অভিমানী ইঁদুর

সঞ্জয় কুমার ২ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার, ০৩:৩৮:৪৫অপরাহ্ন ছোটগল্প ১৩ মন্তব্য

সে অনেক বছর আগের কথা,

তখন আমি ব্যাচেলর ছিলাম, মেসে খেতাম,

মেসের খাওয়া দাওয়া ভালো না হওয়াতে প্রতিবেশী একজনের বাসায় টাকার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করলাম।

কয়েকদিন যাবত খেয়াল করলাম, রুমে  রাতে খাওয়ার পর দুইটা  পিচ্চি সাইজের ইঁদুরের আগমন ঘটছে। আমিও যথারীতি নিজের খাবার শেষ করার পর একটা ছোট্ট প্লেটে অল্প খাবার রাখতাম এইসব পিচ্চি মেহমানদের জন্য।

ছেলেবেলা থেকেই টম এন্ড জেরী কার্টুন আমার ভীষণ প্রিয়, ব্যাপারটা আমার লাইভ জেরী দেখার মতো ছিলো।

এভাবে প্রায় মাস খানেক যাওয়ার পর একদিন রাতে আমি স্পষ্ট টের পেলাম বিছানার নিচ থেকে চি চি শব্দ আসছে, প্রথম কয়েকদিন গুরুত্ব দিই নি। তারপর একদিন বেডের নিচের তোষক সরিয়ে যা দেখলাম তাতে তো আমার অবস্থা খারাপ।

এতোদিন আমি ১ হালি ইঁদুরের বাচ্চার সাথে একই খাটে, একই বিছানায় ঘুমিয়েছি !!!

প্রথমে ভাবলাম মেরে ফেলবো, কিন্তু শিশু মাত্রই সুন্দর এবং চিত্তাকর্ষক, ওদের দেখে কোনভাবেই মেরে ফেলতে মন সায় দিলো না। হয়তো ইঁদুর দম্পতি আমার কাছে ওদের নিরাপদ মনে করে, তাই বাচ্চাদের এখানে রেখে গেছে।

তবে মেরে না ফেললেও আমি তাদের কে তাদের মা, বাবার কাছে মানে সিড়ি ঘরের চিপায়, যেখানে ইঁদুর গুলো বসবাস করতো সেখানে রেখে আসছিলাম।

এরপর থেকে ঐ ইঁদুররা আর কখনো আমার রুমে আসেনি।

জানিনা কেন, হয়তো অভিমানে।

 

 

Photo Source Google

৫৮৬জন ৪৮৮জন

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ