সুপর্ণা ফাল্গুনী জুলাই ১০, ২০২১ at ৭:০৯ অপরাহ্ন সবাই অপেক্ষায় আছি সেই শুভক্ষণের। আপনার সাথে সাথে আমাদের ও একই অবস্থা। মুক্তি চাই এই দূর্বিসহ অবস্থা থেকে। অনেক দিন পর এলেন। খুব ভালো লাগলো। আশা করি সবাই কে নিয়ে আছেন তেমন ,যেমন এসময়ে থাকা যায়। অফুরন্ত শুভকামনা রইলো
ফজলে রাব্বী সোয়েব জুলাই ১০, ২০২১ at ৯:২৭ অপরাহ্ন ধন্যবাদ। ভালো থাকবেন। আসলে সময়টা ভালো যাচ্ছে না। তাই আমরাও ভালো নেই। শুভ কামনা ও ভালোবাসা রইলো।
হালিমা আক্তার জুলাই ১৩, ২০২১ at ১২:২০ পূর্বাহ্ন সবাই একটি ভোরের অপেক্ষায় আছি। ভোর আসবে।আসতেই হবে তাকে। সেই আশায় প্রতিটি লগন পার করি। শুধু জানিনা কতদিন কত রাত কত বছর পরে আসবে। শুভ কামনা অবিরাম।
৮টি মন্তব্য
আরজু মুক্তা
সবারি এখন এমন অবস্থা।
আগামী দিনগুলি ভালো কাটুক।
ফজলে রাব্বী সোয়েব
ধন্যবাদ। ভালো থাকবেন। অফুরান ভালোবাসা।
মনির হোসেন মমি
সুসময়ের অপেক্ষা।কবিতা ভাল লাগল।
ফজলে রাব্বী সোয়েব
ধন্যবাদ। ভালো থাকবেন। ভালোবাসা ও শুভেচ্ছা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
সবাই অপেক্ষায় আছি সেই শুভক্ষণের। আপনার সাথে সাথে আমাদের ও একই অবস্থা। মুক্তি চাই এই দূর্বিসহ অবস্থা থেকে। অনেক দিন পর এলেন। খুব ভালো লাগলো। আশা করি সবাই কে নিয়ে আছেন তেমন ,যেমন এসময়ে থাকা যায়। অফুরন্ত শুভকামনা রইলো
ফজলে রাব্বী সোয়েব
ধন্যবাদ। ভালো থাকবেন। আসলে সময়টা ভালো যাচ্ছে না। তাই আমরাও ভালো নেই। শুভ কামনা ও ভালোবাসা রইলো।
হালিমা আক্তার
সবাই একটি ভোরের অপেক্ষায় আছি। ভোর আসবে।আসতেই হবে তাকে। সেই আশায় প্রতিটি লগন পার করি। শুধু জানিনা কতদিন কত রাত কত বছর পরে আসবে। শুভ কামনা অবিরাম।
ফজলে রাব্বী সোয়েব
ধন্যবাদ। শুভ কামনা রইলো।