।
এই আবহাওয়াও উপভোগ করুন ভালো লাগবে। মনটাকে উলটো ঘুরান বৃষ্টস্নানে ভাল লাগবে।
ছাইরাছ হেলাল
বুড়া মানুষ, স্নান টেনান চাইলেই করা যায় না।
অবশ্যই আল্লাহর রহমত।
ভাল থাকবেন।
রোকসানা খন্দকার রুকু
ধীর-লয়ে, উন্মত্ত বৃত্তে, হারামিপনা মত।***
হা হা হা হা। কি অবস্থা! বৃষ্টি এই কবিতা পড়লে বিপদ। যেভাবে আষাঢ়ে বিদ্যুৎ চমক। বিছানায় বসে ছিলাম ভয়ে। আরও হারামীপনা না ঘটায়।
মাফ করো বৃষ্টি। আর হারামীপনা করিওনা॥
শুভ কামনা ভাইয়া।
রোকসানা খন্দকার রুকু
হারামিপনা। সরি॥ এই প্রথম বৃষ্টির ভয়ে দেখা বানানও ভুল হল।
ছাইরাছ হেলাল
ব্যাপার-না কোন।
ছাইরাছ হেলাল
দুষ্ট বৃষ্টি আরও জোরেশোরে জাঁকিয়ে বসেছে। পণ করেছে যেন।
ভাল থাকবেন আপনি।
সুরাইয়া পারভীন
যাই বলুন আর তাই বলুন
আপনার শহরে টানা বৃষ্টি হচ্ছে বলেই
উত্তুরা বাতাসের সাথে তা ভেসে এসে
আমার শহরে তৃপ্ত গরমে পোড়া থেকে রক্ষা করছে।
একটু না না বেশ প্রশান্তি দিচ্ছে।
সাবিনা ইয়াসমিন
অসময়ের রোদ-বৃষ্টি সবই বিরক্তিকর। কিন্তু কিছু করার নেই, প্রকৃতির খেয়ালে হাত দেবার সাধ্য কার!
আমি কিন্তু লেখা বুঝিনি মহারাজ 🙁
ছাইরাছ হেলাল
আমিও না-বুঝেই লিখে যাচ্ছি। মাথা বাড়ীতে রেখে আসলে ফাঁকি এভাবেই হয়!
নাছোড়-বান্দা প্রকৃতি আমাদের এবার চুবিয়ে ছাড়বে বলে মনে হচ্ছে।
ভাল থাকবেন।
প্রদীপ চক্রবর্তী
অসময়ে বৃষ্টি হলেও আমার ফলগাছের বেশ উপকার হয়েছে।
শুধু আমার না অনেকের।
তবে একটানা বৃষ্টি না হোক।
ছাইরাছ হেলাল
উপকার তো আছেই, তবে এখন তো টানা বৃষ্টিতে কুপোকাত অবস্থা।
ভাল থাকুন।
তৌহিদ
অসময়ের কোন কিছুই ভালো নয়/ লাগেনা। এবারে যেন অতিবৃষ্টি সবকিছুতেই নাকাল অবস্থা করেছে। সব্জীর দাম আকাশচুম্বী এই অতি বৃষ্টির কারনেই।
ছাইরাছ হেলাল
প্রকৃতি বিরূপ হলে যা হয় আর কী!! নাজেহাল অবস্থা সবার।
ভাল থাকুন সব কিছু নিয়েই।