
চেনা শহরটা অচেনা সুরে মোহাবিষ্ট;
পথের ধূলো গুলো পাষাণের ইমারতে বন্দী।
শহরের পরভৃৎ স্বর বদলেছে স্বার্থের ঐক্যতানে;
পথিকেরা পথ ভুলে অন্ধকার জগতের অভিসারে,
চেনা মানুষগুলোর মুখোশে হেম-পেয়ালা উছলায়।
সর্পবিষে দংশিত আশ্রয়দাতার সর্ব অঙ্গ-
চেনা শহরের সূর্যটা ম্রিয়মান অশুভ মেঘদলে;
চাঁদটা ও মুখ লুকিয়েছে আলোক-স্বল্পতার গগনে।
চিনি মিশ্রিত ভালোবাসা পিঁপড়ার ওষ্ঠগহবরে;
বিষাদে পূর্ণ অমৃতের জলকূপ- সময়ের স্রোতে।
কান্নার লোনাজলে পাথর অবিচল, অক্ষয়।
ধর্মের বেসাতি মানবতার অট্টালিকায় বসত গড়েছে;
হৃদয়ে জ্বলছে অহংকারের অনির্বাণ শিখা-
বিষন্নতা ধেয়ে আসে কালবৈশাখীর আঁচল জড়িয়ে;
ঘুমন্ত শহরটা নিস্তব্ধতার বুক চিঁড়ে জেগে ওঠে-
মনের সাজানো বাগিচা উপড়ে দিতে পীচঢালা পথে।
ছবি-গুগল
২৬টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
প্রথম!
আগে একটা গিফট দিন, এরপর কমেন্ট দিবো 🙂
সুপর্ণা ফাল্গুনী
🌹🌹💓💓🍉🍉 দিলাম
সাবিনা ইয়াসমিন
এতরাতে তরমুজ! তাও আবার দুই পিস!!
দুইমুঠো ধন্যবাদ নিন 🙂
সুপর্ণা ফাল্গুনী
আপনাকেও ধন্যবাদ। 🙂🙂
শামীনুল হক হীরা
ভাবনাটা বেশ গভীরে।।অনেকটা নিঃশ্চুপ হয়ে পাঠ করলাম।।থ মেরে আছি, আর কিছু বলতে পারলাম না।শুভকামনা রইল।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপনাকে বুঝলাম আপনি লেখার গভীরে প্রবেশ করতে পেরেছেন। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা নিরন্তর
সাবিনা ইয়াসমিন
কবিতাতো কলকলিয়ে কয়েকবার পড়ে ফেললাম, সাথে এটাও বুঝলাম এই কবিতার ভাষা অতিশয় দুর্গম। এই পথে পাড়ি দিতে হলে আমার একজন অভিজ্ঞ গাইড লাগবে। আপাতত খ্যান্ত দিলাম, গাইড খুঁজে এনে আবারও আসবো।
শুভ রাত্রি, শুভ কামনা 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
এটাও কঠিন হয়ে গেল আপনার কাছে 😭😭। ভগবান , সাবিনা আপু বুঝতে পারে এমন লেখার উপাদান দান করুন। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো আপনার জন্য।
বোরহানুল ইসলাম লিটন
সময়ের ফেরে সব গেছে হেরে
বিবর্ণতা শুধু আছে বসে হাঁটু গেড়ে।
সুন্দর শব্দের খেলায় অনন্য নিবেদন।
মুগ্ধতায় শুভ কামনা রেখে গেলাম চিরন্তন।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা কবি। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো আপনার জন্য। ভালো থাকুন নিরাপদে থাকুন
আলমগীর সরকার লিটন
বেশ বোধময় প্রকাশ কবি দিদি অনেক শুভেচ্ছা রইল
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
ছাইরাছ হেলাল
হেম-পেয়ালার সন্ধান পেলে কপালে খারাবি আছে,
বাগিচা কিন্তু উপচে পড়বে হেমের বুকে!!
হে বৈশাখ বৃষ্টি নিয়ে এসো!! ঝড় না।
সুপর্ণা ফাল্গুনী
হ্যাঁ বৃষ্টি চাই অঝোর ধারায় সব কলুষতা , সঙ্কীর্ণতা দূর করতে। তবে ঝড় যে আসবেই । অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকবেন সতত
পপি তালুকদার
অনেক গভীর কথা।কয়েক বার পড়লাম। চারপাশের সবকিছু স্বার্থের কারনে বদলে যায়।বদলে যাওয়াই এখন স্বাভাবিক রীতি।
দিদি কবিতার কথাগুলো মনে খুব স্পর্শ করল।
সুপর্ণা ফাল্গুনী
আপনার মন্তব্য খুব বিশ্লেষণ পূর্ণ। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। বদলে যাওয়াতেই যেন আমাদের অহংকার। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা রইলো
তৌহিদ
লোক দেখানো ভালোবাসা আর মোহে আমরা আত্মকেন্দ্রিক হয়ে পড়েছি। এর থেকে সহজে মুক্তি মিলবেনা।
সুন্দর লিখেছেন দিদিভাই।
সুপর্ণা ফাল্গুনী
ঠিক বলেছেন ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য। নিয়মিত পাশে থাকার জন্য কৃতজ্ঞ। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা সতত
প্রদীপ চক্রবর্তী
চেনা মানুষগুলোর মুখোশে হেম-পেয়ালা উছলায়।
পুরো কবিতার মর্মার্থ আমি এই লাইনে খুঁজে পেলাম, দিদি।
অচেনা শহর এমনি হয়!
সুপর্ণা ফাল্গুনী
বাহ্ এক লাইনেই সারমর্ম দিয়ে দিলেন!! খুব ভালো লাগলো । অফুরন্ত ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা নিরন্তর
আরজু মুক্তা
কাক কোকিলের খোলসে সবাই। নিজে না বদলালে প্রকৃতি কী করবে?
তবুও আমূল পরিবর্তন আসুক।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপু। অবশ্যই নিজেকেই বদলাতে হবে । অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা ভালো থাকুন নিরাপদে থাকুন
খাদিজাতুল কুবরা
দিদি ভাই পুরো কবিতা পড়ে বুঝলাম সময়ের রুক্ষতা এবং মৌমাছি সুলভ মনুষ্য প্রকৃতি, কালবৈশাখীর তান্ডবের আশংকা যেন অঘোষিত যুদ্ধের দামামা বাজছে।
সেই সাথে মহামারীর প্রকোপ ও যেন অসহযোগ আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে। সময়টা সত্যিই দুর্বিষহ হয়ে গেছে।
সুপর্ণা ফাল্গুনী
আপু অফুরন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। খুব সুন্দর করে বললেন । আপনার মন্তব্য খুব ভালো লাগে । ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অফুরন্ত। শুভ সন্ধ্যা
আশরাফুল হক মহিন
হৃদয়ে জ্বলছে অহংকারের অনির্বাণ শিখা-
বিষন্নতা ধেয়ে আসে কালবৈশাখীর আঁচল জড়িয়ে;
ঘুমন্ত শহরটা নিস্তব্ধতার বুক চিঁড়ে জেগে ওঠে-
মনের সাজানো বাগিচা উপড়ে দিতে পীচঢালা পথে
আপনার শেষের এই লেখাগুলো আমার কাছে একদম বেশ লাগছে , এগিয়ে চলুন কবিতার সাথে ভালোবাসার সাথে , শুভকামনা এবং শুভেচ্ছা রইল আপনার জন্য
প্রিয় কবি ।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই পড়ার জন্য। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা নিরন্তর। শুভ সকাল