
সে অনেক বছর আগের কথা,
তখন আমি ব্যাচেলর ছিলাম, মেসে খেতাম,
মেসের খাওয়া দাওয়া ভালো না হওয়াতে প্রতিবেশী একজনের বাসায় টাকার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করলাম।
কয়েকদিন যাবত খেয়াল করলাম, রুমে রাতে খাওয়ার পর দুইটা পিচ্চি সাইজের ইঁদুরের আগমন ঘটছে। আমিও যথারীতি নিজের খাবার শেষ করার পর একটা ছোট্ট প্লেটে অল্প খাবার রাখতাম এইসব পিচ্চি মেহমানদের জন্য।
ছেলেবেলা থেকেই টম এন্ড জেরী কার্টুন আমার ভীষণ প্রিয়, ব্যাপারটা আমার লাইভ জেরী দেখার মতো ছিলো।
এভাবে প্রায় মাস খানেক যাওয়ার পর একদিন রাতে আমি স্পষ্ট টের পেলাম বিছানার নিচ থেকে চি চি শব্দ আসছে, প্রথম কয়েকদিন গুরুত্ব দিই নি। তারপর একদিন বেডের নিচের তোষক সরিয়ে যা দেখলাম তাতে তো আমার অবস্থা খারাপ।
এতোদিন আমি ১ হালি ইঁদুরের বাচ্চার সাথে একই খাটে, একই বিছানায় ঘুমিয়েছি !!!
প্রথমে ভাবলাম মেরে ফেলবো, কিন্তু শিশু মাত্রই সুন্দর এবং চিত্তাকর্ষক, ওদের দেখে কোনভাবেই মেরে ফেলতে মন সায় দিলো না। হয়তো ইঁদুর দম্পতি আমার কাছে ওদের নিরাপদ মনে করে, তাই বাচ্চাদের এখানে রেখে গেছে।
তবে মেরে না ফেললেও আমি তাদের কে তাদের মা, বাবার কাছে মানে সিড়ি ঘরের চিপায়, যেখানে ইঁদুর গুলো বসবাস করতো সেখানে রেখে আসছিলাম।
এরপর থেকে ঐ ইঁদুররা আর কখনো আমার রুমে আসেনি।
জানিনা কেন, হয়তো অভিমানে।
Photo Source Google
১৩টি মন্তব্য
রোকসানা খন্দকার রুকু
আহারে! কারও পৌষ মাস, কারও নাকি সর্বনাশ। সামান্য সিঁড়ি ঘরে রেখে আসাতেই এতো রাগ?
দোয়া করুন এমন রাগ যেন আমার সাথে করে। তোশক কেটে ছাড়খার করেছে। এরপর গন্ধে থাকা দায়। ফ্রী হিসেবে মধ্যরাতে গায়ের উপর উঠে এসে আঁচর কাটে। কতো যন্ত্রণা! শত চেষ্টাতেও যায় না।
সঞ্জয় কুমার
আসল ব্যাপার হলো, কয়েকদিন ইঁদুরের উৎপাত কমে গেলেও, আমি এরপর থেকে দরজার নিচের ফাঁকা হার্ড বোর্ড লাগিয়ে বন্ধ করে দিয়েছিলাম, তাই চাইলেও তারা আর আসতে পারতো না।
মোঃ মজিবর রহমান
এরাও জিবনে আমাদের শিক্ষা দেয় দাদা।
সঞ্জয় কুমার
শিক্ষা যা দিক, রাতে ইঁদুরের সাথে ঘুমানোর অভিজ্ঞতা কিন্তু খুবই মারাত্মক।
ধন্যবাদ মুজিবর ভাই
হালিমা আক্তার
ঘরে ইঁদুর আসলেই ভয় লাগে, কখন সুযোগ পেয়ে কেটে কুটে সাবার করে।
সঞ্জয় কুমার
ক্ষতি করে তাই মেরে ফেলা উত্তম,
কিন্তু যে কোন প্রাণী হত্যা করতে আমার যেন কেমন অস্বস্তি লাগে, চেষ্টা করি যেন ওরা আর না আসে।
বোরহানুল ইসলাম লিটন
কঠিন অভিমান!
ভালোবেসেও ভালোবাসা পায়নি বলে!
মুগ্ধতা ও শুভ কামনা রেখে গেলাম অন্তহীণ।
সঞ্জয় কুমার
অনেক ধন্যবাদ লিটন ভাই
নার্গিস রশিদ
সুন্দর একটা লেখা একটা ঘটনা নিয়ে। ভালো লাগলো। শুভ কামনা।
সঞ্জয় কুমার
আপনার জন্যও অনেক অনেক শুভ কামনা
আলমগীর সরকার লিটন
বেশ মমতাময় আসলে ইঁদু খুব বিরক্ত আমরাও বাসা ইঁদু আছে
মাঝে মাঝে ডুসডাস করে মাটি———
সঞ্জয় কুমার
ধন্যবাদ লিটন ভাই
হালিম নজরুল
ব্যাতিক্রম অভিজ্ঞতা