
বিরহী মহুয়ার মাতাল গন্ধে আকাশ কাঁদে ঐ
চাঁদটাও নুয়ে ছুঁয়ে যায় রক্তরাঙা মহুয়ার সারা অঙ্গ।
বাতাসে বনলতা সাঁওতালি সুর তোলে!
জংলার বুকে সর্পিলাকার নদীর উদ্দামতা ছড়ায় পাহাড়ী-কন্যা।
প্রণয়ের আবেশে সাগরের লোনা বুকে আঁধফোটা ঝিনুকের আত্মাহুতি;
নিঃসঙ্গ গাংচিল ক্ষয়িষ্ণু আবেগে উড়ছে হাওয়ায়
রাতের শৈল্পিক বাসনায় কাঁচপোকা পুড়ছে অবিরত।
হাওড়ের বুক চিরে নিশিপদ্মে ধ্যানমগ্ন- উন্মনা তরঙ্গিনী!
হে পৌরুষদীপ্ত প্রেমিক! পথ হারিয়ে ফেলো না পথের আড়ালে;
দুর্বোধ্য নারীর প্রেমে উন্মাদ, উত্তাল তোমার হৃদয়-সরোবর।
বহ্নিশিখায় পুড়ে খাক হবে তোমার বোহেমিয়ান অনুরাগ!
যেমন করে পুড়ে অঙ্গার হয় পতঙ্গরাজ।
দেবদারু শাখে অশনিসংকেত দুলছে বাদুড়ঝোলা,
পথভোলা পথিক ফিরে যাও তেপান্তরের মাঠ পেরিয়ে
দূর-পাহাড়ের শীতল পাটে।
ছবি-নেটের
১৪টি মন্তব্য
ইসিয়াক
হে পৌরুষদীপ্ত প্রেমিক! পথ হারিয়ে ফেলো না পথের আড়ালে;
দুর্বোধ্য নারীর প্রেমে উন্মাদ, উত্তাল তোমার হৃদয়-সরোবর।
বহ্নিশিখায় পুড়ে খাক হবে তোমার বোহেমিয়ান অনুরাগ!
যেমন করে পুড়ে অঙ্গার হয় পতঙ্গরাজ।
চমৎকার শব্দ চয়ন।ভালো লাগলো দিদি ভাই।
সুপর্ণা ফাল্গুনী
দাদাভাই কৃতজ্ঞতা ও ভালোবাসা। ভালো থাকবেন সাবধানে থাকবেন। শুভ রাত্রি
হালিমা আক্তার
পথ ভোলা পথিক আসবে ফিরে। এমন ডাক কে ফেরাতে পারে। চমৎকার শব্দ শৈলী। শুভ কামনা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপু । পাশে থাকার জন্য কৃতজ্ঞ আছি, থাকবো। শুভ রাত্রি
নার্গিস রশিদ
মুদ্ধতা নিয়ে পড়লাম। মন চলে গিয়েছে পাহাড়ে পাহাড়ে তেপান্তরের মাঠে। শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
সময় নিয়ে পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপু। চমৎকার মন্তব্যের জন্য ভালোবাসা রইলো। শুভ রাত্রি
রোকসানা খন্দকার রুকু
বোহেমিয়ান ইচ্ছে করেই পথ হারায়। তাই সে আর ফেরে না। তবুও নিস্পাপ প্রেমিক তাকে বারবার আহ্বানে মরে।
সুপর্ণা ফাল্গুনী
বাহ্ কি সুন্দর বিশ্লেষণ! অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপু। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা। শুভ রাত্রি
বোরহানুল ইসলাম লিটন
প্রমত্ত ধরাতল
নিজেকে করতে লীন
নিজেরে ক্ষয়ে বাজায় প্রণয়ের বীণ।
অনেক দিন বাদে পেলাম আপুকে, কেমন আছেন?
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
সুপর্ণা ফাল্গুনী
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাইয়া। ভালো থাকবেন সতত। শুভ রাত্রি
আলমগীর সরকার লিটন
বেশ অনুরাগি এক ভাবনার প্রকাশ কবি দিদি ভাল থাকবেন
সুপর্ণা ফাল্গুনী
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। শুভ রাত্রি
রেজওয়ানা কবির
অনেকদিন পর আপনার এমন সুন্দর কবিতা পড়লাম। এভাবে আরও পড়ারসুযোগ করে দিন আমাদের। সোনেলার উঠোন আপনায় মিস করে। শুভকামনা।
সুপর্ণা ফাল্গুনী
ব্যস্ততা আর শারীরিক অসুবিধার কারণে লেখালেখি হচ্ছে না আগের মতো। আমিও মিস করি আপনাদের সবাইকে। মন্তব্যের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপু। শুভ রাত্রি