“হয়ত”
হয়ত ফিরবো
কোন এক ঘোর লাগা দুপুরে,
না হয় প্রভাতে কোন
ভিজিয়ে মন শিশিরে।
হয়ত উঠবে রোঁদ
মেঘে ঢাকা আকাশে
সাত রঙ্গা ঘর হবে
হিমহিম বাতাসে।
হয়ত বাঁচবো আবার
একটুখানি মায়াতে
নীড়ে ফেরা পাখির মত
ক্লান্ত বিকেল বেলাতে।
হয়ত একদিন ঠিক হবে সব
মিথ্যে তোমার মত
আখিঁ নীরে বিলীন হবে
মিথ্যে তুমি যতো।
১৩টি মন্তব্য
খসড়া
ভাল লাগল ।
জিসান শা ইকরাম
ভালো লেগেছে—-
আপনি মন্তব্যের জবাব দিচ্ছেন না
কোন সমস্যা জবাব দিতে? বলুন এখানে।
শুভ কামনা।
হৃদয়ের স্পন্দন
আপু ফোন ইউসার্। আমি পার্সোনালি চিনি। অচিরেই জবাব দেবেন। আমি কথা বলেছি ভাইয়া
জিসান শা ইকরাম
কোন ব্রাউজার ব্যাবহার করেন উনি? UC ব্রাউজার হলে, লগইন হবার সময়ে ওখানেই দেখবেন ‘ডেস্কটপ’ ।এতে ক্লিক করে লিখলে জবাব দিতে পারবেন প্রতিজনকে।
mahamud
ভালো লেখেছেন।
প্রহেলিকা
ভালো লেগেছে।
শুন্য শুন্যালয়
হয়তো একদিন ঠিক হবে সব
মিথ্যে তোমার মতো …সুন্দর কবিতা
স্মৃতির নদীগুলো এলোমেলো...
Sadharon laglo. Bhalo thakben
অরণ্য
ভাল কাব্য। ছন্দ আমার খুব ভাল লেগেছে। (y)
মরুভূমির জলদস্যু
ভালো হয়েছে।
নীলাঞ্জনা নীলা
ফিরে আসুন মায়ার মাঝে।
সীমান্ত উন্মাদ
অনেক অনেক ভালোলাগা রেখে গেলাম কবিতায়। আর এই চার লাইন আপনার জন্যঃ
ক্লান্ত আমার
হৃদয় পুরে,
তোমার দাওয়াত
আজ দুপুরে।
খেয়ালী মেয়ে
বাহ!!! বেশ লিখেছন (y)