
অসম্পূর্ণ জীবনের ক্ষণিক হাসি-কান্না
বিস্তৃত লোকায়তিক দর্পণের এপারওপারে।
বিচিত্র দোলায় দোদুল্যমান চিন্তা-চেতনারা
তরঙ্গবীণার উচ্ছ্বাসিত আবহে –
নবচেতনায় উদ্বুদ্ধ করে, আন্দোলিত হয়;
এ যেন কুমন্ত্রণার আড়ালে সুক্ষ্ম মায়াবী হাতছানি।
অনুভূতিপ্রবণ স্পর্শকাতরতার দ্বন্দ্বে
পলাতক আখ্যানশৈলীর শিশির মাল্য
আজও পৃথিবীর বুকে অপরুপ মাধুর্যের সাক্ষী।
ভুলে যাই, মাত্র আর ক’টা দিন!
এরপরে গন্তব্য সেই অনাদি অনন্তের পথে।
অতীন্দ্রিয় এ জগতে আজ আমি অপরাধী
দন্ডিত নিজের অস্তিত্ব বিসর্জনের দন্ডে।
রানী কমলিকার গান্ধাররাজকে দেখার আকাঙ্ক্ষা
আর আমার অন্ধকার দর্শন একই সুতোয় গাঁথা!
অথচ সৌন্দর্য লুকিয়ে থাকে যে মনের গহীনে
তাকেই কলুষিত করে চলেছি নিত্যদিন।
কাজে-কর্মে, কথায়, আচরিক প্রকাশে
মননশীলতাকে খাঁচায় বন্দি করে
মুক্ত করেছি অন্তরের শয়তানকে।
যারা বলে অসম্পূর্ণ জীবন আমার-
সেতো বাহানা ছাড়া আর কিছুই নয়!
[ছবি- নেট থেকে]
২২টি মন্তব্য
বোরহানুল ইসলাম লিটন
মায়ার বন্ধন যে বড় মায়াময়
অন্তরাত্মাকে টেনে নিয়ে যায় সত্য থেকে অনেক দূরে
আশা নিরাশার দোলাচলে গড়ে দিয়ে চলনের পথ।
তাইতো ক্ষণে ক্ষণে চলে আত্ম জয়ের রণ।
মুগ্ধতায় শুভেচ্ছা ও শুভ কামনা রেখে গেলাম নিরন্তর।
তৌহিদ
সব মায়ায় গা ভাসানো উচিত নয়। যা ক্ষতিকর তা পরিহার করাই হচ্ছে মনের শুদ্ধতা।
ভালো থাকুন ভাই।
পপি তালুকদার
আমরা সাময়িক মোহে এতো টা বিভোর থাকি যে ভুলে যায় অনন্ত পথের যাত্রা এখন বাকি।
মুগ্ধ হলাম কবিতা পড়ে।শুভ কামনা রইল নিরন্তর।
তৌহিদ
প্রত্যেক মানুষকেই যেতে হবে এই পথে। দুনিয়ার মোহ সেতো ক্ষণিকের!
ধন্যবাদ আপু। শুভকামনা জানবেন।
বন্যা লিপি
আপনি মাঝে মাঝে আধ্যাত্মিক জগতে ডুবে যান। সবাই জানি, এ ক্ষনিকের খেলাঘর। কখন কে কেমন করে হুট করে বিনা নোটেশে চলে যাব, কেউ জানি না। সব ছেড়েছুড়ে অবসর পেলেই অন্যকিছু নয়, ইবাদাতে নিমগ্ন হওয়া উচিত। তবু উচাটন মনের টানে বিপথে পা বাড়াই। মোহে পড়ি পার্থিব সব উপাদানে। কি দরকার? তারচেয়ে ওপারে যাবার আখের গোছাই……….
তৌহিদ
একজন মানুষ হিসেবে সৃষ্টিকর্তাকে কি করে ভুলে যাই? মৃত্যু অবধারিত জেনেও যারা অহংকার আর পাপে লিপ্ত এবংং হতাশাবাদীরা যারা বলে সৃষ্টিকর্তা আমাকে কিছুই দিলোনা তাদের জন্য করুণা হয়।
এ আধ্যাত্মিকতা নয়, এ আমার মনের দর্পণ। শুভকামনা আপু।
সুপর্ণা ফাল্গুনী
ভাইয়া সবার গন্তব্য একটাই তবুও আমরা দিশাহীন, চাকচিক্য, লোভ লালসায় ডুবে যেতে চাই। পার্থিব জিনিসের মায়া যেন ছাড়তেই পারিনা, অথচ ওপাড়ে ভালো থাকার জন্য এপাড়ে কিছুই করা হয়না মোহের কুহেলিকায়। ওটাই যে চিরস্থায়ী বন্দোবস্ত। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম। শুভ সকাল
তৌহিদ
দুনিয়ার মায়ায় ভুলে যাই চিরস্থায়ী সে গন্তব্য। এসবই মনের শয়তানের খেলা। আর যে কোন বাহানা খুঁজতে আমরা ওস্তাদ।
ধন্যবাদ দিদিভাই। শুভকামনা রইলো।
আলমগীর সরকার লিটন
বেশ উপলদ্ধি করার মতো কবি দা অনেক শুভেচ্ছা রইল আর আমার ১০০তম কবিতা যে শুভেচ্ছা বা অভিনন্দন পত্র আপনি লেখবেন প্রিয় তৌহিদ দা
তৌহিদ
ধন্যবাদ ভাই, পড়েছেন দেখে ভালো লাগলো। আমার প্রচন্ড ব্যস্ততা যাচ্ছে, না হলে আমিই লিখতাম। আমার নিজের শততম, দুইশততম পোস্টের অনুভূতি নিজেই লিখেছিলাম আমি। ব্যাপার না। লিখে ফেলুন।
শুভকামনা জানবেন।
রোকসানা খন্দকার রুকু
অথচ সৌন্দর্য লুকিয়ে থাকে যে মনের গহীনে
তাকেই কলুষিত করে চলেছি নিত্যদিন।
কাজে-কর্মে, কথায়, আচরিক প্রকাশে
মননশীলতাকে খাঁচায় বন্দি করে
মুক্ত করেছি অন্তরের শয়তানকে।*** অসাধারণ প্রকাশ।
তৌহিদ
ধন্যবাদ, ভালো থাকুন আপু।
জিসান শা ইকরাম
অনন্তের পথে যাত্রা আমাদের সবারই হবে,
অপেক্ষায় থাকি সে যাত্রার।
তবে কেউ অনুধাবন করে কেউ করেনা।
ক্ষণিকের মোহকেই আমরা অনেকে চির সত্য ভেবে নেই।
কবিতা ভালো লেগেছে।
শুভ কামনা।
তৌহিদ
অনুধাবন করে যারা নিজের মনকে কলুষমুক্ত রাখে তারাই সৃষ্টির সেরা। অথচ শয়তানের ধোকায় পড়ে আমরা অনাচারে লিপ্ত থাকতেই পছন্দ করি।
ধন্যবাদ ভাই।
আরজু মুক্তা
মনটা কলুষিত হলে কিছুই থাকেনা।
শুভকামনা ভাই
তৌহিদ
মনকে পবিত্র রাখা সকলেরই কর্তব্য। ভালো থাকুন আপু।
সঞ্জয় মালাকার
দাদা অনেক দিন পর আপনার লেখা পড়লা, ভাললাগলো খুব,।
যারা বলে অসম্পূর্ণ জীবন আমার-
সেতো বাহানা ছাড়া আর কিছুই নয়!
আপনার জন্য অনেক অনেক শুভ কামনা, ভালো থাকবেনা সব সময়।
তৌহিদ
ধন্যবাদ দাদা, ব্লগে আপনার লেখা পাচ্ছিনা কেন দাদা?
ছাইরাছ হেলাল
অনন্ত-যাত্রার কথা বেমালুম ভুলে থাকি/যাই কুহক মায়ায়।
অনেক দিন পর এমন লেখা পেলাম, অবশ্য এ লেখা রোজ রোজ হয় না।
তৌহিদ
মাঝেমধ্যে এসব আপনাআপনিই মনে চলে আসে ইদানিং ভাই। দোয়া রাখবেন।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
অবধারিত এবং চিরন্তন সত্যটা আমরা ভুলেই যাই — ভুলে যাই, মাত্র আর ক’টা দিন!
এরপরে গন্তব্য সেই অনাদি অনন্তের পথে।
তৌহিদ
আমাদের এই অমোঘ যাত্রার কথা ভুলে গেলে চলবেনা কিছুতেই। এটাই চিরন্তন সত্য।