
ক্রমাগত পান-করা-অন্ধকার আর-ও দৃশ্যমান হলে
হঠাৎ রৌদ্রকরোজ্জেলতার দূরাভাস ভেসে ওঠে;
অভিজ্ঞতার মরিচা-মরিচিকা ঝেড়ে ফেলে
অনেক কিছু জানান দিয়ে;
হতে পারে হঠাৎ কোন স্ফুলিঙ্গ
অভিজ্ঞতার নূতন সোপানে।
সামুরাই দেহে ড্রাগন শিরোস্ত্রাণ!
এমন ছায়া দেখে হৃদকম্প জাগে,
ধুমকেতুর অগ্নিপুচ্ছ দেখে ছিন্ন-প্রাণ কাঁপে,
এই ছায়া-ঝড় নিঃস্বতার ভ্রুকুটি;
রাত পোহালেই পদ্মপাতার পুকুর-জলে
নিজের ছায়া দেখি,
ঘনীভূত মেঘ-ছায়া-বৃষ্টির আড়ালে।
ছবি নেটের।
৩৪টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
“রাত পোহালেই পদ্মপাতার পুকুর-জলে
নিজের ছায়া দেখি,
ঘনীভূত মেঘ-ছায়া-বৃষ্টির আড়ালে।“
দৃষ্টিভঙ্গি স্বচ্ছ হলে সুন্দর জিনিষগুলো চোখে পড়ে
সকালটা হলো শুরু সুন্দর কবিতা পড়ে।
শুভ কামনা।
ছাইরাছ হেলাল
ভাইয়ের এমন সুন্দর মন্তব্যে প্রাণ জুড়িয়ে গেল।
ভাল থাকুন।
জিসান শা ইকরাম
ড্রাগন, ফ্রাগন ভয় পাই খুব।
নিঃস্বতা কেটে যাক, পদ্মপাতার পুকুর-জলে শান্তি পাই।
শুভ কামনা।
ছাইরাছ হেলাল
ভয় কে ভয় পাওয়াই উচিত কাজ।
পদ্মের পুকুরেই স্বস্তি।
শামীম চৌধুরী
পদ্ম পাতা, পুকুর জল, মেঘ ছায়া রৌদ্দুর শব্দগুলো কতই না মধুর। মনে হয়ে নিজের সত্তার সাথে গাঁথা।
খুব ভাল লাগলো কবিতাটা। ভাল থাকবেন ভাইজান।
ছাইরাছ হেলাল
প্রকৃতি ছাড়া আমার চলেই না।
অনেক অনেক ভালোলাগা, ভাই।
শামীম চৌধুরী
একদন খাঁটি কথা ভাইজান
আটা ময়দা সুজি
প্রকৃতির ভালবাসা বুঝি
পাখি ছাড়া আমার চলেই না।
হা হা হা
ছাইরাছ হেলাল
আটা ময়দা সুজি!
ভাই
আমি তো আপনাকেই খুঁজি;
পার্থ সারথি পোদ্দার
অসাধারণ।ভালো লাগল কবিতাটি।শুভ কামনা রইল।
ছাইরাছ হেলাল
ধন্যবাদ ভাল থাকুন।
কামাল উদ্দিন
আামার চেনা একটা পদ্ম পুকুর আছে, ওখানটায় নিজের ছায়া দেখা প্রায় অসম্ভব। বড় বেশী ঘন পাতায় ছাওয়া। ভাবছি আবার গেলে একটু ফাঁক করে নিজের ছায়া দেখার চেষ্টাটা করবো, সম্ভব হলে একখানা ছবিও তুলে নেবো……..শুভ বিকাল বড় ভাই।
ছাইরাছ হেলাল
আজকাল কথা দিলে কেউ কথা না রাখাই নিয়ম।
দেখি পদ্মে কার ছবি দেখা যায়!
অপেক্ষা করি।
কামাল উদ্দিন
কেউ কথা রাখেনি, আমি কেন ব্যতিক্রম হবো বড় ভাই 😀
ছাইরাছ হেলাল
আপনি ভালু লোক তাই কথা অল্প রাখলেই হবে।
কামাল উদ্দিন
হে হে হে, তাহলে চেষ্টা করে দেখছি ভাই 😀
ছাইরাছ হেলাল
চেষ্টা চলিবেক!
সুপর্ণা ফাল্গুনী
ভাবছি আবার গেলে একটু ফাঁক করে নিজের ছায়া দেখার চেষ্টাটা করবো- খুব মজা পেলাম। 🤣🤣
ছাইরাছ হেলাল
এহ্, মজা পেতে খুউব মজা!!
সুরাইয়া পারভীন
ভাবছি আবার গেলে একটু ফাঁক করে নিজের ছায়া দেখার চেষ্টাটা করবো…তবেই সম্ভব পদ্মপাতার পুকুর জলে নিজের ছায়া দেখা👏👏👏
ছাইরাছ হেলাল
কত্ত সুন্দর করে গবেষনা করে রে!!
সুরাইয়া নার্গিস
চমৎকার লেখা, সেই সাথে ছবিটাও দারুন লাগছে।
ছাইরাছ হেলাল
না পড়া মন্তব্য!!
ইসসসসস!! লাইক বাটন নেই!
তবুও ধন্যবাদ।
সুপর্ণা ফাল্গুনী
ভাইয়া প্রকৃতি , ফুল এগুলো সবসময় আমাকে টানে। আপনার লেখনীতে এতো সুন্দর করে এগুলোর রূপ দেখতে পাই যে মন শুধু আনচান করে প্রকৃতির মাঝে হারাতে। “পদ্মপাতার পুকুর-জলে
নিজের ছায়া দেখি,
ঘনীভূত মেঘ-ছায়া-বৃষ্টির আড়ালে।” অসাধারণ লেগেছে এটা। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা
ছাইরাছ হেলাল
এমন মন্তব্য পড়তেও আমার ভাল লাগে।
প্রকৃতির সৌন্দর্য হৃদয়ে রাখি, নিজের করে।
মনে প্রাণে চাইলে আপনি প্রকৃতিকে অবশ্যই পাবেন।
আপনি ভাল থাকবেন।
সুরাইয়া পারভীন
আহা! কল্পনা
তোমার দেখি নেই সীমা পরিসীমা
পদ্মপাতায় ঢাকা পদ্ম-পুকুর জলে
নিজের ছায়াও যে দেখা যায়
জানলাম আজি এই ক্ষণে।
ছাইরাছ হেলাল
ইহা কুন মিসা কতা-না, তবে নিছক কল্পনাও না।
নিজের ছায়া তো নিজেকেই দেখতে হয় (নার্সিজম), পদ্ম পুকুরের জলে হলে তো কথাই নেই।
আপনি দেখলে কী দেখলেন আমাদের জানাবেন কিন্তু।
ভাল থাকুন।
নিতাই বাবু
জীবনের পেছনে যেন যমদূত
আমি থাকি সদা ভয়ে,
অঘুম রাত পোহাতে চায় না কিছুতে
অপেক্ষায় থাকি যমের ভয়ে।
নিজের ভাবনা প্রকাশ করেছি, কবি মহারাজ।
ছাইরাছ হেলাল
আসলে আরা সবাই জমদূতের অপেক্ষায়, তবে তা কখন কীভাবে
সেটুকুই শুধু অজানা।
আমাদের দোয়ায় রাখবেন, আপনিও নিরাপদে থাকবেন।
সাবিনা ইয়াসমিন
কে আপনাকে এত ভয় দেখালো মহারাজ? নাকি আপনি ভোররাতের স্বপ্নে সামুরাই দেখে ভয় পেয়েছেন? সব কিছু খুলে-খোলসা করে বলুন, আজ নাহয় স্বপ্ন বিশারদদের খাতায় নিজের নামটা লিখিয়েই ফেলবো।
বিঃদ্রঃ – অপেক্ষা খুব খারাপ জিনিস।
তাজা মাছ শুটকি বানিয়ে ফেলে
সবুজ আঙ্গুর পরিনত করে বাদামী কিসমিসে,
আর পদ্ম ফুল-পাতা পঁচে সার হয়ে যায় পুকুরেই,
অপেক্ষার জল ঘোলা হতে হতে কাকচক্ষু মেলে ধরে..
ছাইরাছ হেলাল
আপনার কাছে সুলেমানি খাবনামা আছে বুঝতে পারছি।
এখনই লেগে জান, মর্ম উদ্ধারে।
কিসমিস আর কাকচক্ষু জল একদম খারাপ না।
হালিম নজরুল
রাত পোহালেই পদ্মপাতার পুকুর-জলে
নিজের ছায়া দেখি,
ঘনীভূত মেঘ-ছায়া-বৃষ্টির আড়ালে।
———-অনবদ্য
ছাইরাছ হেলাল
পড়ার জন্য অবশ্যই ধন্যবাদ।
আরজু মুক্তা
পদ্মপাতায় ঘেরা পুকুরে নিজের প্রতিচ্ছবি?
কি দরকার? এমনিতেই সৌন্দর্য দেখি
ছাইরাছ হেলাল
এমনিতে যা-ই দেখেন না কেন,
ওখানে তাকালে আসল রূপ দেখতে পাবেন।
নুুতন লেখা পড়াচ্ছেন না কেন!