
জল ভরা দৃষ্টিতে মেঘগুলো থমকে আছে একরাশ জমানো অভিমানে;
ঘাসফড়িংয়ের গা ঘেঁষে অভিমান গুলো ঝরে পড়ে নোয়ানো ঘাসফুলে।
বুনোফুল গুলো হাসছে বিশ্বজয়ের আনন্দে বৃষ্টিভেজা অপরাহ্নে-
হাসছে কলমি লতা, হাসছে বিলের জলে ভেসে থাকা রাজহংসের দল।
তেজদীপ্ত লোকালয় ভিজছে এলোমেলো বৃষ্টির আন্দোলনে;
অভিমানী মেঘগুলো নুয়ে পড়েছে শানবাঁধানো পাড়ে- কৃষ্ণকালো জলের আবক্ষে বনলতার বেশে।
নৈসর্গিক কার্নিশ বেয়ে অমৃতসুধা আছড়ে পড়ে সমরেশ, শীর্ষেন্দুর সাজানো বাগানে;
প্রাচীন পৌরাণিক কাহিনী ভিজে যায় অভিশপ্ত জোয়ারে।
উত্তপ্ত ঝুল-বারান্দায় আষাঢ়ীয় ঢল-
রজঃস্বলা নদীর বুক চিড়ে ফিরে ফিরে আসে সময়ের পারাবার।
ছবি- গুগল
১৮টি মন্তব্য
প্রদীপ চক্রবর্তী
কি, ভালো শব্দচয়ন।
অভিমানী মেষ জুড়ে শব্দের বাহার নামে।
একদিকে আষাঢ়ীয় ঢলে রজঃস্বলা নদীর বুক চিড়ে ফিরে আসে সময়ের পারাবার।
.
খুবি ভালো লাগলো, দিদি।
সুপর্ণা ফাল্গুনী
প্রথম মন্তব্যের জন্য অভিনন্দন আপনাকে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম
নার্গিস রশিদ
” রজঃস্বলা নদী” কি সুন্দর নদীর নাম! কোথায় এটা? বর্ষার সুন্দর বর্ণনা। ভালো লাগলো ।
সুপর্ণা ফাল্গুনী
আপু আমি এখানে রজঃস্বলা বলতে ঋতুমতী নদী বুঝিয়েছি। এ নামে কোনো নদী আছে কিনা আমার জানা নেই। অসংখ্য ধন্যবাদ পড়ার জন্য। অবিরাম শুভ কামনা
রোকসানা খন্দকার রুকু
জলের আবক্ষে বনলতার বেশে।
নৈসর্গিক কার্নিশ বেয়ে অমৃতসুধা আছড়ে পড়ে সমরেশ, শীর্ষেন্দুর সাজানো বাগানে;“” মনোমুগ্ধকর। বর্ষা কতোভাবেই না ধরা দেয় জীবনে। ভালোবাসা ও শুভকামনা দি ভাই।
সুপর্ণা ফাল্গুনী
অজস্র ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ভালো থাকবেন সবসময় শুভ কামনা নিরন্তর। শুভ সকাল
তৌহিদুল ইসলাম
ইদানিং অভিমানগুলোর সাথে আমার নিজেরই সখ্যতা বাড়ছে। আপনার লেখা পড়ে মনে কিছুটা বল পেলাম। যাক আমি তাহলে একা নই, আমার আপুও আছে।
চমৎকার লেখা পড়লাম আপু। শুভকামনা জানবেন।
সুপর্ণা ফাল্গুনী
আপনি আমার ভাই না তাইতো মিলে গেছে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন নিরাপদে থাকুন। শুভ সকাল
জিসান শা ইকরাম
অভিমানে পরিপূর্ণ মেঘগুলো হতে বর্ষা নেমে এসে অভিমান হালকা হোক।
সুন্দর কবিতা ছোট দিদি,
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ জানাই দাদা ভাই পড়ার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা নিরন্তর। শুভ সকাল
আরজু মুক্তা
বাহবা। একেবারে বর্ষা উপচে পড়ছে আপনার কবিতায়।
খুব ভালো লাগলো।
শুভ কামনা
সুপর্ণা ফাল্গুনী
অজস্র ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভালো থাকবেন সতত। শুভ সকাল
ছাইরাছ হেলাল
মেঘের দেশে সে যে রূপেই হোক
আপনার অনুভুতি দেখে ভালোই লাগছে, মানে বলতে চাইছি
আমিও তো মেঘে মেঘে থাকছি!!
সুপর্ণা ফাল্গুনী
বাহ্ আপনি ও মেঘের বাড়ি বসত গড়েছেন!! শুনে ভালো লাগলো। তা কেমন লাগছে মেঘের বাড়ি? ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম
হালিমা আক্তার
অভিমানী মেঘ গুলো অভিমান ছেড়ে। একসময় বৃষ্টি হয়ে নেমে আসে ধরণীর বুকে। শুভ কামনা অবিরাম।
নার্গিস রশিদ
বৃষ্টির সুন্দর বর্ণনা। ভালো লাগলো ।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপু। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা নিরন্তর। শুভ রাত্রি
সুপর্ণা ফাল্গুনী
অফুরন্ত ধন্যবাদ আপু। খুব ভালো লাগে আমার প্রতিটি লেখায় আপনার সুন্দর মন্তব্য। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম। শুভ রাত্রি