অভাজন প্রেমিকা (অ-কবিতা)

সুরাইয়া পারভীন ২ ডিসেম্বর ২০১৯, সোমবার, ০৮:০৩:১৮অপরাহ্ন কবিতা ৩২ মন্তব্য

সেদিন ভোর বিহানে
তোমার কোজাগরী আকাশে,
যে অষ্টমীর চাঁদ আমি এঁকে দিয়েছি।
সে চাঁদের ছোঁয়ায় এতোটুকুও কাঁপেনি,
রক্ত মাংসে গড়া কঠিন হৃৎপিণ্ড তোমার।
এটা জেনে হতচকিয়ে গেলেও অবাক হইনি একটুও!
জানতাম পাথরের তৈরি পাথরমানব,
অথবা লোহার তৈরি কোনো লৌহমানব তুমি।
ছোট্ট একটা চাঁদের এতো উষ্ণতা কই,
যে শিহরিত করবে তোমার তনু মন!
তবুও আশাবাদী এক অভাজন প্রেমিকা আমি,

কোনো একদিন পাথরের বুকেও বইবে প্রেমের স্রোতধারা।

লৌহমানবও উন্মত্ত হয়ে অধীর আগ্রহে অপেক্ষা করবে,
আরো একটি ছোট্ট চাঁদের উষ্ণ স্পর্শে রোমাঞ্চিত হবার।

 

 

১১৩৮জন ৯৬৮জন
0 Shares

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ