অজানা ভাবনা

মোঃ মজিবর রহমান ১০ নভেম্বর ২০২০, মঙ্গলবার, ০৩:০৩:২৯অপরাহ্ন একান্ত অনুভূতি ২৫ মন্তব্য

কবি ছন্দে আনন্দে
নারী রুপে গুণে
গায় লাবন্যে অতুলনীয়।

তার উরু বক্ষ
গালের টোলে ভোলে
হাটনে চলনে মজে।

আচ্ছা কবিরা কি লুইচ্চা
তারা  মজে রসে
উৎফুল্লে টইটুম্বর?

কতকবি গায় বক্ষ
নারীর সব বুঝে
লেখে কি অজানায়?

হবেই বা কি করে
অজানাকে জানতে
পড়তে ও পড়তেই হয়।

জানতে চক্ষু ভরায়
পড়ে কলম নাড়ায়
পায় মনের মাধুরিতে প্রকাশ।

নারীর সুঠোল দেহখানি
ভাবিয়ে তোলে মন
নাড়িয়ে দেয় অন্তর।

যায় চলে ভাবুকদেশে
মনের মাধুরিতে সপ্তরংগে
ভাসে, রুপে ডুবে প্রেমলীলায়।

১০৫৭জন ৯২৪জন
0 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ