অমৃত ঘ্রাণ

রকিব লিখন ১৯ জানুয়ারি ২০১৭, বৃহস্পতিবার, ০১:২০:৩৪পূর্বাহ্ন কবিতা ৯ মন্তব্য

কাঠুরিয়া; কাঠ না কেটে আমার ছায়া কাটো
ছায়াতেই এখন বড় ভয় ।

দ্বৈরথ জীবনের বোবা কান্না
নষ্ট সময়ের চাকায় হবো আর কত রুদ্ধ
অনুভূতির অনুভূমে নির্বাক চিত্র
কবে হবে সবাক।

আমি তো বাঁচার আনন্দ চাই না
জীবনের জন্য চাই কিছু আনন্দ
স্বাভাবিক মৃত্যুর অমৃত ঘ্রাণ।।

৮১৬জন ৮১৬জন
0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ