অন্তঃ প্রবিষ্ট

জিসান শা ইকরাম ৩ ডিসেম্বর ২০১৮, সোমবার, ০৭:১০:৫৩অপরাহ্ন একান্ত অনুভূতি ৩১ মন্তব্য

আজ সকালে ঢাকা বিমানবন্দর থেকে সিএনজিতে উত্তরা ৯ নং সেক্টরের বাসায় ফিরছিলাম। জসিমউদ্দীন মোড়ে লাল সিগনাল পড়লো। আমাদের দেশে কেবল সিগনাল হলেই চলে না, সিগনাল মান্য করার জন্য লাঠি হাতে ট্রাফিক পুলিশও দরকার হয়। মাঝে মাঝে ট্রাফিক পুলিশ মুখে খিস্তি সহ হাতের লাঠিও ব্যবহার করেন।  ট্রাফিক পুলিশ বাম হাতে লাঠি উঁচিয়ে বুঝাচ্ছেন সবাইকে যে সামনে যেতে মানা। আমার সিএনজি সড়কের একদম বাম পাশে ছিল। বাম দিকে যেতে সিগনালে মানা নেই। সিএনজি ওয়ালা বাম দিকে টার্ন নিতেই আমি বললাম যে আমরা তো সোজা যাবো তুমি বামে যাচ্ছো যে? উত্তরে সে বললো’ অপেক্ষা করেন, দেখেন কি করি আমি।’ এই বলে সে বাম দিকে সামান্য একটি গিয়েই অদ্ভুত ক্ষিপ্রতায় সিএনজিটি ডাইনে কেটে সোজা উত্তরা ৯ নং সেক্টরের দিকেই ছুটলো। বিশ্বজয়ের হাসি দিয়ে বললো আমাকে যে সে এমন কৌশলে প্রায়ই ট্রাফিক সিগনাল/পুলিশকে বোকা বানিয়ে সোজা চলাচল করে।

এটি কি আসলেই কৌশল? এটি কি একধরনের প্রতারণা নয়? ট্রাফিক পুলিশের সাথে প্রতারণা করলো সে বাম দিকে যাবার ভান করে সোজা যাবার জন্য।
এটি তো আইনকে অমান্য করাও। ড্রাইভার লাইসেন্স নেয়ার সময় তাকে ট্রাফিক সিগনালের বিষয় প্রাকটিক্যাল এসব শিখানো হয়েছে, লাল বাতি হলে থামতে হবে, সবুজ বাতি হলে চলতে হবে।
দুর্ঘটনাও তো ঘটতে পারতো এমন অবস্থায়। বাম দিক থেকে দ্রুত গতির কোন যান আসলে দুর্ঘটনাও ঘটে যেতে পারতো।

আসলে আমরা ছোট খাটো অন্যায় করতে করতে একসময় এটি যে অন্যায় তা ভুলে যাই। প্রতারণা করে অর্থ আত্মসাত, কোনো কিছু দখল করা অনেকের কাছেই কৌশল হয়ে দাড়িয়েছে। বড় বড় অন্যায়ের মাঝে আমরা আমাদের শিশুকাল হতে বড় হচ্ছি। এমন কোনো ক্ষেত্র নেই যেখানে আমরা যা উচিৎ তা দেখতে পাই। বরং অনুচিত কাজে অভ্যস্থ হতে হতে উচিৎ কাজকেই আমরা অস্বাভাবিক মনে করছি।

——————————————————————————

বাসার কাছের মসজিদে এশার আজানের পরে ইমাম সাহেব বয়ান করছেন ” ইসলাম হচ্ছে এমনই শান্তির ধর্ম যেখানে একটি পিঁপড়াও মারা নিষেধ, একটি পাখিও মারা যাবে না, যারা এসব হত্যা করেন, তারা কি এসব সৃষ্টি করতে পারেন? সব কিছুর জীবন দিয়েছেন একমাত্র আল্লাহ। ”
এসব বয়ানেই হয় জনাব, ইসলামের নামে ১৯৭১ সনে এই বাংলাদেশে ৩০ লাখ মানুষ হত্যা করা হয়েছে, ২ লাখের বেশী নারীকে চরম লাঞ্ছনা করা হয়েছে। আইসিসি ইসলামের নামে মধ্যপ্রাচ্যে অরাজক অবস্থায় সৃষ্টি করে রেখেছে। পাকিস্থানে প্রতি সপ্তাহে বোমা মেরে হত্যা করা হচ্ছে সাধারণ জনতাকে, সিরিয়ায় যা হচ্ছে তাও ইসলামের নামে। বাংলাদেশে কি কম হয়েছে সম্প্রতি? হলি আর্টিজেন হত্যা, বিচারক হত্যা এসবও তো ইসলামের নামেই হচ্ছে।
আমরা কার কথা বিশ্বাস করবো ইমাম সাহেব?

৫৭৯জন ৫৭৯জন
0 Shares

৩১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ