দাদার ঘরে একজন অপরিচিত মহিলা দাদাকে উচ্চ স্বরে ঝাড়ি দিচ্ছে দাদা মাথা নিচু করে সব শুনছে ।
শোন এই চোর ছ্যাচরা দের সাথে তুমি থাকতে পার কিন্তু আমি পারব না । তোমাকে একদিন সময় দিলাম ভেবে চিন্তে ডিসিশন নাও । দুইটার মাঝে একটা তোমাকে বেছে নিতে হবে ।ওয়াসরুমের অবস্থা দেখ, বস্তির চেয়েও খারাপ । আমার বাড়ির চাকরাও এর চেয়ে ভাল ওয়াশ রুম ব্যাবহার করে । জঘন্য । রতন গাড়ি বের কর । আমি এয়ারপোর্ট যাচ্ছি । তুমি কাল সকালে গাড়ি নিয়ে চলে এস অথবা গাড়ির চাবিটা রতনের কাছে পাঠিয়ে দিও ।
মহিলাটি গাড়ি নিয়ে চলে গেল ।
বাড়িটা একদম শান্ত । চারদিকে পিনপতন নিরবতা । শুধু মাঝে মাঝে রাজুর কান্নার শব্দ শোনা যাচ্ছে ।
মা বাবা দুজনেই মন খারাপ করে বসে আছে । আমি রাজুর কাছে গেলাম ।
কি হয়েছে রে রাজু ? কাঁদছিস কেন?
দিদি ঐ মহিলা টা না আমাকে অনেক মেরেছে । দাদার সামনে মারল দাদা কিছু বলল না , বাবা মা কেউ কিছু বলল না । আমি কি দোষ করেছি???
মা বলে উঠল
সব তো তোরই দোষ আমরা তোকে না খাইয়ে রাখি ! আরেক জনের ব্যাগে হাত দিস ।
আরেক জনের হবে কেন ওটা তো দাদার ব্যাগ । দাদা ঢাকা থেকে আসলে আমার জন্য কতকিছু নিয়ে আসে । আমি দাদার ব্যাগ খুলেছি ।
এরপর দাদার সাথে বাবা মায়ের অনেক ঝগড়া হয় । বাবা এক পর্যায়ে প্রেসার বেড়ে অসুস্থ হয়ে পড়ে ।
দাদা পরদিন ঢাকায় চলে যায় ।
পরে শুনেছিলাম ঐ মহিলা কে দাদা বিয়ে করেছেন । আমাদের এলাকায় দাদার যত বন্ধু ছিল সবাইকে ঢাকার রিটার্ন এয়ার টিকেট সহ বিয়ের চিঠি পাঠিয়েছিল ।
দাদা বলতেন বৌদি নাকি তার উপরে উঠার সিঁড়ি । সত্যিই তাই সেই সিড়ি ধরে তিনি এত উপরে উঠে গেছেন যে আমরা আর তার নাগাল পাইনি ।
দাদা আমার জন্য একটা পাত্র ঠিক করছিলেন । কথাবার্তা সব প্রায় শেষ । কিন্তু বিয়েটা ভেঙ্গে গেয়েছিল ।
কেন ?
চলবে…………………..
১২টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
এমনই হয়, কার দোষ সৃষ্টিকর্তা, না দাদার, কার ভাগ্য পরিবারের না, দাদার।
পাপি কে দাদা না যে ভাগ্য নিরধারন করেছে যে, তার?
কুলাংগার আমি প্রশ্ন রেখে গেলাম।
কাঁরও নিকট খারাপ মনে হলে ক্ষমা দেবেন।
ধন্যবাদ।
সঞ্জয় কুমার
দোষ গল্প লেখকের 😀
স্বপ্ন নীলা
এ পর্বও চমৎকার ——-চলুক — পরের পর্বের অপেক্ষায়
সঞ্জয় কুমার
আপনাদের প্রেরণা ই আমার এগিয়ে চলার শক্তি । । ধন্যবাদ
মা মাটি দেশ
গল্পে ক্যাচালের গন্ধ পাচ্ছি চলুক…..।
সঞ্জয় কুমার
সামনে আরও নতুন কিছু আসছে
নীলাঞ্জনা নীলা
উপরে উঠার সব সিড়ি ভালো হয়না।
ভালো লিখেছেন । আপনার দেয়া ছবিটা পোশটে দেখা যাচ্ছেনা।
সঞ্জয় কুমার
হুম একটু সমস্যা আছে মনে হচ্ছে । মন্তব্যের জন্যে ধন্যবাদ ।
জিসান শা ইকরাম
সংসারে শনি হয়ে আসে দু- একজন
এটা নিয়তি , কিছুই করার নেই আসলে ।
সঞ্জয় কুমার
হুম
আগুন রঙের শিমুল
এত ছুট ক্যান 🙁
সঞ্জয় কুমার
আগের পর্ব গুলো একসাথে পড়েন