আজকের এই দিনে ৯ মাস যুদ্ধ করে দখলদার পাকিস্থানী  বাহিনীকে পরাজিত করে মুক্তিপাগল বাঙ্গালী বিজয় ছিনিয়ে এনেছিলেন। সর্ব শ্রেনীর বাঙ্গালীরা এই যুদ্ধে অংশ নিয়েছি্লেন। নয় মাস যুদ্ধের পরে ফিরে এসেছিলো মুক্তিযোদ্ধারা বিজয়ের প্রতীক হয়ে। জনতা নেমে এসেছিলো তাঁদেরকে স্বাগত জানাতে।অবাক বিস্ময়ে জনতা অভ্যর্থনা জানিয়েছে সেই সব দেব দূতদের যারা মৃত্যুকে পরোয়া না করে দেশকে বিজয় উপহার দিয়েছেন। আমরা এই সব মহান বীর মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকার। ্মুক্তিযুদ্ধে অংশ নেয়া সকল বীর মুক্তিযোদ্ধাকে জানাই গভীর শ্রদ্ধা।

একাত্তরের ১৬ ডিসেম্বর স্বাধীন দেশের পতাকা হাতে ঢাকার রাজপথে বীর মুক্তিযোদ্ধারা 

জয় বাংলা বাংলার জয়, হবে হবে হবে, হবে নিশ্চয়ই ………… 

মুক্তিযোদ্ধাদের স্বাগত জানাচ্ছে সাধারণ জনগন

বিজয় নিশান উড়ছে ঐ……………… বাংলার ঘরে ঘরে …………

বিজয়ের আনন্দে সাধারণ জনগন ও মিত্র ইন্ডিয়ান আর্মি

এক নদী রক্ত পেরিয়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না

ঢাকা অভিমুখে মিত্র বাহিনীর অংশ ইন্ডিয়ান আর্মি। আমাদের স্বাধীনতার জন্য অনেক ইন্ডিয়ান আর্মি জীবন দিয়েছেন।শ্রদ্ধা সেই সব বীর সেনানিদের প্রতি।

সালাম সালাম হাজার সালাম , সকল শহীদের স্মরণে…………

মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি …………

ঐ যে দেখা যাচ্ছে নারায়নগঞ্জে আটক রাজাকার

একাত্তরের রাজাকার হুশিয়ার সাবধান ………………

রাস্তায়  পাক সেনার লাশ

বিচারপতি তোমার বিচার করবে যারা,আজ জেগেছে এই জনতা ………


ফটো নেট থেকে সংগ্রহ করা

 

১জন ১জন
0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ