কখনো কখনো সময় পালটে দেয় জীবনকে। জীবন পালটে দেয় সময়কে। সময়ের মাঝেই লুকিয়ে থাকে জীবনের রঙ। সঠিক সময়কে চিনে নিতে না পারলে সে রঙের দেখা একজীবনে আর পাওয়া হয়না। একটি জীবনে এত রঙ তা কল্পনাতীত ছিল আমার।
আসলে কখনোই রঙিন ছিলনা আমার জীবন। বর্ণহীন জীবনে অভ্যস্থ হয়ে যাওয়া এই আমি সঠিক সময়ে সঠিক তোমাকে পেয়ে আলোকিত হয়েছি। নিষ্প্রাণ জীবন প্রাণ ফিরে পেয়েছে তোমার ছোঁয়ায়, সে রূপকথা যে উল্টো হয়ে গিয়েছে আমার বেলায়। রূপকথার রাজপুত্র সোনার কাঠি রুপোর কাঠি দিয়ে রাজকন্যার স্থির হওয়া জীবনে প্রাণ এনে দিয়েছিল। আর এখানে তুমি রাজকন্যা হয়ে আমার থমকে যাওয়া জীবনে প্রাণ এনে দিলে।
সৃষ্টিকর্তার সেরা উপহার হয়ে এসেছো তুমি আমার জীবনে। জীবনকে পালটে দেয়া উপহার তো তুমিই। সময়গুলো কত দ্রুত চলে যায়, যাচ্ছে। প্রথম থেকে আজ পর্যন্ত সময় কিন্তু থেমে আছে আমার কাছে। মুহূর্তে মধ্যেই মনের দৃশ্যপটে দেখা দেয় তিন বছরের সমস্ত স্মৃতি। পরিচয়ের সে প্রথম মুহূর্ত হতে বর্তমান, সুখ আর অনাবিল আনন্দে ভেসে বেড়াচ্ছি আমি প্রতিটি খন। আমার হৃদয় এবং শরীরের প্রতিটি অনুতে যে তুমিই মিশে রয়েছ। আমি ভুলে গিয়েছি ভালোবাসাহীন আমার অতীত জীবন। জন্মজন্মান্তর ধরে যেন তুমি আমার মাঝেই মিশে আছো।
স্বপ্নহীন আমি আজ স্বপ্নের মাঝে বিভোর হয়ে থাকি। যতটা ভালবাসা পেয়ে পূর্ণ হয়েছি আমি, ততটা কি আমি দিতে পেরেছি তোমাকে? আমার সব ভালবাসা দিয়ে আমি শূন্য হতে চাই, আমি তো পরিপূর্ণ তোমার ভালোবাসায়। দিনে কতবার বলি ভালবাসি তোমাকে তারপরেও যেন বলা হয়না আমার।
ভালবাসি তোমাকে, যতটা বলি তার চেয়েও অনেক অনেক বেশি……
২০টি মন্তব্য
ইকবাল কবীর
ভালোবাসায় পরিপূর্ন থাকুক আপনার জীবন। শুভ কামনা থাকল।
স্বপ্ন
ধন্যবাদ ইকবাল কবীর ভাইয়া -{@
নীলাঞ্জনা নীলা
“গভীর হয়গো যেখানে ভালোবাসা
মুখে তো সেখানে থাকেনা কোনো ভাষা।”
ভালোবাসার মানুষ বুঝে যায় কে তাকে ভালোবাসে।
আপনাদের ভালোবাসা টিকে থাকুক আজন্ম। 🙂
স্বপ্ন
ধন্যবাদ নীলাঞ্জনা দিদি -{@
লীলাবতী
হৃদয়ের সহজ কথা সবাইকে জানিয়ে দিলেন? স্বপ্ন মিথুন একই দিনে প্রায় একই সময়ে পোষ্ট দিল, ঘটনা কি? 🙂 দুজনে ভালোবাসায় ডুবে যান। তা এই ( ফটো ) বুঝি আপনাদের বাড়ি? -{@
স্বপ্ন
ঘটনা একটি আছে আপু :p কেমন আছেন আপু? এমন ভালবাসায় মোড়ানো একটি বাড়ির স্বপ্ন দেখি আমরা 🙂 ধন্যবাদ আপনাকে -{@
শুন্য শুন্যালয়
একই দিনে পোস্ট দিয়েছিল নাকি? তাহলে তো আরেকজনের টাও পড়তে হয় 🙂
ঘটনা কি আমাদের বলতে হবে, সোনেলায় লুকোলুকি খেলা মানা, জলদি ঝাড়ুন স্বপ্ন। নইলে কিন্তু এই সুন্দর বাড়িতে গিয়ে আমরা হামলা করবো। 🙂
জিসান শা ইকরাম
যাক, রঙ দেওনে-ওয়ালিকে রাখিয়েন যতনে।
শুভ কামনা।
স্বপ্ন
যতনেই রাখি ভাইয়া, তবে মাঝে মাঝে একটু ফাটাফাটি হয় আরকি 🙂 ধন্যবাদ আপনাকে -{@
ইনজা
সুন্দর সাবলীল লিখণী, ভালো লাগা রইল।
স্বপ্ন
ধন্যবাদ ভাইয়া -{@ -{@
আবু খায়ের আনিছ
প্রিয় মানুষকে এভাবে কথাগুলো বলতে পারা একটা দক্ষতা।
স্বপ্ন
শুভেচ্ছা নিন ভাইয়া।
আবু খায়ের আনিছ
শুভেচ্ছা আপনাকেও।
মৌনতা রিতু
এতো ভালোবাসা পেলে তো সুখেই চোখ খুলতে ইচ্ছে হবে না।
আহা! কি দারুন সুখের অনুভূতি ।
স্বপ্ন
দোয়া করবেন আপু।
সকাল স্বপ্ন
অনেক ভালো লাগার একটি লিখা—–
স্বপ্ন
ধন্যবাদ স্বপ্ন ভাইয়া।
নাজমুস সাকিব রহমান
-{@
শুন্য শুন্যালয়
সহজ করে ভালোবাসার কথা বলা কি সহজ? স্বপ্নের এমন আবেগময় একটি লেখা মিস করে গিয়েছিলাম?
রূপকথার রাজপুত্র সোনার কাঠি রুপোর কাঠি দিয়ে রাজকন্যার স্থির হওয়া জীবনে প্রাণ এনে দিয়েছিল। আর এখানে তুমি রাজকন্যা হয়ে আমার থমকে যাওয়া জীবনে প্রাণ এনে দিলে।–কতো সুন্দর একটি কথা! এত কিউট একটি লেখায় কিউট একটি ছবি, বাড়ী টা ইচ্ছে করেই এত ছোট করে বানিয়েছেন যাতে গায়ে গায়ে থাকা যায়? বেশ সুন্দর বাড়ি।
স্বপ্নের লেখা মিস করি, হৃদয়ের সহজ কথা এত তাড়াতাড়ি তো শেষ হবার কথা নয়! আর লেখা কোথায়?