
আবছায়া অবসন্নতার মাঝে
ত্রস্ততা অনুভব করি,
একটু ঝুঁকে পড়ে খুঁজে,
নিজেকে অনুপস্থিত দেখতে পাই;
ভাবি, এ হয়ত আমার দৃষ্টিহীনতা
দৃষ্টিভ্রম ও হতে পারে;
একটা চক্রাকার অনুপস্থিতি আমাকে ঘিরে রাখে
দৃষ্টিকটু ভাবে অন্ধত্ব নিয়ে, সাময়িক বা চিরকালীন
স্পর্শ-মূর্তি হয়ে চারদিক হাতড়ে বেড়াই,
শূন্যতার উপস্থিতিতে অনুভব করি
কোথাও কেউ নেই, সত্যি সত্যি-ই
আমি অনুপস্থিত;
তবুও দূর সবুজের গন্ধ তখন-ও
ঠিকঠাক ভেসে বেড়ায় সোনেলা-বন্ধুত্বের পরশে।
ছবি, নেট থেকে।
৩০টি মন্তব্য
মাহমুদুল হাসান
অনুপস্থিত দৃষ্টিহীনতা পড়ে শুরু হলো আজকের সোনেলার সময়।
ছাইরাছ হেলাল
পড়ার জন্য ধনবাদ, অবশ্যই আপনি প্রথম এখানে এবং
প্রথম মন্তব্যকারী।
ফয়জুল মহী
অনন্য লেখা। অপরিসীম ভালো লাগলো।
ছাইরাছ হেলাল
পড়ার জন্য ধন্যবাদ।
সুপর্ণা ফাল্গুনী
চোখের ডাক্তার দেখান ভাইয়া। এভাবে নিজেকে অনুপস্থিত করা ঠিক না যদিও তার কল্যাণেই সুন্দর একখানা কবিতা পেলাম। সোনেলার বন্ধুত্বের পরশে বারবার জেগে উঠুন, ভালো থাকুন সুস্থ থাকুন
ছাইরাছ হেলাল
এবার মন দিয়ে শুনুন,
লেখা লেখকের, কিন্তু লেখা লেখকের ভাবনা মাত্র, যা দিয়ে সে নিজেকে প্রকাশ করে।
বুঝলে বুঝপাতা! না বুঝলে আমি হাজির।
সোনেলার বন্ধুতেই বেঁচে আছি/থাকি, জেগেও উঠি।
আপনাকে নিরাপদে থাকতেই হবে।
সুপর্ণা ফাল্গুনী
বুঝছি , জানি লেখা লেখকের হলেও লেখকের ভাবনার বহিঃপ্রকাশ হয় তার লেখার মাধ্যমেই ।
ছাইরাছ হেলাল
বাহ, ফাইন, অবশ্যই বহিঃপ্রকাশ, তবে তা আক্ষরিক না।
সাবিনা ইয়াসমিন
চোখ এম্নে হাতে নিয়ে ঘুরলে কেম্নে দেখবেন?
ছাইরাছ হেলাল
চোখ হাতে না নিলে ছুঁড়ে মারে ক্যামনে!
সাবিনা ইয়াসমিন
ওহ, ছুড়ে মারার তালে আছেন?
বুঝলাম আপনার আসলে চোখের দরকারই নেই। শূন্যতা কিন্তু ভালো, ঝাপটে থাকে চারদিক থেকে। দেখা যায় না, কিন্তু সঙ্গদানে কমতিও রাখে না 🙂
ছাইরাছ হেলাল
দেখুন ছোঁড়াছুঁড়ি মন্দ না, তবে বুঝেশুনে ছুঁড়তে হয়/হবে।
আপনি শূন্যতা বিশেষজ্ঞ আগে বলবেন না!!
রোজায় থাকুন।
সুপায়ন বড়ুয়া
অস্থির বা বিষন্ন বদনে থাকলে
সবকিছু অন্ধকার মনে হয়।
তবুও থাকুন ভালো এই করোনাকালে।
শুভ কামনা।
ছাইরাছ হেলাল
ঠিক ধরেছেন ভাই, নিজেকে খুঁজে পাওয়াই দায়,
সেটি-ই অন্ধত্ব।
ভাল থাকবেন আপনি।
কামাল উদ্দিন
রোল নং লাকি থারটিন 😀
ছাইরাছ হেলাল
আচ্ছা আচ্ছা।
কামাল উদ্দিন
আমার মন সময় এবং শরীর কোনটাই ভালো না। তবু সোনেলায় আসতে মনটা উতলা থাকে সব সময়। সামহোয়ারইনে দীর্ঘদিন ধরে ব্লগিং করেও এতোটা টান অনুভব করিনা। সোনেলার বন্ধুত্বের রেনুগুলো সব সময় যেন ভেসে বেড়ায় মন আকাশে।
ছাইরাছ হেলাল
শান্তি পাইলাম।
সামু তে কতদিন? জানি তো সেই ব্লগের কথা। অনেক।
কামাল উদ্দিন
সামুতে আমার শানে নুযুল
পোস্ট করেছি: ৭৮৭টি
মন্তব্য করেছি: ২০৯৭৩টি
মন্তব্য পেয়েছি: ২২২৩৬টি
ব্লগ লিখেছি: ১১ বছর ৭ মাস
অনুসরণ করছি: ২৫ জন
অনুসরণ করছে: ৪৪৮ জন
সামুতে আমার লিঙ্ক
ছাইরাছ হেলাল
দেখলাম।
অনেকদিন ধরেই লিখছেন।
ধন্যবাদ।
সুরাইয়া পারভীন
কেউ যদি হয় কবিতা-র(…..) মধ্যে বিলীন
তবে সে সর্বত্রই নিজেকে দেখবে অনুপস্থিত
এ নিয়ে দৃষ্টি বেচারাকে কেনো দোষারোপ করা?
তার ভ্রম হয়েছে বলে শুধু শুধু কথা শোনানো!
ছাইরাছ হেলাল
অনেক সুন্দর মন্তব্য।
কিছু দোষের দায় তো নিতেই হবে, দোষ না করেও, এটাইতো অলিখিত নিয়ম।
ভাল তাকবেন।
শামীম চৌধুরী
ভাইজান সোনেলা বন্ধুদের পরশটাই যে এমন। যা আমি এই উঠোনে না আসলে বুঝতেই পারতাম না। দারুন কবিতা। আবার মুগ্ধ।
ছাইরাছ হেলাল
আপনাকে আবিস্কার না করতে পারলেও আমাদের আনন্দ
অনেকটাই মাটি-মাটি লাগতো।
ভাল থেকে সাথে থাকবেন, এ কামনাই করি। ভাই।
শামীম চৌধুরী
আবারো কৃতার্থ
ছাইরাছ হেলাল
অনেক অনেক ইদের শুভেচ্ছা, ভাই।
তৌহিদ
নিজের অনুপস্থিতিতে অন্যের জীবন থেমে থাকেনা, সময় বয়ে যায় সময়ের গতিতে।
ভালো থাকুন ভাই।
ছাইরাছ হেলাল
সময় তার নিজ নিয়মের জালে বন্দি, সে শুধুই বয়ে চলে বয়ে চলে।
ধন্যবাদ।
হালিম নজরুল
আপনি যখন যেখানে খুশি অনুপস্থিত থাকুন; কিন্তু কবিতার খাতায় আপনার উপস্থিতি চাই।
ছাইরাছ হেলাল
তথাস্তু কবি।
ইদের শুভেছা।