
অপেক্ষা-জীবন অপেক্ষার জীবন
কুঁড়ির মধ্যে লুকিয়ে থাকা স্বপ্ন-ভোর
একদিন ঠিক জেগে উঠবে,
ঝুঁকি এড়িয়ে, ঝুঁকি ভেঙ্গে;
ঢুলুঢুলু চোখে পায়চারি করে
হেঁটে আসা জ্বলন্ত হতাশারা
স্বীকার করে নেবে
জীবিত শিশিরের আশীর্বাদ।
স্মৃতিচারণ! চকচকে মরীচিকার মত,
স্বেচ্ছায়/অনিচ্ছায় ঝরে যাওয়া
স্বপ্নেরা আজ ম্রিয়মান, পরাস্ত;
কাচ-স্বচ্ছ ক্ষীণ ভোরের বাতাস মিলিয়ে যাচ্ছে
ভ্রান্তির উপত্যকায়, তবুও
মেঘমুক্ত নীলাকাশ অপেক্ষা করে
একটু মুক্তির, পলকা মাহেন্দ্রক্ষণের;
৩৪টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
“কাচ-স্বচ্ছ ক্ষীণ ভোরের বাতাস মিলিয়ে যাচ্ছে
ভ্রান্তির উপত্যকায়, তবুও
মেঘমুক্ত নীলাকাশ অপেক্ষা করে
একটু মুক্তির, পলকা মাহেন্দ্রক্ষণের;”
ভোর সকালে সুপাঠ্য লেখা
হৃদয় দিয়ে আঁকা।
মুক্তির আশায় দিন গুনে
কবে হবে দেখা ?
শুভ কামনা।
ছাইরাছ হেলাল
শুধুই অপেক্ষা, আক্ষেপ-অপেক্ষাও বলতে পারেন ভাই।
মুক্তি পাব কী না জানি-না, তাও তো অপেক্ষার কাছেই সপেছি জীবন।
ভাল থাকবেন ভাই।
সুপায়ন বড়ুয়া
গুনে যাই
ছাইরাছ হেলাল
ব্যাপার না, ভাই।
সুপর্ণা ফাল্গুনী
অপেক্ষায় আছি সুন্দর ঝকঝকে একটি সকালে শিশিরে পা ভিজাবো বলে , নিশ্চিন্তে, ঝুঁকি ভেঙে চুরে । শুভ সকাল। ভালো থাকুন সুস্থ থাকুন
ছাইরাছ হেলাল
আমিও আপনার মতই চাতক-অপেক্ষা নিয়ে আছি।
একটু শিশির-সকালের।
নিরাপদে থাকবেন আপনি।
পার্থ সারথি পোদ্দার
বেশ ভালো লাগল,ভাই।শুভ সকাল।
ছাইরাছ হেলাল
পড়ার জন্য অনেক ধন্যবাদ।
সুরাইয়া পারভীন
ম্রিয়মান রাত শেষে
আবার আসবে শিশির সিক্ত ভোর
নাঙা পায়ে স্বচ্ছ শিশিযুক্ত দুর্বাঘাস মাড়িয়ে
হেঁটে যাবে কেউ দূর বহুদূর
মুক্তি পাবে, মুক্ত হবে নিঃশর্তে
এমন মাহেদ্রক্ষণের আশায়
শুধু নীলাকাশ নয় আরো অনেকেই অপেক্ষায় রয়েছে
ছাইরাছ হেলাল
মুক্তির অপেক্ষা-আকঙ্খা ই আমাদের বেঁচে থাকার/বেঁচে যাওয়ার
একমাত্র উপায়।
আপনার মন্তব্য অনেক সুন্দর হচ্ছে।
ফজলে রাব্বী সোয়েব
ভাল লাগলো।ভাল থাকবেন।
ছাইরাছ হেলাল
আপনিও ভাল থাকবেন।
কামাল উদ্দিন
হুমম, আমরা সবাই আপনার কবিতার মতোই অপেক্ষায় আছি কবে স্বপ্ন ভোর আসবে।
ছাইরাছ হেলাল
উপেকা শেষ হলে ইট্টু জানান দিলেই হবে।
ভাল থাকুন।
কামাল উদ্দিন
দুর্বিসহ দিন শেষের অপেক্ষাটা বড় দীর্ঘ হয়, জানিনা কখন এর অবসান ঘটবে।
ছাইরাছ হেলাল
একদিন এ অপেক্ষা শেষ হবে অবশ্যই।
আপনি ও ভাল থাকুন।
নিতাই বাবু
প্রতিদিন কাটে আর প্রতিরাত জেগে থাকি আগামীর অপেক্ষায়! ভাবি, আসবে কী ফিরে সবার জীবনে সেই আগের মতো আনন্দ উল্লাস? তবুও অপেক্ষায় থাকি প্রতিদিন, প্রতিরাত।
শুভকামনা থাকলো শ্রদ্ধেয় কবি মহারাজ।
ছাইরাছ হেলাল
কী আসবে কী ফিরে পাব তা বিধাতাই জানেন।
আমাদের সাথে থাকে শুধু সামান্যটুকু প্রতীক্ষা।
ভাল থাকবেন।
মাহবুবুল আলম
“স্মৃতিচারণ!চকচকে মরীচিকার মত” দারুণ উপমা
কবিতা বেশ ভাল লেগেছে।
হেলাল ভাই ভাল থাকবেন!
ছাইরাছ হেলাল
এই শব্দটি ট্রান্সট্রয়মারের কবিতা থেকে নেয়া।
আপনার উৎসাহে উৎসাহিত হই বরাবর।
আপনি নিরাপদে থাকবেন।
জিসান শা ইকরাম
অপেক্ষার অবসান ঘটবে নিশ্চিত।
ছাইরাছ হেলাল
অবশ্যই তার শেষ হবে।
তৌহিদ
হতাশায় থেকে আর কি লাভ! নতুন ভোরে নতুন সূর্য উদিত হবে আশার ফুলঝুরি সাজিয়ে নিশ্চই একদিন।
ভালো থাকুন ভাইয়া।
ছাইরাছ হেলাল
ভোরের শিশিরের অপেক্ষায় থাকি আমরা সবাই।
জেগে থাকি সেই অপেক্ষায়।
ভাল থাকবেন।
আরজু মুক্তা
অপেক্ষা, আক্ষেপ সব দূরে রেখে নতুন আগামীর প্রত্যাশা আর কতোদিন?
ছাইরাছ হেলাল
অপেক্ষা শেষ তো!
এবারের লেখা পড়ুন।
শুভেচ্ছা আপনাকে।
সঞ্জয় মালাকার
অপেক্ষ আছি আশার ফুলঝুরি সাজিয়ে আসবে নিশ্চই একদিন।
কাচ-স্বচ্ছ ক্ষীণ ভোরের বাতাস মিলিয়ে যাচ্ছে
ভ্রান্তির উপত্যকায়, তবুও
মেঘমুক্ত নীলাকাশ অপেক্ষা করে
একটু মুক্তির, পলকা মাহেন্দ্রক্ষণের
ভালো থাকবেন সবসময়।
ছাইরাছ হেলাল
পড়ার জন্য ধন্যবাদ।
হালিম নজরুল
ঢুলুঢুলু চোখে পায়চারি করে
হেঁটে আসা জ্বলন্ত হতাশারা
স্বীকার করে নেবে
জীবিত শিশিরের আশীর্বাদ।
——ভাললাগা
ছাইরাছ হেলাল
অনেক অনেক ভলোবাসা আপনার জন্য ও।
নাজমুল হুদা
মুক্তি আসুক খুব তাড়াতাড়ি
ছাইরাছ হেলাল
আমাদের সবার-ই তেমন আকাঙ্খা।
ভাল থাকবেন।
সাবিনা ইয়াসমিন
ঢুলুঢুলু চোখে পায়চারি করে
হেঁটে আসা জ্বলন্ত হতাশারা
স্বীকার করে নেবে
জীবিত শিশিরের আশীর্বাদ….
কিছু স্বীকারোক্তি অভিশাপ বয়ে আনে।
শিশিরের সাক্ষ্য অতি দুর্বল হয়,
মিথ্যার আগুনে পুড়ে যায় প্রমাণের জোড়াতালি..
ছাইরাছ হেলাল
শিশির উজ্জ্বলতা ক্ষণস্থায়ী হলেও, শিশিরের সত্যতা চির অমলিন।
সত্য পোড়ানো যায় না, লুকিয়ে রাখার অপচেষ্টা করা যায় মাত্র।
ভাল থাকবেন। নিরাপত্তায়।