অনুভূতিরা (১)

অরণ্য ২ নভেম্বর ২০১৫, সোমবার, ১০:১১:১০পূর্বাহ্ন একান্ত অনুভূতি, কবিতা, বিবিধ ১৮ মন্তব্য

হেই আমার সোনেলা!
কেমন আছ তুমি?
তোমাকে এভাবে এড়িয়ে কেন আমি!
আমি পাগল, মাতাল, পথভ্রষ্ট
আরো যা আছে সবই তুমি জানো।
আর জান বলেই অকপটে তোমায় সব বলে যাই।
তুমিও আমায় মুচকি হাসো… মেনে নাও, তুমি মানো।
পুচকে লেখাও তোমাকে দেব আজ
কিছু পুরাতন কিছুবা নতুন – হাতে যে অনেক কাজ!

১। আমাকে আর কিছু স্পর্শ করে না
নাহ!
আমাকে আর কিছু স্পর্শ করে না।
শরৎ যায়, বর্ষা চলে গেছে
শীত-গ্রীষ্ম সেও চলে যায়
কিছুই আমায় স্পর্শ করে না আর!
বসন্তে যেন কোথাও থমকে থাকা আমার
উদাস আমি – আমার দীর্ঘশ্বাস।

২। আমি তখন তাহার হব
টানছে আমায় সাগর
ডাকছে আমায় পাহাড়;
আমি ভেঙ্গে ধুলো হব
আমি হব তাহার।
তখন আমি সভ্য হব
আমি তখন আমাকে পাব
মাকড়শার জাল সব ছিঁড়ে ফেলে
আমি তখন তাহাতে রব।

৭০৩জন ৭০০জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ