অবশেষে মিমি(পর্ব-৩)

পুষ্পবতী ২১ জুলাই ২০১৪, সোমবার, ১১:১৬:০৭পূর্বাহ্ন গল্প ১৬ মন্তব্য

জানিস মিমি আমাদের ক্লাসে একজন নতুন ছাত্র ভর্তি হয়েছে?

কোথায় দেখলাম নাতো?

এখনো ক্লাস করে নাই কিভাবে দেখবি?

আমার মামাতো ভাই,পড়াশুনায় খুবই ভালো।আমাদের বাড়িতে থেকেই পড়াশুনা করবে।

কথা বলতে বলতে স্কুলে চলে আসলো মিমি আর সীমা।

ক্লাসে ঢুকার কিছুক্ষণের মধ্যেই স্যার চলে আসে।

স্যার নাম প্রেজেন্ট করছে এমন সময় দরজায় এসে দাড়াল একটি ছেলে

-স্যার আসবো?

হ্যা আসো।

ক্লাসের সবাই নতুন ছেলেটির দিকে তাকিয়ে আছে

তুমি কি আজই প্রথম ক্লাসে আসলে?

জ্বী স্যার

ঠিক আছে বসো

মিমি বলল এই কি তোর্ মামাতো ভাই?

হ্যা।

প্রথম দিনই লেইট করে আসলো?

পাশ থেকে আরেক জন্য বলল আজই প্রথম তাই স্যার কিছু বলে নাই।

আর বলিস না আমি বললাম আমার সাথে আসার জন্য কিন্ত আসলো না।

ছেলেটি খুব চুপচাপ বসে আছে।স্যার চলে যাওয়ার পর পাশের জন বলল-

চলবে……

৫৫৩জন ৫৫৩জন

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ