অনুমতি প্রার্থনা

ইসিয়াক ১ জানুয়ারি ২০২০, বুধবার, ০৫:৫১:৩৩অপরাহ্ন কবিতা ২৩ মন্তব্য

অদক্ষ প্রেমক্রীড়াতে
দক্ষতা অর্জনে ব্যর্থ,
তোমার মতো করে!
ক্ষমাসুন্দর দৃষ্টিতে তুমি আমায় কি
তোমার পাণিপ্রার্থি হবার
অনুমতি দেবেনা প্রিয়া?

তোমায় ভেবে ভেবে যে আমার
গুম্ফদেশে,
শ্বেতবর্ণের আভা দেখা দিলো!

তুমি কি আমায় একটু বিবেচনা করবেনা মনমানসী?

আমি না হয় শিখে নেবো সব তুমি যা যা শেখাবে।

৬১২জন ৫০১জন

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ