লুকিয়ে ভালো কিছু দেখা অপরাধ নয়। এই ধারনায় ছিলাম অনেক দিন। সোনেলার সংসারে অনেক তারা, যারা জ্বলছে তাদের মহিমাতেই। ভালো লাগে অনেকেরই লেখা। আবার মেজাজের তিরিক্ষি করি যখন দেখি মগজ তা কুলাতে পারছেনা। একজন লেখক রূপকথা নিয়ে লিখছেন। ভালো, তা “রূপকথার শিশু” টা ক্যামন কর্ম ? বুড়ো বাপটাও দেখুক না কালো মায়ের সঞ্চয় স্বপ্নের বড় হওয়া। আরেক জন আবার নিয়ে এলেন “রূপকথার জিরাফ” ! রূপকথা তো “এক দেশে ছিল এক রানী, তার ছিল এক রাজা” এমনই হবার কথা। অন্য আরেকজন লিখলেন “আকাশ ডাকে বলেই তো বলাকারা ওড়ে……বাংলাদেশ ভ্রমণ(পাঁচ)”। বাহ! কত সহজ ভাবে দেখিয়ে দিলেন একই অঙ্গে কতো রূপ। আমিতো সবাইকে চিনে ফেলেছি। আবার সেই লেখকই লিখলেন “আহ! (নিখাদ রাত্রি…)”। একি অত্যাচার! পরতে পরতে মুখস্ত করে ফেলেছি, কিন্তু ক থেকে ক্ষ, কিছুই বুঝিনি।
আরও একটা লেখার কথা না বললেই নয়। “প্যাঁচানো তারে রয়ে যায় ঝুলন্ত মায়ারা”। তাহলে সোজা তারের আত্মকাহিনী কি হবে। ভয় নেই, বলে যাব মরার আগে। আর হাত পা ভাঙ্গাতেও ছোঁয়া হয়ে যাবে। তিন যুগের কাহানী, আরও আসবে নিশ্চয়ই। অপেক্ষা অনেক কষ্টকর, তারপরও আমরা অপেক্ষায় থাকি একটু ভালবাসার ছোঁয়া পেতে।
আমি যদি সোনেলার এডমিন হতাম – দুটো তীর দিয়ে নির্দেশনা দিতাম। নির্বাচিত পাঠকেরা উত্তরে যান, নির্বোধরা (আমার মত) দক্ষিণে যান। এক সময় ঠিক ঠিক অকুল সাগরে পৌঁছে যাবেন। বেঁচে থাকো সোনেলা। তোমার প্রদীপের আংশিক জ্বালানী আমি হব।
৫৬টি মন্তব্য
তানজির খান
তোমার প্রদীপের আংশিক জ্বালানী আমি হব।
ভাল বলেছেন ভাই
নাসির সারওয়ার
প্রীত হলাম।
অরুনি মায়া
সোনেলায় স্বাগত জানাচ্ছি আপনাকে 🙂 -{@
নাসির সারওয়ার
তাড়িয়ে দেবেন নাতো?
অরুনি মায়া
এখানে সবাই অনেক আন্তরিক। আমি যেদিন এসেছিলাম আমাকে আদরের সাথেই গ্রহণ করেছেন সবাই। আপনি আমাদের সাথে থাকুন নিজেই বুঝতে পারবেন। 🙂
নাসির সারওয়ার
তাইত দেখছি। উৎসাহিত হলাম। আপনারা অনেক ভাল সৃষ্টির হোতা।
ছাইরাছ হেলাল
অভিনন্দন আপনাকে।
নিয়মিত অনিয়মিত ভাবেই থাকুন আমাদের সাথে।
নাসির সারওয়ার
“নিয়মিত অনিয়মিত”! এইতো সমস্যা। নিয়মিত কি করে অনিয়মিত হবে?
ছাইরাছ হেলাল
অপেক্ষা করুণ, স্বচক্ষে ই দেখতে পাবেন।
নাসির সারওয়ার
আবার সেই অপেক্ষা! ও নাকি ভয়ংকর!
শুন্য শুন্যালয়
হা হা ঠিক ঠিক এডমিন রা এই দিক নির্দেশনা দিলে আমার আজকের এই হাল হতো না। তবে সাগরের আকর্ষণ কিন্তু আদি আর অকৃত্রিম। আমি জেনেশুনে বিষ করেছি পান এর মতো দিক নির্দেশনাও কাজে দেয়না ভাউ।
আপনি যে মজার কিছু লিখবেন তা কিন্তু বুঝতে পেরেছি। খুব আকাল চলছে সোনেলায় তাই স্বাগতম. সুস্বাগতম আমাদের এই সোনেলায়। -{@
নাসির সারওয়ার
“ভাউ”! ডিকশনারি খুঁজছি। আমারটাতে নাই। কাল বের হবো খুজতে নতুন উদ্দম নিয়ে।
আপনি এটা কি বললেন? আপনার রাস্তাতো উত্তরে।
সোনালার শেখরে আপনিওতো পানি দিচ্ছেন! ওর অকাল হবে কেন?
শুন্য শুন্যালয়
উত্তর দক্ষিন জানিনা, পথিক আমি পথ হারায়েছি। 🙁
হে হে ডিকশনারী খুঁজে লাভ নেই। সোনেলার ভাষায় ডিকশনারী বানাতে গিয়ে কিছু পথিকৃৎ চুল হারিয়েছে 🙂
পানিতে আর্সেনিক ভাইয়া, গাছের নিজের সায়েন্টিস্ট থাকলে এতদিনে আমাদের খবর ছিলো।।
নাসির সারওয়ার
মানলা্ম না। পথ কেউ হারায় না, হারাবার ভান করে।
চুল হারাবার ভয় নেই, কা্রণ ওগুলোও তো অনেক আগেই হারিয়েছি।
পানিতে আর্সেনিক! এটা আবার কি? সারছে আমারে, ডিকশনারি খোজরে বাপ…।।
গাছেরও কিন্তু খিদা লাগে। আর পানিই মনে হয় ওর জীবন…।
শুন্য শুন্যালয়
আপনার মন্তব্য পড়ে এটাই শিখলাম ভয় হারাতে হলে, হারানো উচিৎ।
ডিকশনারি খুঁজে পেলে আমার জন্যেও একটা কপি রাইখেন ভাইয়া। 🙂
নাসির সারওয়ার
তাই বলে হারিয়ে যাবেন?
পেলেই পাঠিয়ে দেবো বাক্সমেইলে।
অনিকেত নন্দিনী
আমি দক্ষিণের যাত্রী হলেও আক্ষেপ নেই। সাগরের হাতছানি উপেক্ষা করতে পারে কজন?
নাসির সারওয়ার
সাগরে যেতে চান, যান। কিন্তু আপনাকে উত্তর দিক ঘুড়ে যেতে হবে।
অনিকেত নন্দিনী
সাগর যদি দক্ষিণে তো উত্তর ঘুরে যাবো কেনো?
“প্যাঁচানো তারে রয়ে যায় ঝুলন্ত মায়ারা” শিরোনামে আমাদের একটা লেখা ইতোমধ্যেই আছে। তাহলে “সোজা তারের আত্মকাহিনী” শিরোনামের লেখাটা আপনিই লিখে ফেলুননা। সেই হবে কিন্তু! 😀
যাউজ্ঞা কথায় কথায় আসল কথাই কইতে ভুইলা গেছি।
সোনেলায় স্বাগতম। -{@
নাসির সারওয়ার
আমার মত নির্বোধরাই শুধু সরাসরি সাগরে (দক্ষিণে) ঝাঁপ দিতে পারে। আপনি আমার দলের না। তাই………
ঐ প্যাঁচানো তারের গপ্প খুবই প্যাঁচানো, কিচ্ছু বুজিনাই। তার চাইতে সোজা তার ধইরা সাগরে ঝাঁপ দেওন ভালই হয়। খারান এত্তু…।
আমার প্রবিসন শেষ, আহা কি আনন্দ আমার! আমি সোনেলার লাইসেন্স পাইছি আইজ। আপনারে এত্তোগুলা ধন্যবাদ…।
অনিকেত নন্দিনী
এত্ত ক্ষমতা আমার কই? 😮 😮 😮
নাসির সারওয়ার
কি বলেন!!! আপনার রামদার ভয়ে সব বাঘা বাঘা মাথাগুলো লেজ ঘুঁটিয়ে রাখেযে!
জিসান শা ইকরাম
যদিও এসে গিয়েছিলেন অনেক আগেই
তারপরেও আপনার ব্লগ বাড়ির এটি প্রথম ঘড়
এখানেই স্বাগত জানাচ্ছি আপনাকে
সোনেলার ছোট পরিবারে আপনাকে স্বাগতম -{@
প্রথম লেখায়ই তো বুঝিয়ে দিয়েছেন —
হবে আপনাকে দিয়েই 🙂
শুভ কামনা।
নাসির সারওয়ার
গোলাপটা তুলে রাখলাম। উষ্ণতার ছোঁয়ায় নষ্ট হতে দেবনা। সোনেলার ছোট পরিবারে অনেক বড় মানুশেরা বাস করে। কুঁজো বুড়োর বেশি জায়গা লাগেনা। হয়ে যাবে।
কিছুই হবেনারে নাসির তোকে দিয়ে কিচ্ছুই হবেনা।
জিসান শা ইকরাম
নাসিরকে দিয়ে কিছু না হলেও কবি ( প্রস্তাবিত ) নাসির সারওয়ারকে দিয়ে হবে।
চিন্তা কইর্যেন না
এই পরিবারের সদস্যরা চেপে ধরে হলেও কিছু হওয়াবে 🙂
লীলাবতী
স্বাগতম আমাদের পরিবারে -{@ অপেক্ষা করছিলাম কবে আপনার লেখা পড়বো।প্রথম লেখা হিসেবে প্রত্যাশা পূরণ করেছেন।নিয়মিত লেখুন ভাইয়া।
নাসির সারওয়ার
এ গোলাপটাও সাজিয়ে রাখলাম। সোনেলার বাসনে অখাদ্য বেড়ে দেবো। অভুক্ত তাখলে আমার কিন্তু দোষ নাই।
নীলাঞ্জনা নীলা
প্রথমেই সু-স্বাগতম আমাদের সোনেলার অঙ্গনে।
ঘুম ভেঙ্গে গিয়েই সোনেলায়, রাত এখন ২:৪২। কিন্তু আপনার লেখাটি পড়ে মন্তব্য এখনই করতে বাধ্য হলাম। আমি আবার আনন্দ-পিয়াসী। হাসি পেলেই হাসতে বসে যাই। কেউ যদি দেখতো ঘুম ভেঙ্গে হো হো করা হাসি, কনফার্ম আমায় পাগলের হাসপাতালে পাঠিয়ে দিতো।
আকাশ ডাকে বলেই বলাকা ওড়ে যে লিখেছে, সে ভুল লিখেছে। আরে আকাশ তো আমাকেও ডাকে, তাহলে উড়িতে পারিনা কেন? :p পাখীদের মতো ডানা থাকলে না উড়বো :D)
নিশ্চিত ওই আহ যে লিখেছে তার মনে হয় স্পন্ডোলাইসিস। হাড্ডিতে ব্যথা। :D)
আমিও বুঝিনা এরা যে কি লেখে! :p রূপকথা থেকে আকাশ পাখী কিছুই বাকী রাখলো না। আপনার সাথে সহমত এভাবে রূপকথা চললে আমি যেদিন ঠাকুমা হবো সেদিন ঝুলি বের করলে তো জিরাফ আর বুনোলতাই চোখে পড়বে। 😀 :D)
শুন্য শুন্যালয়
নীলাপু, আহ্ লিখছে যে তার হাড্ডিতে আসলেই ব্যাথা আছে। তুমিতো জিনিয়াস। আমারে তো একটা পোস্ট আইডিয়া দিয়া দিলা 😀
রূপকথার কথা কি আর কমু, ভয়ে আমি আর রূপকথার বই-ই খুলিনা 🙂
নীলাঞ্জনা নীলা
শুন্য আপু ভালুবাসা এভাবে দিলে? ব্যথা-বেদানা ফল খেয়ে খেয়ে রান্না করছি আর তুমি বলছো পোষ্ট দেবে।
ইয়ে দুনিয়া, ইয়ে মেহফিল
মেরি কাম কি নেহি ;(
নাসির সারওয়ার
যাক, পাওয়া গেলো একজন যে আমার সাথে একমত। কিসব লেখে ওনারা, আরো বেশি বেশি বলুন।
তবে আপনি সপ্নডানা মেলে মায়ামেঘের সাথে উড়ছেন, তা আমি দেখে ফেলেছি। কাউকে বলিনি কিন্তু।
ঠাকুমার ঝুলি থেকে আরো অনেক অনেক বেসম্ভব ভালো লেখাগুলো বের করতে থাকুন। চুরি করবো।
নীলাঞ্জনা নীলা
নাসির ভাই আর বলবেন না একা কথায় কাজ হচ্ছিলো না। দলে উনারাই ভারী। উনাদের সাথে মডুও আছে। জানেনই তো জোর যার মুল্লুক তার! যা মন চাইছে, তাই এনে পোষ্ট করে দিচ্ছেন। মায়া ঝোলে তারে আজব। তাহলে আমাদের মায়া কি ইলেক্ট্রিক তারে ঝোলে? এদিকে রূপকথার আউলা-ঝাউলা পোষ্ট ১-২-৩-৪ আরোও যে কতো নম্বরে গিয়ে থামবে সে ঈশ্বরও জানেন কিনা সন্দেহ!
এভাবে আর কি লিখবো বলুন? স্বপ্নডানা ভেঙ্গে পড়েছে, কোনোভাবে সেলাই করে রেখেছি। ভাউ গো দু:খ কারে কই! ;(
নাসির সারওয়ার
মডু আছে বলেইতো তাদের দলটা আরো ভারী। ইলেক্ট্রিক তারের বদলে ফাইবার অপটিক দিয়ে দেবো, ওতে মায়াগুলো হয়তো মরে যাবেনা। আর হা, ৫ নম্বর এসে গেলো। আচ্ছা বলুনতো, ছায়ার মাঝে ছায়ারা ক্যামন করিয়া হাঁটিয়া বেড়াইবে?
সেলাইতে কাজ নাহলে জানাবেন, আইকা গ্লু পাঠিয়ে দেবো। তারপরও স্বপ্নডানাকে লালন করতে হবে।
নীলাঞ্জনা নীলা
সেজন্যই তো বলছি কিছু একটা করতে হয়। বেশী বেড়েছেন মডুরা। ভাবেন কি উনারা নিজেদের? উনাদের প্রিয় পাত্রদের যা নয় তাই লেখাই প্রকাশ পাবে। ভাউ মাথার চুল সব পড়ে গেছে। ভেবে দেখুন চুলবিহীন মস্তক লহিয়া কি করিয়া স্বপ্নডানাকে লালন করিবো?
হুম একজন খাজুরাহ গিয়ে দেবীর পদসেবা করছেন, শক্তি নিচ্ছেন আমাদের মাথা যেনো ভালো ভাবে চিবিয়ে খেতে পারে। আরেকজন ৫ নম্বর ছায়ামন্ত্র দিয়ে আমার মাথার চুল ছিঁড়ছেন।
ভাউ উদ্ধার করুন এমন পরিস্থিতিতে। -{@
আবু খায়ের আনিছ
সব ত বড় ভাই আর আপুরাই বলে দিয়েছে। আমি আর কি বলব, স্বাগতম আপনাকে।
নাসির সারওয়ার
বলার কি কিছু বাকি রাখলেন!
শুভ কামনা।
নাসির সারওয়ার
অনেক ভালো লাগলো।
অরণ্য
স্বাগতম সোনেলা পরিবারে। -{@
অনেক শুভ কামনা।
নাসির সারওয়ার
আপনার সাথে পরিচিত হয়ে ভাল লাগলো। নীহার রঞ্জন গুপ্ত নয়, ধন্যবাদ টা তানজির খা্নকে পৌঁছে দেবেন অনুগ্রহ করে। আপনার জন্যও শুভ কামনা থাকলো।
অরণ্য
আপনাকে নাসির ভাই ডাকি, সেই বোধহয় ভাল হবে। আমারও ভাল লাগছে। ভাবছি কিছু আলাদা, কিছু সুন্দর পাব আপনার কাছে থেকে। আপনার লেখা ও মন্তব্য দুটোতেই মশলার সুঘ্রাণ আছে, আমি পাচ্ছি।
“আমি যদি সোনেলার এডমিন হতাম” – এই মানুষগুলো বামবুকে হাত রেখে কথা বলতে পারে। সবাই তা পারে না। 🙂
তানজির পেয়ে যাবে ধন্যবাদ।
শুভ কামনা।
নাসির সারওয়ার
বোধহয় নয় ভালই হবে। আমি হয়তো অরণ্য সাহেব থেকে সাহেবটাকে বাদ দিয়ে দেবো।
এরপর কিন্তূ বেশি কোরে গোল মরিচ আর এলাচ দিয়ে সুঘ্রাণকে অন্য মাত্রায় নিয়ে যাবো বলে দিলাম।
সবাই পারে, কেউ কেউ বলতে চায়না। ভালো থাকুন।
নীতেশ বড়ুয়া
ভালোই বলেছেন :D)
পেলাম তবে সাথী একজন, টক্কর দিবে শব্দ আছে যতক্ষণ 😀
নাসির সারওয়ার
আপনার কথায় আশার আলো জেগে থাকল। পাশেই থাকুন প্লিজ।
নীতেশ বড়ুয়া
😀 (y) \|/
নাসির সারওয়ার
আমার মতোই ফাঁকিবাজ মনে হচ্ছে!
মেহেরী তাজ
ভাইয়া সোনেলায় স্বাগতম। -{@
মনে হচ্ছে সোনেলার অনেকের পরিচিত আপনি।
আর একটা কথা আপনাকে না বললেই নয়। সেটা হলো আপনি টেনশন নেবেন না। সোনেলার নিজস্ব একটা ডিকশনারি বানানো হবে তখন দেখে নিবেন সব শব্দ হ্যা?? 🙂
নাসির সারওয়ার
উম্মা পেলাম।
হা, এই যেমন আপনি। অনেক ভালো লেখেন আপনি। মন্তব্যগুলো হিউমারের মিকচার দিয়ে আমাদের গিলাচ্ছেন। অরণ্য আর তানজির সাহেবের সাথে গতকাল পরিচয় হলো। দু চারজন আরো আচেন, এভাবেই এগুচ্ছি।
এডমিনকে বলুননা, একটা ডিকশনারির লিঙ্ক খুলতে, সোনেলা শব্দ ব্যাংক বানাবো।
লীলাবতী
ভাইয়া নতুন লেখা চাই।যদি আপনি চান তবে আমি আইডিয়া দিতে পাড়ি।আমি হচ্ছি আইডিয়ার খনি :p একটি লেখা দিয়ে গাড়ি থামিয়ে দিলে চলবে কেনো?ফার্ষ্ট,সেকেন্ড,থার্ড,ফোর্থ গিয়ার দিয়ে গাড়ি চালান। আগে বলুন আইডিয়া লাগবে কিনা?
অন্তরা মিতু
লীলাবতী আপু, আমার একটা আইডিয়া লাগপেএএএএএ……………
নাসির সারওয়ার
“ফার্ষ্ট,সেকেন্ড,থার্ড,ফোর্থ গিয়ার দিয়ে গাড়ি চালান।” আগেতো গাড়ি চালানো শিকতে হবে আপুনি।
আইডিয়া বলুন। বলুন বলুন।।
আমি একটা দেই, একটা সোনেলা শব্দব্যাংক। আসুন না, এডমিন কে বলি!!
ছাইরাছ হেলাল
আবার কিছু লিখুন, অনেকদিন তো হলো।
নাসির সারওয়ার
“নিয়মিত অনিয়মিত” এর মানে বুঝে নিন!
রাত্রি রায়
অনেক মজা পেলাম। হাসিতে আমি একটু কৃপণ, নি:শব্দ হাসি। প্রাণখোলা হাসি যাদের তাদের দেখে ভাবি, অমন আমি যদি হতে পারতাম!
নাসির সারওয়ার
অনেক লেখকের অনেক ভালো মন্তব্য আছে যা আমার জন্য অনেক অনুপ্রেরনার রসদ (মজারও বটে)। সোনেলা সবাইকে হাঁসি দড়িতে বেধে রেখেছে অনেক সাদা মনের মানষেরা।
এতো পুরানো পোস্ট পরছেন দেখে ভালো লাগলো।
অন্তরা মিতু
স্বাগতম….. দরজার ওপাশে আরেক পৃথিবী… কিছু না কিছু নতুন তো পাবেনই….. নতুন মানুষ নতুন পথ নতুন আকাশ নতুন মেঘ…….
নাসির সারওয়ার
আপনাকে ধন্যবাদ পুরানো পোস্ট পড়ার জন্য।
তবে মন্তব্যটা প্রাসঙ্গিক কিনা ঠিক বুঝে উঠতে পারছিনা।
শুভেচ্ছা রইলো।