
আবার হয়তো দেখা হবে কোনো এক অজানা পথের বাঁকে।
নিঃশব্দে চলে যাবো ভাবহীন দুচোখ এড়িয়ে।
স্বার্থপর মানুষ হয়তো তুমি দেখনি তাই অর্থহীন অভিযোগ করেছো নির্বিচারে।
হিজল ফুলের দলগুলো দলে দলে ভেসে যায় অজানা গন্তব্যের দিকে।
জীবনের স্রোতে এভাবেই ভেসে যাচ্ছি অজানা বাঁকে।
মাঝে মাঝে তরী ভীরে ভুল ঘাটে,বানের টানে আবার ছুটে চলে দুর অজানাতে।
দূর থেকে ভেসে আসে অচেনা কোনো এক রমনীর গভীর আর্তনাদ।
জীবন তাকে ছেড়ে যেতে চায় অসময়ে অর্থহীন অপরাধে।
অপরাধ তো বটে! নিঃস্বার্থ ভালোবাসাই তো অপরাধ।
রমনীর আর্তনাদ প্রকম্পিত হয় ধরণী, অতঃপর তা মিলিয়ে যায় হাওয়া হয়ে।
ভালোবাসা তার হৃদয় কে ক্ষত বিক্ষত করেছে, দেহটা কে করেছে ব্যবচ্ছেদ।
তাই আজও অতৃপ্ত আত্মার বাসনা নিয়ে ঘুরে ফিরে ভালোবাসাকে পেতে।
২৪টি মন্তব্য
জিসান শা ইকরাম
নিঃস্বার্থ ভালোবাসা পাওয়া খুবই কঠিন আজকাল,
এটি বলা যায় কাগজে আছে।
এমন ভাবনায় আচ্ছন্ন মানুষদের নিঃসঙ্গতায় পেয়ে বসে।
ভালো হয়েছে কবিতা।
শুভ কামনা।
পপি তালুকদার
নিঃস্বার্থ ভালোবাসা সেতো দূর্লব জিনিস তবু মানুষ ভালোবেসে যায়…
অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে আমাকে লিখতে উৎসাহিত করার জন্য।শুভ রাত্রি।
সুপর্ণা ফাল্গুনী
দিদি চমৎকার কবিতা। অতৃপ্ত বাসনা ধিকি ধিকি জ্বলতেই থাকে । আর্তনাদ ভেসে আসে তবুও নিরুপায় আমরা। নিঃসঙ্গতা খুব কষ্টদায়ক। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা। শুভ সকাল
পপি তালুকদার
শুভ সকাল। অসংখ্য ধন্যবাদ কবিতাটি পড়ার জন্য।আপনাকেও শুভেচ্ছা রইল।
আলমগীর সরকার লিটন
চমৎকার এক অনুভূতির ছোঁয়া কবি আপু
পপি তালুকদার
ধন্যবাদ জানবেন।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
ভালবাসা মানেই কি না পাওয়ার বেদনা, অতৃপ্ত বাসনা। মনে হয় আসলেই তাই — “ভালোবাসা তার হৃদয় কে ক্ষত বিক্ষত করেছে, দেহটা কে করেছে ব্যবচ্ছেদ।
তাই আজও অতৃপ্ত আত্মার বাসনা নিয়ে ঘুরে ফিরে ভালোবাসাকে পেতে”। চমৎকার আবেগের প্রকাশ। শুভ কামনা।
পপি তালুকদার
ধন্যবাদ কবিতা টি পড়ার জন্য।ভালো লাগা পথ চলাতে উৎসাহ যোগায়।ভালো থাকবেন।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপনার শুভ কামনা রইলো।
কামরুল ইসলাম
চমৎকার লিখেছেন
পপি তালুকদার
অসংখ্য ধন্যবাদ।
বোরহানুল ইসলাম লিটন
অতৃপ্ত বাসনা নিয়েই হয়তো ভালোবাসা জেগে থাকে অন্তরে।
শত বেদনা অকাতরে পুষেও ফিরে ফিরে যায় তবু একই গন্তব্যের দিকে।
সুন্দর কবিতায় মুগ্ধতা রেখে গেলাম অন্তহীণ। শুভেচ্ছা রইল নিরন্তর।
পপি তালুকদার
অসংখ্য ধন্যবাদ ।একরাশ শুভেচছা ও শুভকামনা রইল,ভালো থাকবেন।
রোকসানা খন্দকার রুকু
খুব সুন্দর কবিতা। ভালোবাসা অতৃপ্ত চাওয়া॥ তা নিয়েই চলতে হয়। শুভ কামনা🥰🥰
স্বপ্ন নীলা
জীবনের স্রোত এভাবে ভেসে যায়গো আপা—জীবন মানেই এমন– কবিতায় ভাল লাগা রেখে গেলাম
পপি তালুকদার
অসংখ্য ধন্যবাদ। ভাল লাগা উৎসাহিত করে।ভাল থাকবেন।
আরজু মুক্তা
উপকারী গাছের ছাল থাকে না।
ভালোবাসা গুলো জীবন্ত হোক আবার।
শুভকামনা
পপি তালুকদার
বাস্তব কথা।ধন্যবাদ।ভালো থাকবেন।
তৌহিদ
দোদুল্যমান জীবনে বিশেষ করে নারীদের ক্ষেত্রে বেশিরভাগ সময়ে ভালোবাসার মুল্যায়ণ হয়না। এটা আমাদের সামাজিক ব্যধিগুলোর অন্যতম। পুরুষ সেতো ছেড়ে চলে গিয়েই খালাস, যত দুর্ভোগ সব নারীকেই বহন করতে হয়।
তবুও আমরা ভালোবাসি কারন ভালোবাসা ছাড়া জীবন অর্থহীন। তা সে যার ভালোবাসাই হোক না কেন।
সুন্দর লিখেছেন আপু। শুভকামনা জানবেন।
পপি তালুকদার
ঠিক তাই ভালোবাসার জন্য নারীদের বেশি কষ্ট সহ্য করতে হয়।তবু ও ভালোবাসা হয়, ভালোবাসতে হয়।অসংখ্য ধন্যবাদ।ভালো থাকবেন।
নবকুমার দাস
ভালোবাসা এক মনকেমনিয়া অনুভব ।
লুকানো ফুলের সৌরভ । কিছু অতৃপ্তি থাকা ভালো, অধরা মাধুরীর মত । সবটুকু পাওয়া হয়ে গেলে প্রেমের মৃত্যু অনিবার্য ।
ভালো লেখা । ভালো থাকবেন দিদিভাই । 🙏🍀
পপি তালুকদার
খুব সুন্দর মন্তব্য করেছেন।ভালো লাগলো।অসংখ্য ধন্যবাদ জানবেন।
ছাইরাছ হেলাল
ভালবাসার অতৃপ্তি জনম জনমের সঙ্গী আমাদের জীবনের পথে,
ভালবাসার আকাল যে এখানে।
পপি তালুকদার
এই অতৃপ্তি বহন করে চলতে হবে তবুও ভালোবাসা অাজীবন রয়ে যাবে।ধন্যবাদ ভাইয়া।