অনাকাঙ্ক্ষিত বিবর্তন

হালিম নজরুল ১২ এপ্রিল ২০২০, রবিবার, ০৯:৫৬:০৪পূর্বাহ্ন কবিতা ২০ মন্তব্য

এখন পিতলের ঘুড়ি ওড়ে সোনালি আকাশে ,
বসন্তের বৈশাবী কাঁদে দূরন্ত বিরহে বিরহে।

অপসংস্কৃতির পেটে খাবি খায় সংস্কৃতির উন্মাদনা।
যেন পৌষের সকালে চৈত্রের খরতাপ
পুড়িয়ে মারে সাংস্কৃতিক বৈচিত্র্য।

আমি হারিয়ে যাওয়া রং তালাশ করি
এই নির্মম সভ্যতার আনাচে কানাচে।
কোথাও অস্তিত্ব নেই তার
এই মায়াবী বিবর্ণ বাসরে।
অতৃপ্তির প্রখরতা কাঁদায় ভীষণ
নির্লিপ্ত পরম্পরা বহনের দহনে দহনে।

——————–0 0———————–

৪৫৭জন ৩৭৭জন
0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ