হিংসে আমার ঝিরিঝিরি বৃষ্টিফোঁটা
তাঁর উৎপত্তি, ব্যাখ্যা, শেষ পরিনতিতে
হিংসে তখন- তোমার সান্ধ্য ভাষার বাক্য নীতিমালায়।
সদ্য বসতে শিখা কোনো শিশুর ঘরোয়া স্নান
দৃষ্টি নন্দন আওয়াজ তুলা খলখল হাসিতে
হিংসে তখন- তোমার খুঁজে পর পুরুষের কীর্তন খেলায় ।
অবিরাম দাঁতের সুগন্ধ
অদৃশ্য স্নেহের উক্তিতে
হিংসে তখন- শুনি তোমার স্টেথোস্কোপের গভীর তুলায়।
…
ইচ্ছায় পোষো নাকি দ্বিধায় বলো
ভাবুকরা এমন হয়- আসক্তি তোমার একের ভিতর দশটায়।
এমন সব ভুল ধারণার বাঁধ ভেঙে
হিংসে না আর বলতে ইচ্ছে করে
আমার তুমি তোমার আমি- বসবাস বিপদসীমার এক এলাকায়।
নেত্রকোণা, ময়মনসিংহ।
১২টি মন্তব্য
রাফি আরাফাত
হিংসে সত্যি অন্যরকম একটা জিনিস। যা ক্ষনিকের মধ্যেই অনেক ভাবনাকে ভুল করে দিয়ে উল্টো পথে হাটা শুরু করে। ভালো লিখেছেন৷ শেষটা বেশ ভালো ছিলো। ধন্যবাদ ভালো থাকবেন
নাজমুল হুদা
আন্তরিক ধন্যবাদ আপনাকেও
জিসান শা ইকরাম
হিংসে থেকে পরিত্রান পাওয়া কঠিন,
কবিতা ভাল হয়েছে,
শুভ কামনা।
নাজমুল হুদা
ধন্যবাদ প্রিয় ভাইজান
ছাইরাছ হেলাল
এক চিমটি হিংসে কিন্তু আমাদের লাগেই,
মুখে বলি বা না বলি, হোক না তা বিপদসীমায়।
নাজমুল হুদা
হিংসে থেকেও কিছু হোক
আন্তরিক ধন্যবাদ আপনাকে
সাবিনা ইয়াসমিন
বিপদ সীমায় চলে গেলে বিপদ! হিংসা সব অবস্থাতেই পরিত্যাজ্য। হিংসা কেবলই হিংস্রতা ডেকে আনে। কুফল ভোগ করতে আশেপাশের প্রানীদেরও।
শুভ কামনা অনেক 🌹🌹
নাজমুল হুদা
ধন্যবাদ আপু 😍
তৌহিদ
হিংসে আদতেই খুব খারাপ জিনিস। হিংসে ভুলিয়ে দেয় মনুষ্যত্ব। ভিন্নধর্মী লেখার জন্য ধন্যবাদ আপনার প্রাপ্য।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া 😍
শিরিন হক
আলাদা একটা বিষয় তুলে ধরলেন। কিছু হিংসে মানুষকে মহৎ করে কিছু হিংসে করে ছোটো।হিংসে হোক ভালোর জন্যই এমন হিংসে করলে মন্দ কী।
নাজমুল হুদা
অসংখ্য ধন্যবাদ আপু 😍