
ছায়া-মায়ার বিভ্রম লুকিয়ে রেখেছি সযত্নে,
বুক পকেটে, সোনার-কাঠি রূপোর-কাঠি,
জিয়ন-কাঠি-ও;
সামান্য ফুঁ-তে নিভিয়ে দিতে পারি
আগ্নেয়গিরির মরণ-লাভা,
ইশারার চাঁদ ছুটে এলে
পুরো জ্যোৎস্না পুরে নিতে পারি একটি আস্তিনে,
উত্তাল-সমুদ্র থিতু হবে বালিয়াড়িতে,
আঙ্গুলের সামান্য নির্দেশে;
জীবন্ত মানুষ বেড়িয়ে আসবে কাফন ঠেলে,
কাবিলের হাতে খুন হওয়া
ভাই-কে জাগাতে/ফেরাতে পারবো-না।
করোনা জয় করে মসজিদ-তারাবীতে যেতে পারি-না,
অবিশ্বাস উপরে ফেলে বিশ্বাসের মিতালী জুড়ে দিতে পারি-না,
বুকে বেঁধা এক ঝাঁক পেরেক উপরে ফেলে
বুক-ভরা নিঃশ্বাস নিতে পারি-না;
তবে
অলৌকিক চাদর বুকে জড়িয়ে,জপতে থাকা
অভিশাপ আর নিষ্ঠুরতার নামতা,
সে আমি ভুলিয়ে-ই দেব, বৈমাত্রেয় দিনের শেষে।
ছবি নেট থেকে।
২০টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
এমন এক ছবি দিলেন! ভয় পাইছি।
আপাতত প্রত্থম পতাকা গেঁথে রাখলাম।
আগুন কমুক, আসবো..
ছাইরাছ হেলাল
আচ্ছা!! দোজখের আগুনে একটু চোখ-অভ্যস্ততা তৈরি হোক।
ধন্যবাদ।
তৌহিদুল ইসলাম
ইনশাল্লাহ খুব শিগগিরই করোনা চলে যাবে। আমরা আবার মসজিদে নামাজ পড়তে পারবো। তবে করোনার যে সিচুয়েশন চলছে তাতে কেউ কাউকে চিনছে না। সবাই নিজেদের নিয়েই ইয়া নাফসি ইয়া নাফসি করতে ব্যস্ত।
শান্তি ফিরে আসুক এই ধরাধামে। শুভকামনা ভাইয়া।
ছাইরাছ হেলাল
আসলে সহসা আমরা মুক্তি পাচ্ছি তা যেন কিছুতেই মনে হচ্ছে না।
আশেপাশে যা অবস্থা।
ভাল থাকবেন সবাইকে নিয়ে।
প্রদীপ চক্রবর্তী
ছায়া মায়ার বিভ্রম বড়ই ভয়ানক।
ঠুনকা কেবল ইচ্ছাশক্তি!
অলৌকিক চাদরে সুখ নেমে আসুক।
সামান্য ফুঁ-তে নিভিয়ে যাক তবে
আগ্নেয়গিরির মরণ-লাভা।
.
ছাইরাছ হেলাল
ফুঁ দিতে চাই, দিচ্ছিও,
আগুনের জ্বলন কমছে এমন তো ভাবতে পারছি না।
ভাল থাকুন, এ সময়ে।
আরজু মুক্তা
হাসরের ময়দানের কথা মনে হলো আপনার কবিতা পড়ে। আল্লাহ আমাদের সেই দৃশ্য চোখের সামনে তুলে ধরলেন।
নিশ্চয় করোনা দূর হয়। নতুন সকাল হবে
ছাইরাছ হেলাল
আমার অবশ্য বেহেশত নিশ্চিত!! সুবাতাস পাচ্ছি!! (আল্লাহ শ্রেষ্ঠ ক্ষমাকারী)।
এ সব ছবি-টবি দেখে দ্বীনের পথে আপনার আসবেন, এই ভরসাতেই লিখি-টিখি।
দোয়ায় রাখবেন।
পপি তালুকদার
ইনশাআল্লাহ নিকট ভবিষ্যতে আমরা এই মহামারি হতে নিষ্কৃতি পাবো।আবার পৃথিবী আপন মহিমায় সজ্জিত হবে।আমাদের জয় হবেই…..
ছাইরাছ হেলাল
অবশ্যি আল্লাহ আমাদের মাফ করে দিবেন,
তবে কত ধানে কত চিরে তার হিশেব নিয়ে নিচ্ছেন/নিবেন।
আপনি নিরাপদে থাকবেন।
সৌবর্ণ বাঁধন
সব সুন্দর হোক বৈমাত্রেয় দিনের শেষে।
ছাইরাছ হেলাল
তেমন প্রত্যাশা আমাদের সবার।
ধন্যবাদ।
হালিমা আক্তার
নিশ্চয়ই আল্লাহর রহমতের চাদর বিছিয়ে দিবেন। একদিন দুর হবে করোনা। যদিও জানি না এ পাপের শাস্তি , না কি কোন কঠিন পরীক্ষা। আল্লাহ সহায় হোন, শুভকামনা।
ছাইরাছ হেলাল
আমরা পরীক্ষা ভেবে নিজেদের সান্তনায় রাখব, শান্তিতে থাকার চেষ্টা নিব, বাকী হিশেব তার হাতে।
নিরাপদে থাকুন।
রোকসানা খন্দকার রুকু
অলৌকিক চাদরে জড়িয়ে থাকা আর নিষ্ঠুরতার নামাতা জপতে থাকা ছাড়া কোন উপায় নেই।
ছাইরাছ হেলাল
তা তো ঠিক, উপায় নেই বলেই চাদর-ভরসা চাচ্ছি, তাঁর কাছে।
ভাল থাকবেন, নিয়মিত।
সুপর্ণা ফাল্গুনী
পুরো জ্যোৎস্নাকে একটা আস্তিনে পুরে ফেলা সহজ কম্মো নয়। করোনার বিনাশ হবেই তার আগে যাদের হারিয়ে ফেললাম, ফেলবো তাদের আর ফিরে পাবো না।হয়তো আমিও হারিয়ে যেতে পারি। ঈশ্বর সহায় হোন। অলৌকিক চাদরে ঢেকে যাক পুরো মহাবিশ্ব করোনার ছোবল থেকে রক্ষা পেতে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
ছাইরাছ হেলাল
সব হারিয়ে গেলে যাক-না, সোনেলা আপনাকে হারাতে দিবে না।
হ্যা চাঁদকে আস্তিনে পুড়তে চেয়ে এখানে শ্রেষ্ঠ হৃদয়-বৃত্তি বোঝানো হয়েছে, লেখার দারুন একটি জায়গা আপনার
নজর এড়ায়নি দেখে আনন্দিত হচ্ছি।
ভাল থাকুন।
সাবিনা ইয়াসমিন
❝জীবন্ত মানুষ বেড়িয়ে আসবে কাফন ঠেলে,
কাবিলের হাতে খুন হওয়া
ভাই-কে জাগাতে/ফেরাতে পারবো-না❞
এমন অনেক, অনেক কিছুই করতে পারবো না। করার ক্ষমতা আমাদের দেওয়াও হয়নি।
কিন্তু দেয়া হয়েছে নিজেকে পরিচালিত করার মূলমন্ত্র,
নিয়ন্ত্রণ করার যাবতীয় কৌশল।
অলৌকিক চাঁদরের ভাঁজে আঁকা আছে গন্তব্যের শেষে গুপ্তধন পাবার মানচিত্র।
আগ্নেয়গিরির সুপ্ত লাভাতেও পাওয়া যাবে অফুরন্ত জোছনা। তুলে নিবো নাকি অঙ্গার হবো তাতো শুধু নিজের-ই জানা!
“কোথাও আমার হারিয়ে যেতে নেই মানা মনে-মনে”
ভালো থাকুন মহারাজ, আস্তিনে জ্যোৎস্না গুঁজে 🙂
ছাইরাছ হেলাল
সব মূল সূত্র জানে হয়ে গেলে জীবন নির্ঝঞ্জাট, কিন্তু তা কাজে লাগাতে পারছি কী না সেটাই বিবেচ্য।
মনে মনে মন-কলা খাওয়ার মজা মজাই। সবাই তা খায় না, পায় ও না।
কেউ পাচ্ছে জানলে দেখলেও আনন্দ। আনন্দ জারি থাকুক।
ভাল থাকুন।