সব সম্পর্কের উপসংহারে বাস্তবতার জয় হয়না, কিছু সম্পর্কের উপসংহারে বাস্তবতা লজ্জা পেয়ে মুখ লুকায়।
– বাবা আজও কি তাহলে মাকে খুজে পাবো না?
– হুম দেখি আজ হয়তো পেয়ে যাবো বাবা।
– আচ্ছা বাবা,মা কি আমাকে ভালবাসে না?
– এসব কি বলো তুমি?অনেক ভালবাসে তোমাকে তোমার মা।
– তাহলে কেন আমার কাছে থেকে লুকিয়ে আছে বলো?
– লুকিয়ে কই আছে,হয়তো তোমাকে আড়াল থেকে সবসময় দেখে!
– তাহলে আমার সামনে আসে না কেন?
– আচ্ছা চলো সামনের দিকে যাই বাবা।যদি মা সামনে থাকে।
– বাবা তুমি কিন্তু আমার কথার উত্তর দিলা না।
– তুমি বড় হও তাহলেই তোমার সামনে আসবে বাবু।
– কেন বড় না হলে মনে হয় আসা যায় না?তাহলে আমার স্কুলের বন্ধুদের মা আসে কেন?ওরাও তো ছোট।
– তোমার মা সবার থেকে আলাদা যে তাই।
– আমার মা সবার থেকে বেশি আমাক ভালবাসে তাই না বাবা।
– হ্যাঁ (চোখের এক কোনায় পানি জমে)।
– বাবা আমরা প্রতিদিন রাতে মাকে খুজতে আসি কেন?
– তোমার মা রাত পছন্দ করে তাই।
– কিন্তু বাবা দিনে তো আলো আছে।দিনে খুজলে মাকে সহজে পাওয়া যাবে তাইনা।
– কিন্তু তোমার মা তো দিনে বার হয়না বাবু।
– ওহ,বাবা আজও কি তাহলে মা কে পাবো না খুজে?
– পাবো বাবা একদিন।চলো এখন বাসা ফিরে যাই।অনেক রাত হয়েছে বাবু।
– বাবা তুমিও কি আমাকে রেখে মায়ের কাছে চলে যাবা?তুমি গেলে কিন্তু আমি একাই রাতে খুজতে বের হতে পারবো না বাবা।আমার ভয় করবে তো।
– না বাবা,কখনো যাবো না।
– তাহলে প্রতি রাতে আমাকে ছেড়ে কোথায় যাও বাবা তুমি?
১৫টি মন্তব্য
ইঞ্জা
বাবা ছেলেকে নিয়ে মাকে খুঁজে ফিরা, মন ছুঁয়ে দিলেন। 😢
রাফি আরাফাত
শুভ কামনা।
ইঞ্জা
শুভেচ্ছা ভাই
তৌহিদ
মন ছোঁয়া লেখা রাফি ভাই। কিছু কিছু সম্পর্কগুলির তল খুঁজে পাওয়া মুশকিল।
শুভকামনা রইলো।
রাফি আরাফাত
জি ভালো থাকবেন।
জিসান শা ইকরাম
মাকে খুঁজে ফেরা সন্তানের ব্যাকুলতা মন স্পর্ষ করেছে।
ভালো লিখেছ,
শুভ কামনা।
রাফি আরাফাত
ধন্যবাদ। ভালো থাকবেন
শাহরিন
ভিন্নতা আছে গল্পে। অনেক আবেগ দিয়ে লিখেছেন। পড়তে ভালো লেগেছে।
রাফি আরাফাত
অসংখ্য ধন্যবাদ আপু
সাবিনা ইয়াসমিন
মা হারা সন্তানকে এভাবেই বাবারা গল্পের ছলে বুঝ দিয়ে যান। একদিন মাকে খুঁজে পাবে ভেবে সন্তানও বাবার সব কথা মেনে নিয়ে বাবার নিত্ত সঙ্গী হয়ে যায়। একদিন সন্তান ঠিক বুঝে যায় মা আর ফিরবেনা। ততোদিনে তার মাঝে বাবাকে হারানোর ভয় ঢুকে যায়। মা হারা সন্তান কিছুতেই বাবা হারা হতে চায় না।
অত্যন্ত আবেগময় লেখা। সম্পর্কের গভীরতায় গিয়ে লেখেন বলেই লেখাগুলো মন ছুঁয়ে থাকে।
ভালো থাকুন। শুভ কামনা 🌹🌹
রাফি আরাফাত
অনেক অনেক অনেক ধন্যবাদ আপু। ভালো থাকবেন
ছাইরাছ হেলাল
মা হারা শিশুর তীব্র অভাববোধ ভাল ভাবেই তুলে আনতে পেরেছেন।
হৃদয় ছুঁয়ে যায় চিন চিনে ব্যাথা।
রাফি আরাফাত
সার্থকতা ভাই। ধন্যবাদ
শিরিন হক
একজন লেখকের লেখনিতে যখন পাঠকের মনে কোথাও নাড়া দেয় তখন সে লেখক সার্থক। মনে নাড়া নিলো ভাই দাড়ুন লিখেেন।
রাফি আরাফাত
অন্তরের ভিতর থেকে ধন্যবাদ আপু। ভালো থাকবেন।