
অণু কথনঃ
একঃ
নিজ জগতের ঊর্ণাজাল ছিঁড়ে বিলুপ্ত করেছিলাম নিজ ব্যাক্তিসত্বা,
মিশেছিলাম যূথসত্বার সাথে।
তা ছিলো অলিখিত মৃত্যু জীবন খাতার প্রতি পরতে পরতে।
স্বরূপ ঐশ্বর্য্যের মায়াগন্ধ ছেড়ে মায়াশঙ্খ বাজিয়েছি সংসার খাতায়
বিষন্নবদনে রোদন করেছে এ মন শৃঙ্খলবদ্ধ যূথভ্রষ্টা হরিণীর মতো
নিজ আত্মাই আমার বিসর্জ্জক সেখানে।
দুইঃ
শৃঙ্খল চায়নি মন চেয়েছিলো শৃঙ্খলা।
আকার দেয়ার অপরাধে অভিযুক্ত আসামী দাঁড়িয়েছি জীবন সংসারে।
কারণ,
মায়াবহ্নি কল্পনার জগত আমায় করেছে গরবিনী।
কম্পোমান কোমল হাতে নব নব তুলির টানে
ঋতু প্রকৃতিকে মায়াকাননে আমার কল্পঘরদ্বার।
সেখানে শোভা পায় সুতরুন স্থল জল
এক প্রচন্ড প্রেমে ভেসে যাওয়ার অভিলাশ।
হাসির কলধ্বনি বেজে যায় সে জীবন খাতার প্রতি পরতে পরতে।
দৈবক্রমে প্রেমের সে অমৃত তুলে রাখা যুগ থেকে যুগে।
জগৎসংসারে যুক্ততার সূত্র আমি লঙ্ঘন করি সে ঘরদ্বারে
পরমহংসের পাশে পাপীয়সী যেমন।
তিনঃ
পারিবারিক অবকাঠামোর অমোঘ নির্দেশ লিখে চলা জীবন খাতায়
একটা বিরামচিহ্ন যেনো সে অস্পর্শ প্রেম, হ্লাদিনী মায়াবন।
চারঃ
অশ্রুলাঞ্ছিত নারীর সিক্ত চোখ দেখে অভ্যস্ত জীবন সংসার
অশ্রুরুদ্ধ করুণ কন্ঠস্বরে কেঁপে ওঠে এক এক সম্রাজ্য
কাঁপে না শুধু জীবন সংসার
পেষণযন্ত্রে পিষে চলে এক মস্ত জীবন।
পাঁচঃ
এখানে এমন সব স্মৃতি পুনরুজ্জীবিত ,
বিষন্নরা হতভম্ব
পেঁজাতুলো মেঘও থমকে
একলা তারা আগলে
ভরা জ্যোৎস্না ঢেলে চাঁদ ঐ রাতের বুকে জ্যোৎস্নাময়ী ।
,,রিতু জাহান,,
ষোলই ডিসেম্বর
পহেলা পৌষ
শুক্লপক্ষ
ছবি আমার তোলা,, আর শিউলি ফুলের ছবি দাদাভাই, ফিচার ছবি নেট থেকে নেয়া।
২০টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
সত্যই অসাধারণ মুগন্ধতা ছুঁয়ে গেলো কবি আপু অনেক শুভেচ্ছা রইল
রিতু জাহান
অনেক অনেক ধন্যবাদ ভাই, ভালো থাকবেন সব সময়।
নিতাই বাবু
পোস্টের ফাঁকে ফাঁকে, নিখুঁত শব্দের ঝাঁকে ঝাঁকে এক অনন্য লেখা। কবির জন্য শুভকামনা থাকলো।
রিতু জাহান
দারুন মন্তব্য করলেন।
অনেক অনেক ধন্যবাদ ভাই। ভালো থাকবেন সব সময়।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
একান্ত ভাবনাগুলো চমৎকারভাবে প্রকাশ পেয়েছে। নিজের বন্দিত্ব সুন্দরভাবে প্রকাশিত হয়েছে ——–
(১) “বিষন্নবদনে রোদন করেছে এ মন শৃঙ্খলবদ্ধ যূথভ্রষ্টা হরিণীর মতো
নিজ আত্মাই আমার বিসর্জ্জক সেখানে”।
(২) “শৃঙ্খল চায়নি মন চেয়েছিলো শৃঙ্খলা” ।
(৩) পারিবারিক অবকাঠামোর অমোঘ নির্দেশ লিখে চলা জীবন খাতায়
একটা বিরামচিহ্ন যেনো সে অস্পর্শ প্রেম, হ্লাদিনী মায়াবন।
রিতু জাহান
অনেক অনেক ধন্যবাদ ভাই। ভালো থাকবেন সব সময়।
শুভকামনা রইলো।
মনির হোসেন মমি
অশ্রুলাঞ্ছিত নারীর সিক্ত চোখ দেখে অভ্যস্ত জীবন সংসার
অশ্রুরুদ্ধ করুণ কন্ঠস্বরে কেঁপে ওঠে এক এক সম্রাজ্য
কাঁপে না শুধু জীবন সংসার
পেষণযন্ত্রে পিষে চলে এক মস্ত জীবন।
জীবনের বাস্তবচিত্র।
রিতু জাহান
একদম। জীবন যেনো রঙহীন কুয়াশা আবার সমস্ত রঙ এর আবদার।
ভালো থাকবেন ভাই,,,
সুপর্ণা ফাল্গুনী
খুব খুব সুন্দর আপু। কবিতা গুলো হৃদয় ছুঁয়ে গেল। ছবিগুলো ও চমৎকার। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
রিতু জাহান
অনেক অনেক ধন্যবাদ আপু।
শুভকামনা রইলো। ভালবাসা নিবেন।
হালিমা আক্তার
অসাধারণ নান্দনিকতায় সমৃদ্ধ লেখা। একরাশ মুগ্ধতা ছুঁয়ে গেল। শুভ কামনা রইলো।
রিতু জাহান
অনেক অনেক ধন্যবাদ আপু। শুভকামনা রইলো। ভালো থাকবেন সব সময়।
সাবিনা ইয়াসমিন
সব গুলো ছবিই সুন্দর আর লেখা-ও।
“শৃঙ্খল চায়নি মন চেয়েছিলো শৃঙ্খলা”
লাইনটা মাথায় ঘুরপাক খাচ্ছে, মনে হচ্ছে এই শব্দ গুলো যেন সম্পুর্ন আমাকেই আবদ্ধ করে ফেলেছে!
রিতু জাহান
আসলেই তাই কিন্তু,,, শৃঙ্খলা আর শৃঙ্খল এর মধ্যে বিস্তর পার্থক্য।
অনেক অনেক ধন্যবাদ আপু,,,, ভালবাসা রইলো
ছাইরাছ হেলাল
নিঃশব্দ জ্যোৎস্নার ইঙ্গিত-ইশারা
পিছু ডাকে, ফিরতে চায় স্মৃতি ঘিরে,
পৃথিবীর শেষ কিনারায়;
বর্ণহীন ঘুমন্ত বিন্দুতে তবুও
অকাতর জেগে থাকা।
রিতু জাহান
অনেক অনেক ধন্যবাদ প্রিয় কবি।
ফিরুক তবে,,,
আরজু মুক্তা
শৃঙ্খলই জীবন।
ছবি ও কথা সবগুলোই সুন্দর।
রিতু জাহান
অনেক ধন্যবাদ,,, শুভকামনা জানবেন
আরজু মুক্তা
★শৃঙ্খলাই জীবন
রেজওয়ানা কবির
লেখা আর ছবি উভয়ই সুন্দর। ভালো লাগলো।শুভকামনা।