হৃদ্য়-মেঘের বৃষ্টি

ছাইরাছ হেলাল ১৯ নভেম্বর ২০১৮, সোমবার, ০৮:৪৭:৪৮অপরাহ্ন একান্ত অনুভূতি ১৪ মন্তব্য

শিশিরের শব্দ শুনবো বলে
কান পেতেছি অজস্র বিনিদ্র রাতে,
পাইনি শুনতে;

জল পড়ে পাতা নড়ে
জলের পড়ে যাওয়া বা পাতার নড়ে ওঠা
দেখতে পাইনি,
বিশুষ্ক পাতাদের উড়ে যাওয়া দেখছি;

পাহাড়ের বুকে আলতো করে কান পেতেছি,
বয়ে যাওয়া ঝর্না-ধ্বনি শুনবো বলে
পাহাড় রাজি হয়নি;

দিগন্তের কাছে জানতে চেয়েছি
নীলাচল কে কেমন লাগে!
লজ্জা পেয়ে মুখ লুকিয়ে পালিয়েছে,
বলে যায়নি, আভাসে ইংগিতে-ও!!

দারুণ আকর্ষণে
শঙ্খচূড় সাপদের সং দেখেছি কাছে থেকে;

দেখিনি সুলায়মানের স্বচ্ছ স্ফটিক প্রাসাদ,
দেখিনি সাবার রানী বিলকিসকে (২৭/৪৪);
দেখিনি হাটুঁ পর্যন্ত টেনে তোলা কাপড়ের
ফাঁক গিলে তার সুডৌল পা; (আল্লাহ মাফ করুন)

ঝাঁক ঝাঁক প্রাণপণ বিষণ্ণতায়-ও
কাঞ্চন-মেঘ বৃষ্টি হয়ে ছুঁয়ে যায়-নি;
কবিতা-প্রহরের শাখা পল্লবে শুধুই
অন্ধকারের হাতছানি।

১জন ১জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ