আজকের এই দিনে ৯ মাস যুদ্ধ করে দখলদার পাকিস্থানী বাহিনীকে পরাজিত করে মুক্তিপাগল বাঙ্গালী বিজয় ছিনিয়ে এনেছিলেন। সর্ব শ্রেনীর বাঙ্গালীরা এই যুদ্ধে অংশ নিয়েছি্লেন। নয় মাস যুদ্ধের পরে ফিরে এসেছিলো মুক্তিযোদ্ধারা বিজয়ের প্রতীক হয়ে। জনতা নেমে এসেছিলো তাঁদেরকে স্বাগত জানাতে।অবাক বিস্ময়ে জনতা অভ্যর্থনা জানিয়েছে সেই সব দেব দূতদের যারা মৃত্যুকে পরোয়া না করে দেশকে বিজয় উপহার দিয়েছেন। আমরা এই সব মহান বীর মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকার। ্মুক্তিযুদ্ধে অংশ নেয়া সকল বীর মুক্তিযোদ্ধাকে জানাই গভীর শ্রদ্ধা।
জয় বাংলা বাংলার জয়, হবে হবে হবে, হবে নিশ্চয়ই …………
বিজয় নিশান উড়ছে ঐ……………… বাংলার ঘরে ঘরে …………
এক নদী রক্ত পেরিয়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না
সালাম সালাম হাজার সালাম , সকল শহীদের স্মরণে…………
মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি …………
একাত্তরের রাজাকার হুশিয়ার সাবধান ………………
বিচারপতি তোমার বিচার করবে যারা,আজ জেগেছে এই জনতা ………
ফটো নেট থেকে সংগ্রহ করা
৩০টি মন্তব্য
সাইদ মিলটন
চমৎকার পোস্টের জন্য ধন্যবাদ সজীব 🙂
ব্লগার সজীব
ধন্যবাদ সাইদ ভাই। জয় বাংলা,জয় বঙ্গবন্ধু।
সাইদ মিলটন
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
ব্লগার সজীব
(y) -{@
আজিজুল ইসলাম
অদ্ভুত কালেকশান, অনেক ধন্যবাদ জনাব সজীব।
ব্লগার সজীব
আপনাকেও ধন্যবাদ ভাইয়া।
লীলাবতী
দারুন কালেকশন।ছবির সাথে মিলিয়ে গান।রাজাকারদের ছবি দেখে– আহা বেচারা রাজাকার :D)
বিজয় দিবসের শুভেচ্ছা নিন।
ব্লগার সজীব
আহা বেচারা রাজাকার :D)
মরুভূমির জলদস্যু
চমৎকার কালেকশান
ব্লগার সজীব
আরো কিছু ফটো আছে,দেইনি। পরে দেবো ভাবছি।
প্রহেলিকা
বিজয় দিবসের শুভেচ্ছা ভাইয়া, ছবিগুলো সত্যি দুর্লভ! চমত্কার এই পোষ্টের জন্য ধন্যবাদ সজীব ভাইয়া।
ব্লগার সজীব
আপনাকেও ধন্যবাদ প্রহেলিকা ভাইয়া।
জিসান শা ইকরাম
পোষ্ট ভালো হয়েছে।
শুভেচ্ছা বিজয়ের।
ব্লগার সজীব
বিজয়ের শুভেচ্ছা জিসান ভাইয়া।
শুন্য শুন্যালয়
দারুণ পোস্ট। ছবিগুলোর সাথে মিলিয়ে গান অন্য মাত্রা এনেছে। এ গানগুলো আজো কেমন রক্ত গরম করিয়ে দেয়। আপনার তো দেখছি বিশাল ছবিশালা। ছবির কালেকশন দেখে মুগ্ধ হই। আরো এমন পোস্ট চাই।
ব্লগার সজীব
পোষ্ট বড় হয়ে যাবে,এই চিন্তায় ছবি বেশি দেইনি। আরো দেয়ার আশা আছে আপু।
ছাইরাছ হেলাল
গানগুলো সাথে থাকায় ছবি গুলো নূতন মাত্রা পেল।
অনেক ধন্যবাদ ছবি সংগ্রহের জন্য।
ব্লগার সজীব
আপনাকেও ধন্যবাদ ছাইরাছ হেলাল ভাইয়া।
মিথুন
ছবির আনন্দ মনে ছড়িয়ে গেলো। আর গানগুলো এভাবে ছবির সাথে মিলিয়ে দেবার চিন্তা আপনার কি করলে আসলো কে জানে? ভীষণ সুন্দর পোস্ট——–
ব্লগার সজীব
আপনাদের আন্তরিকতা চিন্তার দুয়ার খুলে দিয়েছে আপু 🙂
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ছবি এবং পোষ্টের লিং দেখে মনে হচ্ছি কেবল স্বাধীন হলো………… -{@
ব্লগার সজীব
আরো এমন কিছু ফটো আছে,ভবিষ্যতে পোষ্ট করবো আশা করি।
নওশিন মিশু
মন ভাল করা অসাধারন পোস্ট …. (3
ব্লগার সজীব
ধন্যবাদ আপু।
অরণ্য
পোস্টটি খুব ভালো লাগলো। ফাঁকে আমার একটা ঘটনা শেয়ার করতে ইচ্ছে করল। আমি একদিন দেখতে পেয়েছিলাম আমাদের নাম না জানা হাজারো শহীদ ভাইদের। ২০০৯ কিংবা ২০১০ হবে। আমি গিয়েছিলাম আমাদের স্মৃতিসৌধে এক বিদেশীকে ঘুরে দেখাতে। দুদিন ওর সাথে ঘুরতে ঘুরতে ও আমার বন্ধুর মতই হয়ে গিয়েছিল। আমরা যখন গেট দিয়ে ঢুকে আগাচ্ছি তখন গান বাজছিল “এক নদী রক্ত পেরিয়ে…”। তাকে আমি সব দেখাচ্ছি আর বোঝাচ্ছি। গানটাও তাকে ইংরেজীতে বোঝাতে গেলাম। তখন দেখেছি আমি হাজার হাজার শহীদ সব যেন মাটি, ঘাস, গাছ ভেদ করে সবাই আমার দিকে তাকানো। মানুষ কোন কিছু না খেয়ে যে ভর দুপুরে হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে এভাবে দেখতে পেতে পারে তা আমার জানা ছিল না। আমি তাকে বুঝাচ্ছি “হয়তোবা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না… “। আমি ওকে বর্ণনা করছি, শরীরে ভিন্ন এক শিহরণ। আমি কাঁপছি আর ওকে বলেই চলেছি – আমি কাঁদছি, চোখ মুচছি আর বলছি ওকে। তাঁদের কাছে আমাদের ঋণ সেদিন বুঝেছি। সেদিনে ভিনদেশীকে বাংলাদেশ বোঝাতে কেবল আমিই ছিলাম। আমি ছিলাম যেন তাঁদের সবার মুখপাত্র। আমি এভাবে কাঁদতে পারি আমার জানা ছিল না। গানটি আমি যতবার শুনি আমি দেখতে পাই সেই দুপুর, সেই হাজার হাজার মুখ – আমার সেই শিহরণ।
আপনাকে ধন্যবাদ।
ব্লগার সজীব
অসাধারন অনুভুতি অরণ্য ভাই।দেশকে কত ভালোবাসলে এমন আবেগ তারিত হতে পারে মানুষ তা কিছুটা আমিও উপলব্দি করি।জাতীয় সঙ্গীত গাইবার সময় আমি মাঝে মাঝে কেঁদে ফেলি।আপনাকে শুভেচ্ছা ভাইয়া।
নুসরাত মৌরিন
দুর্দান্ত একটি পোস্ট।
দারুন দারুন সব ছবি।
মাঝে মাঝেই আমার মনে হয় আমার জন্ম কেন এত পরে হলো, ১৯৭১ এর সেই এক আনন্দ-বেদনার যাদুকরী সময়কে আমরা আসলে কখনোই বুঝতে পারবো না,তবু খুব অনুভব করতে ইচ্ছা করে। 🙂 (y)
অনেক ধন্যবাদ এমন একটি পোস্টের জন্য।
ব্লগার সজীব
আপনাকেও ধন্যবাদ আপু।আমারো মাঝে মাঝে আপনার মত আক্ষেপ হয়,কেন ৭১ এর পুর্বে জন্ম গ্রহন করিনি।
মারজানা ফেরদৌস রুবা
আহ! সত্যি অসাধারন কালেকশন। দুর্লভ সব ছবি!
এমন পোষ্টের জন্য ধন্যবাদ।
ব্লগার সজীব
আপনাকেও ধন্যবাদ আপু। শুভেচ্ছা বিজয়ের।