
সেদিন ভোর বিহানে
তোমার কোজাগরী আকাশে,
যে অষ্টমীর চাঁদ আমি এঁকে দিয়েছি।
সে চাঁদের ছোঁয়ায় এতোটুকুও কাঁপেনি,
রক্ত মাংসে গড়া কঠিন হৃৎপিণ্ড তোমার।
এটা জেনে হতচকিয়ে গেলেও অবাক হইনি একটুও!
জানতাম পাথরের তৈরি পাথরমানব,
অথবা লোহার তৈরি কোনো লৌহমানব তুমি।
ছোট্ট একটা চাঁদের এতো উষ্ণতা কই,
যে শিহরিত করবে তোমার তনু মন!
তবুও আশাবাদী এক অভাজন প্রেমিকা আমি,
কোনো একদিন পাথরের বুকেও বইবে প্রেমের স্রোতধারা।
লৌহমানবও উন্মত্ত হয়ে অধীর আগ্রহে অপেক্ষা করবে,
আরো একটি ছোট্ট চাঁদের উষ্ণ স্পর্শে রোমাঞ্চিত হবার।
৩২টি মন্তব্য
ছাইরাছ হেলাল
আমার তিনটি প্রিয় শব্দ আপনার লেখায় দেখলাম।
ভোর, বিহান আর কোজাগরী।
পাথরের বুকে হাতুড়ি চালালে কান্নাকাটি শুরু না হয়,
একটু খেয়াল রাখতে হবে।
সুরাইয়া পারভিন
তা দারুণ বলেছেন কিন্তু। তবে ভাঙ্গনের শব্দ অবশ্যই শোনা যাবে।
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
তৌহিদ
সেদিনের অপেক্ষা সব প্রেমিক প্রেমিকাই কতে, যেদিন পাথরে ফুল ফুটবে। নিজের জন্য অন্যকেউ অধীর আগ্রহে অপেক্ষা করবে।
দারুণ লিখেছেন আপু।
সুরাইয়া পারভিন
একদম সঠিক বলেছেন ভাইয়া
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
নিতাই বাবু
“তবুও আশাবাদী এক অভাজন প্রেমিকা আমি,” সব আশা ছেড়ে দিয়ে এখানেই থাকি আমি।
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
প্রদীপ চক্রবর্তী
রক্ত মাংসে গড়া কঠিন হৃৎপিণ্ড তোমার।
সে নবীন কিশোর।
প্রেমিকা আজও খুঁজে প্রেমিকের ভাবার্থ।
বেশ লেখনী দিদি।
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
জাকিয়া জেসমিন যূথী
চমৎকার লেখনী। সাথের ছবিটাও সুন্দর।
কোনো একদিন পাথরের বুকেও বয়বে প্রেমের স্রোতধারা।- এই লাইনে ‘বইবে প্রেমের স্রোতধারা’ হবার কথা।
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু ❤
ঠিক করে নিচ্ছি। কৃতজ্ঞতা অশেষ
সুপায়ন বড়ুয়া
ছোট্ট একটা চাঁদের এতো উষ্ণতা কই,
যে শিহরিত করবে তোমার তনু মন!
তবুও আশাবাদী এক অভাজন প্রেমিকা আমি,
ভালোই লিখেন !
সত্যিই তো অভাজন প্রেমিকা থাকে প্রতিক্ষায়
যেমনি থাকে ভাগ্যদেবীর আশায়
সুরাইয়া পারভিন
চমৎকার বলেছেন। আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
সুপর্ণা ফাল্গুনী
জানতাম পাথরের তৈরি পাথরমানব,
অথবা লোহার তৈরি কোনো লৌহমানব তুমি।
ছোট্ট একটা চাঁদের এতো উষ্ণতা কই,
যে শিহরিত করবে তোমার তনু মন!
তবুও আশাবাদী এক অভাজন প্রেমিকা আমি,
কোনো একদিন পাথরের বুকেও বইবে প্রেমের স্রোতধারা। অসাধারণ হয়েছে।
সুরাইয়া পারভিন
কৃতজ্ঞতা অশেষ দিদি। আন্তরিক ধন্যবাদ জানবেন
নুর হোসেন
আমি পড়ে পড়ে শিহরিত!
নাইন ইলেভেন খ্যাত বেঞ্জামিন বা কেভিন এলট্রো টমাসের মত মৃত প্রেমিকার সমাধীর পাশে ঘর বেঁধে আজীবন কাটাতে ইচ্ছে হয়।
সুরাইয়া পারভিন
ওয়াও দুর্দান্ত ইচ্ছে । ভালবাসলে এভাবেই ভাসতে হয়। আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
কামাল উদ্দিন
লৌহ মানবদেরও তো রক্ত মাংসে গড়া শরীর, একদিন হয়তো মেয়েটির প্রেম বার্তা ওর কাছে ঠিকই পৌছবে……..শুভ সকাল আপু।
কামাল উদ্দিন
অকবিতার পোষ্টে একটা অমন্তব্য করে গেলাম 😀
সুরাইয়া পারভিন
অমন্তব্যেও ধন্য আমি। আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
সুরাইয়া পারভিন
সে তো পৌঁছাতেই হবে ভাইয়া।
নাছরবান্দা প্রেমিকা বলে কথা😛😛
এস.জেড বাবু
কোনো একদিন পাথরের বুকেও বয়ে যাক প্রেমের স্রোতধারা।
চমৎকার ছবিতে অসাধারণ লিখেছেন।
এমন হলে- অ কবিতাই ভালো।
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
মাহবুবুল আলম
‘জানতাম পাথরের তৈরি পাথরমানব,
অথবা লোহার তৈরি কোনো লৌহমানব তুমি।’
সুন্দর উপমা।
সুরাইয়া পারভিন
হা হা হা হা
আন্তরিক ধন্যবাদ জানবেন
অনন্য অর্ণব
হাতে হাত… চোখে চোখ, অধরে অধর
বুকের গভীরে শুধু বেজেছিল প্রিয়া
ঝরা পাতা সুরের ঐ সুর – মর্মর
কেঁদেছে হৃদয় মম কাঁদেনি’ক হিয়া ।।
হা হা হা 😀
আপনার সেই প্রণয়ের অংশীদার হলে এই কবিতার জবাব আমি এভাবেই দিতাম❤️❤️❤️
সুরাইয়া পারভিন
হা হা হা হা
আপনার সেই প্রণয়ের ,,এটা যে আমারই প্রণয় কেনো ভাবছিস হে
জিসান শা ইকরাম
পাথরমানব, বা লৌহমানব হোক এমন প্রেমিকার স্পর্শে প্রেমের ফুল ফুটবেই সে বুকে,
কবিতা ভালো লেগেছে।
শুভ কামনা।
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
সঞ্জয় মালাকার
কোনো একদিন পাথরের বুকেও বয়ে যাক প্রেমের স্রোতধারা।
চমৎকার ছবিতে অসাধারণ লিখেছেন।
বেশ ভালো লাগলো অ কবিতা।
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
রেহানা বীথি
পাথরের বুকে ফুল ফুটুক, আশা পূর্ণ হোক।
চমৎকার লিখলেন।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়