অব্যস্ততার ব্যস্ততা

ছাইরাছ হেলাল ১৪ জুলাই ২০১৬, বৃহস্পতিবার, ০১:৪১:১৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩৩ মন্তব্য

সবাই ব্যস্ত!
পিপীলিকা প্রজাপতি মৌমাছি, রাতের পাখি,
হিজল তমাল সোনালু, লাল হয়ে ওঠা বট ফলের হরিয়াল।
পেকে ওঠা পুই ফল, সাপ্তাহিক মাতাল, নাতি-পুতির মেলায় টাকলা বুড়ো,
খামোখা ব্যস্ততার ভিড়ে
আমিই শুধু অব্যস্ততার ডাঙ্গর পাহাড়ে পাগলা হাতি খেদাই বিনা ডাঙ্গশে,
ডডনং হয়ে ডায়েরিতে ডাংগুলি খেলি
অব্যস্ত ব্যস্ততার সাথে মায়াময় বিরামহীন মেশামিশি।

৫১১জন ৫১১জন
0 Shares

৩৩টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ