আমি সেই কোন এক অশরীরী হব
যার দ্বিখণ্ডিত জ্বিবে পুড়ে যাবে শব,
লেলিহান ক্রোধে মিছিল হবে
আত্মা ছুঁয়ে শুধু প্রেতাত্মা রবে,
দিকে দিকে ছড়িয়ে যাবে
আমিই এক সেই অশরীরী; আমিইই সব।
আমার অস্তিত্ব অলিন্দের অলিগলিতে
কালো রক্তের ফিস্ফিসানিতে,
ফিন্কি দিয়ে ছুটবে স্নায়ু
লহমায় কেড়ে নেবো ধরফরে আয়ু,
ঝিলিকে ঝিলিকে হবে আত্মাহুতি
আমিই সেই অশরীরী; বজ্রগাঁথুনি।
আমি সেই ছায়া অশরীরী
আমি সেই চির চেনা কায়ার বাণ,
কায়ার মাঝে ছায়া হয়ে
অবিনশ্বর চেতনার মৃত্যূপুরী,
আমিই আমৃত্যূ ছল
আমি অশরীরী আনি রক্তের ঢল…
১৪টি মন্তব্য
শুন্য শুন্যালয়
my aim in life ছোট বেলায় পড়েছিলাম, আপনি এতো দেরি করে ঠিক করলেন?
জ্যান্ত ভূত দেখিনি আজ দেখলাম। ঝাড় ফুঁকের ব্যবস্থাটা এবার করতেই হয়।
ভাইরে অপেক্ষা করে রেখে এতোদিন পর এসে ভয় দেখানো ঠিক না।
কবিতা জব্বর হয়েছে।
ভোরের শিশির নীতেশ
এতোদিন ভুলেই গিয়েছিলাম সব…
ঝাড় ফুঁক করে দেবো ধীরে ধীরে 😀
পাশে থাকলেই হবে সব সময় 😀
ধন্যবাদ।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
-{@ (y)
ভোরের শিশির নীতেশ
ধন্যবাদ 🙂
জিসান শা ইকরাম
আপনার থেকে সাবধান থাকতে হবে
নিরাপদ দুরত্ব বজায় রাখতে হবে।
নইলে শ্যাষ হয়ে যাবার সম্ভাবনা আছে।
অনেক দিন পরে আসলেন ভালো একটি কবিতা নিয়ে।
ভোরের শিশির নীতেশ
ভুল ধরিয়ে দিতে হবে, না হলে একেবারে ঁ_ঁ
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
আচ্ছা হয়ে যান অশরীরী। আরো লিখবেন নাকি ? (y)
ভোরের শিশির নীতেশ
লিখতে চাই… অনেক 😀
ধন্যবাদ, তবে অশরীরী যেদিন হব সেদিন আর লিখবো না, আপনাদের ঘাড়ের উপরে ঢুকে দেখে নেবো কে কি ভাবছেন এগুলো পড়ে 😉
স্বপ্ন নীলা
কবিতা পড়ে ভয় পেয়েছি —
পড়া পানি খেতে হবে —
ভোরের শিশির নীতেশ
যেখানে ভয় সেখানে সবই সয়…।
পড়া পানিও এসে যাবে 😀
খসড়া
🙂
ভোরের শিশির নীতেশ
😀
মিসু
ভালো লেগেছে খুব ।
ভোরের শিশির নীতেশ
অনেক ধন্যবাদ সময় নিয়ে পড়া জন্যে 🙂