জীবনকে জীবনের মতো
বাধাহীন দ্বিধাহীন
অনবরত দিয়েছি ছেড়ে ভাগ্যের দুয়ারে
যে ভাবে চলছে চলুক,
চলুক না
এইতো আমি,আছি বেশ।
জীবনের ভোরে দেখেছি স্বপ্ন
হাত পেতে চেয়ে নিয়েছি অল্প অল্প
জীবনের মর্ধ্যাহ্নে অভাবি তৃঞ্চায়
ভূভুক্ষ আমি,কর্মহীন জীবনে
চাইতে পরিনি সামান্য জল।
জীবনের… এই পরন্ত বেলায়
চাওয়া পাওয়ার কিছুই নেই যে আর
আছে কিছু নিয়ম শুধুই দেবার
কি দেবো তোমায়!
কিছুইতো নেই সঞ্চয় আমার।
জীবনের প্রবাসী বেলায়
সকলি সুখ সুখ কুড়েঁ বেড়ায়
আমিও নই এর ব্যাতিক্রম
তবুও,
পাইনি খুজে সুুখের কিনারা
বর্তমানটাই নিলাম কুড়ে,
দুঃখই আমার সুখের সকল সীমানা।
জন্মের এক দিন মৃত্যুর এক দিন
দু দিনের মুসাফির জীবনে
শেষ অধ্যায়ে,”সূখ”
কে দেখিতে না চায়,
গত হলো কত কত আত্মীয় স্বজন
গত হলো আপন জন্ম স্থান
চোখ্খে দেখিনি সময়ের তাড়নায়,
পিতার বিদায়ী অস্তিমিত ক্ষনকাল
আজও ভুলিনী,ভুলতে পারি না
মনের অতৃপ্ত ছায়া কুড়ে কুড়ে ক্ষত করে
জীবনের সুখের সময়।
জীবনের লক্ষ্য
অলক্ষনীয় ভাগ্যের বিড়াম্ভনায়
অন্ধকার জীবন সমুদ্রে নিমজ্জিত,
চেয়েছি হতে কোন ডাক্তার ইঞ্জিনিয়ার
কিংবা কোন শিল্পির সম মর্যাদায়
হয়নি কিছুই,
হয়েছি কেবল অফিস কেরানি।
১৬টি মন্তব্য
আবু খায়ের আনিছ
পুরু জীবনকেই একটা আয়নার সামনে দাড়ঁ করিয়ে দিলেন ভাই, অনেক প্রশ্ন উকিঁ দিচ্ছে মনে। অসাধারণ লেখা, এমন লেখাই সোনেলার সম্পদ।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
মুল্যবাদ মন্তব্যের জন্য ধন্যবাদ আনিছ ভাই -{@
নীলাঞ্জনা নীলা
মনির ভাই জীবনের পড়ন্ত বেলা এই শব্দটা আমাদেরকে অনেক দূর্বল করে দেয়।
হাহাকার জাগানিয়া কবিতায় আপনাকে পেতে চাইনা। যদিও কবিতাটি ভালো লেগেছে কারণ মনের ভেতরটা বিষণ্ণ হয়ে গেছে।
ভালো থাকুন মনির ভাই। -{@
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
সুখ-দুঃখ এই দুটি বিষয় মানুষের জীবন চলার পথে আড়াআড়ি ভাবে লেগে আছে।যে জীবনে দুঃখ নেই সে জীবনকে নিরামিস জীবন বলা যায় কেননা দুঃখের পর সুখের অনুভুতি ইমেজকে শুধু অনবরত সুখ দিতে পারে না।ধন্যবাদ দিদি।তবুও আমি অনেক সুখি।
জিসান শা ইকরাম
এটিই জীবন মনির ভাই,
মেনে নিতেই হবে।
ভাল লিখেছেন।
গাজী বুরহান
একটা কথা আছে না ‘এ পৃথিবীতে আমরা যা পেয়েছি তা এখান থেকেই পেয়েছি। যা পাবো এখান থেকেই পাব। যা হারিয়েছি তা এখান থেকেই পেয়েছিলাম। যা হারাবো তা এখান থেকেই হারাবো’
তবুও বাস্তবতা একটু বেশিই কঠিন।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। -{@
ছাইরাছ হেলাল
কিছু কঠিন সত্য আমাদের মেনে নিতেই হয়, অনিচ্ছায়ই।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
সহমত (y)
ইঞ্জা
বিমোহিত
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ দাদা -{@
শুন্য শুন্যালয়
এসব ভাবনা থমকে দেয় আমাদের। মন ভালো করিয়ে দেয়া পোস্ট চাই ভাইয়া। মনির ভাইয়া যে দুখী নয় প্রমাণ করুন 🙂
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
চেষ্টা করব প্রমান করতে কিন্তু আমি যে ঐ তেই সুখ খুজে পাই নিজেকে পরিপূর্ণ মানুষ মনে হয় কেননা দুঃখের পর সুখের অনেক অনেক ভাল লাগে -{@
মৌনতা রিতু
মনির ভাই, দুঃখের এই যে শব্দের গাঁথুনি, এটাই জীবনের বাস্তবতা। পৃথিবীতে কিছু মানুষ আসে, সে শুধু কর্তব্য করতেই আসে। দিতে আসে জীবনের সমস্ত সুখ গুলো অন্যকে। এতেই তার জীবনের স্বার্থকতা। আমার নানীকে আমি খুব খুব ভালবাসতাম। আপনার কবিতাটা পড়ে, নানির অনেকগুলো কথা মনে আসল। নানাবু, বলত,” এই যে জীবন মৃত্যুর মাঝখানে যে জীবন, তা বড়ই সংঘাতময়, সংঘাতেই সুখ, সংঘাতেই দুখ। হোক না সে অবস্থান ছোট।
আপনার লেখা সব সময়ই গম্ভির্যতা থাকে। ভালথাকুন।
মেহেরী তাজ
মন খারাপ করা পোষ্ট কেনো দিয়েছেন ভাইয়া???
মানুষের জীবনে কোথাও না কোথাও প্রাপ্তি থাকেই ভাইয়া। সেটা যত ছোটই হোক না কেনো!
ক্রিস্টাল শামীম
জীবনের প্রবাসী বেলায় সকলি সুখ সুখ কুড়েঁ বেড়ায় আমিও নই এর ব্যাতিক্রম তবুও,
পাইনি খুজে সুুখের কিনারা বর্তমানটাই নিলাম কুড়ে, দুঃখই আমার সুখের সকল সীমানা।
@আসলে কবিরা এমনই হয় সবার মনের কথা বলেদেয় কবিতা মাঝে।@
জীবনের লক্ষ্য অলক্ষনীয় ভাগ্যের বিড়াম্ভনায় অন্ধকার জীবন সমুদ্রে নিমজ্জিত,
চেয়েছি হতে কোন ডাক্তার ইঞ্জিনিয়ার কিংবা কোন শিল্পির সম মর্যাদায় হয়নি কিছুই, হয়েছি কেবল অফিস কেরানি।
@সত্যি এ জীবনে কিছুই হইতে পারলাম না অফিস কেরানি ছাড়া@