অনেক স্ত্রী বিরক্তিকর হয়। বিরক্তিকর স্ত্রীর সাথে দশ মিনিট ও কথা বলা যায় না। কিন্তু আশেপাশে মাছির মতো ভন ভন করা মেয়েগুলোর সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলা যায়। গুলতেকিন এর ক্ষেত্রে হয়তো তেমন ই হয়েছিল। আবার নাও হতে পারে।
আমরা আমাদের জীবন থেকে দেখি। আমাদের অনিচ্ছা সত্ত্বেও অনেক প্রিয় মানুষের থেকে দূরে চলে যেতে হয়, অনেক সময় বাধ্য হয়ে নিজেদেরও বদলে যেতে হয়। আর এর কারণ গুলো, এই দুঃখ গুলো আমরা ছাড়া কেউ জানেনা। হুমায়ুন আহমেদ শাওনকে বিয়ে করেছেন বলে সবার চক্ষুশূল হয়েছিলেন। আসলে আমরা কেউ সত্যি টা জানিনা যে শাওন এর জন্য দুজনের মধ্যে দূরত্ব তৈরী হয়েছিল ? নাকি তাদের দুর্বল ভালবাসা আর দূরত্ব ভরা সম্পর্কের মধ্যে শাওনের আবির্ভাব হয়েছিল।
আমার মনে হয় একটা মজবুত ভালোবাসা ভরা সম্পর্কের মধ্যে চাইলেই তৃতীয় কেউ সহজেই ফাটল ধরাতে পারে না।
গুলতেকিন দ্বিতীয় বিবাহ করেছেন হুমায়ুন আহমেদ এর মৃত্যুর দীর্ঘ দিন পর। বয়স যেটাই হউক, ভাল থাকার খোঁজ করাটা তার মৌলিক অধিকার।
হুমায়ুন আহমেদ তার লেখায় স্ত্রী সন্তানদের কথা বার বার ই প্রকাশ করেছেন। তাঁর লেখায় মৃত সন্তানের প্রতি ভালবাসা ও দেখেছি আমরা।
এই কথার যাদুকর সাবেক স্ত্রীর প্রতি যথেষ্ট সম্মানই দেখিয়েছেন। সচরাচর দ্বিতীয় বিবাহ করেছেন অথচ প্রথম স্ত্রীর বদনাম করে নি এমন ঘটনা দুর্লভ। অন্যদিকে গুলতেকিন কোন অভিযোগ করেন নি। ৩০ বছরের সংসার জীবন থেকে বের হয়ে এসেও তাদের একে অন্যের প্রতি সম্মানবোধ দেখেই বুঝা যায় তারা কতটা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন।
২১টি মন্তব্য
জিসান শা ইকরাম
আপনাকে সোনেলার উঠোনে স্বাগতম,
এই সোনেলা পরিবারের একজন হয়ে গেলেন আপনি আজ হতে।
হুমায়ুন আহমেদ এবং গুলতেকিন দুজন দুজনের প্রতি সে সন্মান প্রদর্শন করেছেন তা আসলেই বিরল,
আমরা বাইরে থেকে একদল হুমায়ুন আহমের এর পক্ষে আর একদল বিপক্ষে কথা বলেছি।
আপনার চিন্তা পরিস্কার, ভালোবাসা উভয়ের মধ্যে তীব্র হলে তৃতীয় আর একজন আসতে পারত না।
নিয়মিত লেখুন,
অন্যের লেখা পড়ুন এবং মন্তব্য করে তাঁকে উৎসাহিত করুন।
শুভ কামনা।
নূর নাহার রাহিমা
সবার নতুন এবং পুরনো লেখা গুলো পড়ব সময় করে।ধন্যবাদ
সুরাইয়া পারভিন
আপনাকে স্বাগতম সোনেলার উঠোনে।
চমৎকার লিখেছেন আপু।
আমি মনে করি পৃথিবীতে ভালো থাকার অধিকার সবারই আছে।
একদম সঠিক বলেছেন দুজনের সম্পর্কের ভীত মজবুত হলে তৃতীয় জনের আবির্ভাব অসম্ভব।
নূর নাহার রাহিমা
ধন্যবাদ আপু
শিরিন হক
সম্পর্কের ভীত মজবুত হলেও তৃতীয় ব্যাক্তি আসতে পারে কিছু অপুর্নতা,মানুষিক দৃষ্টিভঙ্গি পারিপার্শ্বিক অবস্থার কারনে।
মানুষের মন এক অদ্ভুত রহস্যময় জগৎ।
সোনেলায় স্বাগত। চমৎকার প্রকাশ করেছেন আপনার অনুভুতি।
নূর নাহার রাহিমা
ধন্যবাদ
ছাইরাছ হেলাল
স্বাগত আপনি এখানে।
পারস্পরিক শ্রদ্ধাবোধ থেকেই এমন কিছু আসা করা যায়।
সুন্দর বিশ্লেষণ।
নূর নাহার রাহিমা
ধন্যবাদ
শফিকুল ইসলাম
মতের অমিল থাকতেই পারে কিন্তু পারস্পরিক শ্রদ্ধাবোধের ঘাটতি আদৌ কাম্য নয়।
সকল সম্পর্ক বেঁচে থাকুক আস্থা ও যত্নে।
নূর নাহার রাহিমা
ধন্যবাদ
সঞ্জয় মালাকার
স্বাগত আপনাকে সোনেলার উঠোনে।
সম্পর্কের ভীত মজবুত হলেও তৃতীয় ব্যাক্তি আসতে পারে কিছু অপুর্নতা,মানুষিক দৃষ্টিভঙ্গি পারিপার্শ্বিক অবস্থার কারনে।
পারস্পরিক শ্রদ্ধাবোধ থেকেই এমন কিছু আসা করা যায়।
সুন্দর বিশ্লেষণ। শুভ কামনা 🌹🌹
নৃ মাসুদ রানা
গুলতেকিন কোন অভিযোগ করেন নি।
কামাল উদ্দিন
হুমায়ুন আহমেদের লেখা আমি ভালোভাসি, কিন্তু তার ২য় বিয়েটা মেনে নিতে কষ্ট হয়েছিল। তার বই পড়েই জেনেছিলাম গুলতেকিনের সাথে পরিচয়টা কতো যে মধুর ছিল……..সোনেলায় স্বগতম আপনাকে।
নূর নাহার রাহিমা
আসলে যার যার স্থান থেকে এমন টাই মনে হয়। হুমায়ুন স্যার সংসার রক্ষা করতে পারেন নাই এবং অনেক দিন একা ছিলেন সব মিলিয়েই দ্বিতীয় বিবাহ। তবে পাঠকদের জন্য সত্যি কষ্টকর ছিল।ধন্যবাদ
কামাল উদ্দিন
হুম, ধন্যবাদ আপু
এস.জেড বাবু
তাদের দুর্বল ভালবাসা আর দূরত্ব ভরা সম্পর্কের মধ্যে শাওনের আবির্ভাব হয়েছিল।
এটাকেই সত্যি মনে হয়।
তবে ভাললাগে যে দুরত্বের পরও তিনি প্রাক্তন নিয়ে কোন বিরূপ মন্তব্য কখনো কোথাও করেন নি।
শ্রদ্ধা রইলো।
সোনেলায় স্বাগতম
নূর নাহার রাহিমা
ধন্যবাদ
মোঃ মজিবর রহমান
একজন স্বার্ধক লেখক তেমনি একজন স্বার্ধক ব্যাক্তি। তিনি কোন কানাঘুসয় কান দেন্নি। ভালবাসা অটুট থাকলে মাঝএ কেউ প্রবেশ কঠিন তমে মন সব সময় এক নাও হতে পারে। তবে তারা দুইজন ভাল মানুস কেউ কাউকে দোষারোপ করেনি।
সোনেলায় আপনার লেখা পড়ে ভাল লাগ্ল।
সোনেলায় আরো লেখা পাওয়ার আশা রাখালাম।
হুভেচ্ছা সোণেলায়
নূর নাহার রাহিমা
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
মোঃ মজিবর রহমান
আপনাকেও শুভেচ্ছা অবিরত।
মনির হোসেন মমি
আমার মতে তাঁরা দু’জনেই খুব ভাল মানুষ যত ভেজাল তা আমাদের মাঝে। হুমায়ুন জীবিত থাকাবস্থায় তাঁরা তাদের সম্পর্কে বিরূপ কোন কথাই বলেনি এ টা আপনার সাথে সহমত বিরল দৃষ্টান্ত যা বলার এই পাবলিকেই বলেছেন।
খুব ভাল এবং সমপযোগী লেখা নিয়ে সোনেলা পরিবারে আপনার অভিষেক। অভিনন্দন এবং শুভ কামনা।