
অপ্সরী ! ( গীতি কবিতা )
ও আমার শুন্য ঘরে
কে আসিল বল আমারে ?
শীত চাদরে জল মিশিয়ে
কে গেল রে ?
কে আমার নদীর ধারে
জাল ফেলিল বল আমারে ?
জ্বালিয়ে দেয়া মাটির প্রদীপ
নিভিয়ে দিয়ে কে গেলরে ?
কে আমার শীতের ভোরে
সূর্য-টাকে আড়াল করে ?
শীত-সকালে কুয়াশার চাঁদর মোড়ে
শীতের ঘোরে শরীর আমায় কাঁপন ধরে।
কে আমায় ভাঙা ঘরে
রাত-দুপুরে আলো ফেলে ?
কে আমার ঘুমের ঘোরে
নূপুর পায়ে হেটে চলে ?
কে আমার ভাঙা ছাদে
তারার ফাঁকে উঁকি মারে ?
কে আবার রূপ যৌবনের
মুগ্ধ করা দ্যুতি ছুড়ে ?
কে আমার সূর্য-স্নানে
চাদরটাকে মেলে ধরে ?
নদীর ধারে রাঙা পায়ে নৃত্য করে
শরীর দুলে ওড়নাটাকে তুলে ধরে ?
তাকে আমি খুঁজতে থাকি স্বপ্ন ঘোরে
আঁধার ঘরে বসে থাকি কুপি জ্বেলে।
রাত জেগে পাহারা দিই শ্বশান ঘরে
তাসের আড্ডায় মেতে থাকি রঙ মহলে।
প্লাকার্ড হাতে দাঁড়িয়ে থাকি পথের ধারে
ব্যানার হাতে মিলিয়ে যাই শোক মিছিলে।
কেউ কি আছেন ফিরিয়ে দেবেন
যাকে আমি খুঁজছি আজো মনের ঘোরে।।
২৭টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
রোমান্টিক কবিতা থেকে ছবি উধাও ?
কাকতালিয় না কারসাজি
কেউ কি আছেন বলতে রাজি ?
শুভ ব্লগিং ! শুভ কামনা বড়দিন !
সাবিনা ইয়াসমিন
হাহাহা, ছবিতো আমরা দেখতে পাচ্ছি। উধাও হলো কখন!
সুপায়ন বড়ুয়া
সেতো প্রথম দিন
৩ ঘন্টার জন্য উধাও ছিল
পরে আবার এ্যাড করলাম
ধন্যবাদ , তাও আবার অনেকদিন পরে
সুপর্ণা ফাল্গুনী
শুভ বড়দিন উপলক্ষে শুভেচ্ছা ও শুভ কামনা দাদা। রোমান্টিক কবিতা ভালো লেগেছে
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ ভালো লাগার জন্য
শুভ বড়দিনে শুভ কামনা
সুরাইয়া পারভীন
ও আমার শুন্য ঘরে
কে আসিল বল আমারে ?
শীত চাদরে জল মিশিয়ে
কে গেল রে ? আহা! এই শীতে এই কাজ কেডায় করলো।
চমৎকার উপস্থাপন দাদা
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ সাথে থাকার জন্য
শুভ কামনা
ছাইরাছ হেলাল
খোঁজ চালু রাখুন, কাউকে পেয়ে যেতেও পারেন সাহায্যকারীর হিসেবে।
সুপায়ন বড়ুয়া
সে যে অপ্সরী খুঁজে পাওয়া ভার
ধন্যবাদ সাথে থাকার জন্য
শুভ কামনা
মোঃ মজিবর রহমান
কোন সে অপ্সরী ডাকলরে
ঘুম মাঝে ঘোরে খুজেই চলি তারেরে
বলনা তোরা আপনজনা খুজব কোথারে।
আপনার সুন্দর উপস্থাপনা একটি গীতি কবিতা পড়ে মুগ্ধ প্রিয়দা।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ ভাই,
সাথে থাকার জন্য।
শুভ কামনা।
কামাল উদ্দিন
…………নিশ্চয়ই বসন্তের কোকিলের এই কাজ। শুভ কামনা সব সময়।
সুপায়ন বড়ুয়া
শীত সকালের ঠান্ডায়
বসন্ত যে আর আসে না !
ধন্যবাদ সাথে থাকার জন্য
শুভ কামনা !
কামাল উদ্দিন
শীতের পরেই আসবে বসন্ত
কামাল উদ্দিন
পোষ্টের ছবি তো আছেই ভাই, নাকি পরে আবার ফিরে এসেছে! নাকি আপনার নেটে সমস্যা?
সুপায়ন বড়ুয়া
আসে নাই তো ফিরে
পরে আবার দিতে হয়েছে।
৩ ঘন্টা পর্যন্ত ছবি নেয় নাই !
ধন্যবাদ সহমর্মিতার জন্য।
কামাল উদ্দিন
আজকে ব্লগটা তুলনামূলক ভাবে বেশ স্লো কাজ করছে।
ইসিয়াক
খুবই সুন্দর।
বড়দিনের শুভেচ্ছা রইলো দাদা।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ সাথে থাকার জন্য
শুভ কামনা
তৌহিদ
লেখায় ছন্দে শব্দের মিলে শীতে হিমে দারুণ একটি কবিতা পড়লাম দাদা। আমিও তাকে খুঁজছি।
সুপায়ন বড়ুয়া
খুঁজতে থাকুন , পেলে জানাবেন
ধন্যবাদ, শুভ কামনা !
নুরহোসেন
প্লাকার্ড হাতে দাঁড়িয়ে থাকি পথের ধারে
ব্যানার হাতে মিলিয়ে যাই শোক মিছিলে।
-অপ্সরী ফিরে এসো, তোমার জন্য প্রিয় লেখক আকুল আগ্রহে অপেক্ষারত!
বলে দিয়েছি ফিরে আসবে।
সুপায়ন বড়ুয়া
অপ্সরীতো দেয় না ধরা
খুঁজতে গিয়ে পাগল পরা !
ধন্যবাদ সাথে থাকার জন্য
শুভ কামনা।
নাজমুল হুদা
ভাষা হারিয়ে ফেলেছি কী বলবো।
সত্যিই এক অকল্পনীয় চিত্রকল্প প্রতিটি লাইনে।
ভালোবাসা দাদা 💕
সুপায়ন বড়ুয়া
অপ্সরী দিয়ে চিত্রকল্প হয়
বাস্তবে নয়।
শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
রোমান্টিক কবিতায় রোম্যান্স এর কিছুই পেলাম না, নিখোঁজ অপ্সরীর সাথে রোম্যান্সও কি গায়েব হয়ে গেলো!!
সুপায়ন বড়ুয়া
হয়তো বা তাই
হারিয়ে খুঁজি তারে
স্বপ্ন ঘোরে !
শুভ নববর্ষ।