
প্রকৃতির অভিমান ভাঙ্গাতে বৃষ্টি আসে,
বিশুদ্ধতার উৎকর্ষে প্রকৃতি পরম তৃপ্তিতে মিষ্টি হাসে!
মেঘ সরে গেলে সূয্যিমামা বেরিয়ে আসে।
রোদ বৃষ্টির পালাক্রম আসা যাওয়ায় পৃথিবী বাঁচে নাওয়া খাওয়ায়।
নব উদ্যমে সাজে বৈচিত্র্যময়!
মিষ্টি হিমেল আবেশ মিশে দক্ষিণ হাওয়ায়!
একপশলা বৃষ্টি পৃথিবীকে নবরূপে শক্তি যোগায়।
তেমনি করে তুমি যদি ফিরে আসতে,
আমার চোখের অশ্রুতে!
আমিও ঝরঝর করে কাঁদতাম মাথা রেখে তোমার বুকে!
জানোতো,কান্না হারিয়ে গেছে আমার জীবন থেকে!
আনন্দ হাসির প্রশ্ন অবান্তর।
পরিণত হয়েছি জীবন্ত লাশে, মনের আকাশে পেঁজো মেঘ ভাসে নিরন্তর!
তোমার চলে যাওয়ায়,কলমের কালি ফুরিয়েছে,
চাঁদ উঠেনা আর মন আকাশে!
সূর্য্যটা মেঘের আড়ালে উপহাস করছে!
তুমি কি পারো না অশ্রু হয়ে এসে কাঁদাতে আমায়?
সমস্ত গ্লানি ধুয়ে মুছে নতুন শুরুর বিশুদ্ধতায়!
২৭/০৫/২০২০ইং
২৫টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
তুমি কি পারো না অশ্রু হয়ে এসে কাঁদাতে আমায়?
সমস্ত গ্লানি ধুয়ে মুছে নতুন শুরুর বিশুদ্ধতায়!
————চমৎকার এক অনুভুতির ছোঁয়া কবি আপু
খাদিজাতুল কুবরা
আন্তরিক ধন্যবাদ দাদা।
সাবিনা ইয়াসমিন
আনন্দাশ্রু হয়ে সে আসুক, ভালোবাসার তুমুল বর্ষণে সিক্ত হোক হৃদয়ের পোড়া জমিন।
চমৎকার লিখেছেন 🙂
শুভ কামনা 🌹🌹
খাদিজাতুল কুবরা
আপু একটু হাতে চোট পেয়েছি তাই জবাব দিতে পারিনি।
পড়ে উৎসাহিত করার জন্যে অসংখ্য ধন্যবাদ।
সুপায়ন বড়ুয়া
তোমার চলে যাওয়ায়,
কলমের কালি ফুরিয়েছে,
চাঁদ উঠেনা আর মন আকাশে!
অশ্রুবিন্দুতে খুঁজি তোমায় পাবার আশ্বাসে
সুন্দর রোমান্টিক কবিতা। ভাল লাগলো।
খাদিজাতুল কুবরা
দাদা আপনার ভালো লেগেছে এটাই আমার প্রাপ্তি।
অনেক ধন্যবাদ।
রেজওয়ানা কবির
সত্যি সুন্দর অনুভুতির প্রকাশ
খাদিজাতুল কুবরা
আন্তরিক ধন্যবাদ আপু।
সুরাইয়া নার্গিস
বাহ্! চমৎকার লিখছেন আপু
খাদিজাতুল কুবরা
আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানবেন আপু।
সুপর্ণা ফাল্গুনী
চমৎকার লিখেছেন। অশ্রুর মাঝে প্রিয়জনকে ডাকা দারুন লাগলো। তেমন আনন্দাশ্রু হতে পারাটা সৌভাগ্য এর। শুভ কামনা রইলো আপনার জন্য
খাদিজাতুল কুবরা
আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানবেন দিদি।
ভালো থাকুন শুভকামনা নিরন্তর
রেজওয়ানা কবির
সুন্দর লেখনী
খাদিজাতুল কুবরা
আবার ও ধন্যবাদ এবং বুকভরা ভালোবাসা রইল আপু সোনা।
ফয়জুল মহী
দুর্দান্ত উপস্থাপন । ভালো লাগা অবিরাম ।
খাদিজাতুল কুবরা
আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন মহি ভাইয়া।
আরজু মুক্তা
কবিকে আশাবাদী মনে হলো। এরকম হলে প্রকৃতি তার আপন স্বরূপে কেমনে ফিরবে।
বর্ষা, গ্রীষ্ম, শীত সবখানেই তার পদচারণা বাড়ুক।
খাদিজাতুল কুবরা
আপু আমার অনেক ভালোবাসা নেবেন।
খুব ভালো থাকুন
ছাইরাছ হেলাল
বৃষ্টির-শুদ্ধতা নিয়ে বৃষ্টি আসুক অঝোরে,
হৃদয় জুড়ে হাসি-আনন্দ ছড়িয়ে।
খাদিজাতুল কুবরা
আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি ভাইয়া।
শুভকামনায় উৎসাহিত হলাম।
ইঞ্জা
তোমার চলে যাওয়ায়,কলমের কালি ফুরিয়েছে,
চাঁদ উঠেনা আর মন আকাশে!
সূর্য্যটা মেঘের আড়ালে উপহাস করছে!
তুমি কি পারো না অশ্রু হয়ে এসে কাঁদাতে আমায়?
সমস্ত গ্লানি ধুয়ে মুছে নতুন শুরুর বিশুদ্ধতায়!
মুগ্ধতা অশেষ, অসাধারণ লিখলেন।
খাদিজাতুল কুবরা
অনুপ্রেরণা পেলাম ভাইয়া।
আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।
ইঞ্জা
শুভকামনা রইলো
তৌহিদ
বৃষ্টিস্নাত দিনে চোখে কান্না নিয়ে ভিজলে সে কান্না কেউ দেখতে পায়না, মিলেমিশে একাকার হয়ে যায়। তবে সমস্যা হলো যখন বৃষ্টি হয় তখন কান্না আসেনা অনেকের। আপনি ব্যতিক্রম! বিরহ বেদনায় বৃষ্টি আবেদনে লেখা পড়ে মুগ্ধ হলাম আপু।
শুভকামনা জানবেন।
খাদিজাতুল কুবরা
ভাইয়া আপনার ভালো লেগেছে জেনে উৎসাহিত হলাম।
অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল