অপেক্ষায় রই

খাদিজাতুল কুবরা ২২ জুলাই ২০২০, বুধবার, ০৮:৫৬:৫৬অপরাহ্ন একান্ত অনুভূতি ২৬ মন্তব্য

 

আমি অপেক্ষায় রই…
একটি স্বপ্ন পূরণের,
একটি পূর্ণাঙ্গ কবিতার,
মন মাতানো পঙক্তির,
পাঠক মুগ্ধতার এবং
গঠনমূলক মন্তব্যের।

অপেক্ষায় রই…
সেই কবিতাটি পাঠের,
যে কবিতা লিখতে চাই,
অথচ শূণ্য ভান্ডার,
ঠিক ঠাক যুৎসই শব্দের,
পাঠশেষের বিমুগ্ধতার।

অপেক্ষায় রই….
একটি নিবন্ধের,
গঠনমূলক আলোচনার,
আক্রমণাত্নক নয় এমন সমালোচনার,
নিবন্ধ জুড়ে শিক্ষনীয় বার্তার,
পাঠ সার্থকতার।

অপেক্ষায় রই….
একটু অবসরের,
অবসরের সাথে লাইব্রেরীর,
লাইব্রেরীর মধ্যে প্রিয় বইয়ের,
তার সাথে একটি ইজি চেয়ারের,
এবং এককাপ ধূমায়িত চায়ের।

১২০৬জন ১০৬০জন
0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ