হিমাঙ্কে শূন্যতার প্রাপ্তি

ছাইরাছ হেলাল ৫ জানুয়ারি ২০১৯, শনিবার, ১২:৩৬:৩৪অপরাহ্ন গল্প ১৮ মন্তব্য

পুণ্যের পূর্ণতা নিয়ে ভাবতে বসিনি, এমন নয় জমিয়ে ফেলেছি রাশি রাশি,
জমাতে চেয়েছি, এমন-ও নয়।
এক হাতে গুপ্তি অন্য হাতে প্রতারণ-চুমু ছুঁড়ে শতশত উগড়ে দেয়া বিষ নিশ্বাসের
জালে আঁটকে পড়ে খাবি খাচ্ছি প্রতিনিয়ত, খেয়েছি-ও;
সময়ের চোরা শিকারির জাল ছিন্ন ভিন্ন হয়নি, ঘুম ভাঙ্গা ভোরে ঈশ্বরের সমকালীন শয্যায়।

মাঝে মাঝে কোথা থেকে শিস তোলা ছোট্ট পাখি কাছে সে বসে কী সব সুর তোলে;
কী যেন বলে-টলে, নিরস-নির্বিকার চোখে অপেক্ষার প্রহর গুনি। ক্রীতদাসের হাসি খেলিয়ে।

টানাপোড়নের এই আরাম-সন্ধিক্ষণে সুখগুলো পুণ্য সেজে স্তূপাকারে হাতছানি দেয় দূরে বসে,
ক্ষরিত হৃদ-রক্তে ঈশ্বরের পূজোর আয়োজন লৌকিক পটুত্বে,স্বর্গ প্রাপ্তির নিশ্চয়তা হিমাঙ্কের তলানিতে
অধরাই থেকে যায়।।

১জন ১জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ