“হয়ত”

তামান্না ২৫ জানুয়ারি ২০১৫, রবিবার, ১১:০২:১৫অপরাহ্ন বিবিধ ১৩ মন্তব্য

“হয়ত”

হয়ত ফিরবো
কোন এক ঘোর লাগা দুপুরে,
না হয় প্রভাতে কোন
ভিজিয়ে মন শিশিরে।
হয়ত উঠবে রোঁদ
মেঘে ঢাকা আকাশে
সাত রঙ্গা ঘর হবে
হিমহিম বাতাসে।
হয়ত বাঁচবো আবার
একটুখানি মায়াতে
নীড়ে ফেরা পাখির মত
ক্লান্ত বিকেল বেলাতে।
হয়ত একদিন ঠিক হবে সব
মিথ্যে তোমার মত
আখিঁ নীরে বিলীন হবে
মিথ্যে তুমি যতো।

৫২৭জন ৫২৭জন
0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ