
লতানো সবুজের এক চিলতে সবুজে দাঁড়িয়ে
দেখি নীল অপরাজিতা, কামিনী, হাস্নুহেনা,
সুঘ্রাণে খুঁজি জন্ম-দাগের মন, সুখ খুঁজি;
আসলে বন্ধু-টন্ধু বলে কিচ্ছু নেই,
শুধুই রংয়ের পাতাবাহার, দ্বিচারিতার অসুখের মত,
পড়শিনী ফুল-রমণীর মতই কাঁচ ভঙ্গুর,
যত্ন আত্তির আভিজাত্যে;
সমূহ স্বজন অবহেলে বদলে গেছে সেই কখন!
ঈর্ষা আর প্রেম সে-তো খোয়াবের আঙ্গিনায়,
ঘুরে ফিরে নিষিদ্ধ গন্ধমের উচ্ছলতায় আঁটকে গেছে
গোপন রহস্যময়তায়, প্রলাপে বিলাপে অধীর অস্থিরতায়।
বেচঈন-বেহুশ মায়াময় চৌচির হালতে;
দূর সম্পর্কের অবুঝ নদীতে সে
মিশে যাক অচেনা নূতন বন্দরে,
ঝাঁপ দেয়া ঝর্ণার বাড়ন্ত শুশ্রূষা ছাড়াই।
ছবি নেটের।
১২টি মন্তব্য
জিসান শা ইকরাম
এমনই হয়, এটিই স্বাভাবিক।
মেনে নিতেই হয় আমাদের, নতুন প্রত্যাশার মোড়কে।
ছাইরাছ হেলাল
যে যার সুবিধে মত নাও ভিরাক নিত্য নূতন বন্দরে।
ধন্যবাদ।
রোকসানা খন্দকার রুকু
আমরা অতি আপন বলে যা কিছুই আঁকড়ে ধরতে চাই না কোনকিছুই স্থায়ী নয়। বন্ধু- আপন বলে কিছু নেই
ছাইরাছ হেলাল
একা এসেছি একা ফিরে যাব, এটিই কঠিনতম সত্য।
ধন্যবাদ।
আরজু মুক্তা
ঈর্ষাটা কর্কট রোগের মতো।
তবুও একা একা ভালো থাকার চেষ্টা
ছাইরাছ হেলাল
কর্কট রোগের কি ভ্যাক্সিন আছে!! মনে তো হয় না, যা প্রাদুর্ভাব যত্র ত্ত্র!!
একলা আইছি একলাই যাইতে চাই, যামু ও।
ভাল থাকুন।
সাবিনা ইয়াসমিন
অবুঝ নদীতে ঝাঁপ দেয়ার পরে আর কিছু লাগেও না,
ফুল, স্বজন, কূজন, দুর্জন যার সাথে যত, সব সৌহার্দ্য ভেসে যায় প্রবল প্রেম-স্রোতে। ডুবে থাকে ঈর্ষা-ও!
কিন্তু সাতার জানা মাস্ট।
“আসলে ও মন হাসাইয়া
যেতে হবে কান্দাইয়া
দম ফুরাইলে রঙের জলসা যাইবে শেষ হইয়া ”
এটাই আসল, বাকি সব গন্দমের কারসাজি।
ছাইরাছ হেলাল
গন্দম তো গোড়াতেই ধরাইয়া দেয়া হয়েছে, এড়ান্তি নাই।
সাঁতার জানুক বা না জানুক।
আজকাল আসা ও যাওয়ায় তেমন কান্দন-ফান্দন থাহে না, লাগেও না।
ভাল থাকুন।
তৌহিদুল ইসলাম
প্রকৃত বন্ধু জীবনে পাওয়া ভাগ্যের বিষয়। যারা সম্পর্কের খাতিরে সম্পর্ক করে তারা বন্ধু হতে পারেনা।
শুভকামনা ভাই।
ছাইরাছ হেলাল
বন্ধুত্ব বিরলপ্রজ, পাওয়া যায় না,
তাই সাবধানতা খুব জরুরি।
ভাল থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
সত্যিকারের ভালো বন্ধু পাওয়া আজকাল ভাগ্যের ব্যাপার। বন্ধুত্বেও আজকাল স্বার্থ জড়িয়ে গেছে, গরীব-ধনী দেখে বন্ধুত্ব করা হয় ইদানিং। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা রইলো। শুভ সকাল
ছাইরাছ হেলাল
আল্লাহ আমাদের যেন ভাল-মন্দের পার্থক্য করার তওফিক দেন এ প্রার্থনা করি।
আপনি ভাল থাকুন।