চিত্রবিচিত্র……..কাঁদে বিশ্ব মানবাতা…
রক্তাক্ত শরীরে…শুধু’ই শূন্যতা,
এবিশ্ব এজাতি মারিয়া, মরিয়া চায় রাজত্ব রাজধানী
হিংসায় হয়েছে কান্ত, নিজ পরিবা করেছে খুন, নিজ সার্থে হয়েছে মগ্ন,
বিবেকে নেই মানবিক চিন্তা চেতনা,নিরহ মানুষ মারছে পশুর মতো?
যুদ্ধ,,
মাগো হিংসা যুদ্ধে মরেছি আমরা
দেশ রক্ষার নামে,
মাগো দেশ রক্ষা কি হয়ে গুলি বোমাবাজি করে!
মাগো আমরা তো এখনো নিষ্পাপ,দুধের শিশু,
মাগো ওরা তো করেছে আমাদের শিখার
আমরা যে বলতে পারিনা কিছু,
গুলির আগাতে বুকটা করেছে রক্তাক্ত,,
মাগো বোনটি ও পরে আছে মৃত।
মাগো আমি বেঁচে আছি বহু কষ্টে
বোনের লাশ’টি পাইনি তো খুঁজে,
মাগো শুনেছি বোমা ফেঁটেছে ঘরে
ছোট ভাইটা রয়েছে ওখানে পরে?
কেউ নেই মা ভাইয়ের পাশে…
তুমি রেখো মা তারে যত্নে!
মাগো সময় নেই হাতে বেশি….
নিশ্বাস টা বন্ধ হয়েছে আসছে..
গুলাবারুদের গন্ধ?
মাগো মিডিয়া দেখেনি আমাদের,
জাতিসংঘে হয়নি কোন সমাবেশ,
মগো কবরে শ্মশান হয় শেষ।
মাগো বাবাকে নিয়ে গেছে ধরে,
তুমি চলে গেছ পরোপারে,
ভাই বোন নিয়েছে মুক্ত?
আমি যে মা একান্ত…
আমার জীবনটা হয়েছে শ্মশানের পরিণত।
১৮টি মন্তব্য
ফয়জুল মহী
দুনিয়া দেখলো। কোন কিছুই বললো না।
সঞ্জয় মালাকার
কেই বা বলবে বলুন, আমারা তো সবাই স্বার্থসিঁদ্ধিতে মগ্ন।
ধন্যবাদ আপনাকে প্রথম মন্তব্য করার জন্য।
ভালো থাকুন সব সময় শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
হিংসা বিদ্বেষ সবখানে ছড়িয়ে পড়েছে। এ আগুন বেড়েই চলেছে। ধন্যবাদ দাদা। ভালো থাকুন
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধেয় দিদি, কেমন আছেন আপনি, আপনাক৷ বিকাল বেলার শুভেচ্ছা।
ঠিকই বলেছেন দিদি এখন হিংসা বিদ্বেষ সবখানে ছড়িয়ে পড়েছে।
আপনার জন্য শুভ কামনা দিদি।
শুভেচ্ছা জানাবেন ধন্যবাদ //
সুপর্ণা ফাল্গুনী
আছি মোটামুটি। আপনি ভালো? আপনার জন্য ও শুভকামনা রইলো
সঞ্জয় মালাকার
দিদি আমিও মোটামুটি ভালা আছি আপনাদে আশীর্বাদে।
আপনিও ভালো থাকবেন দিদি শুভ কামনা।
আলমগীর সরকার লিটন
সুন্দর লেখেছেন
অনেক অভিনন্দন ও শুভেচ্ছা নিবেন কবি দা
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ প্রিয় কবিবর, কৃতজ্ঞতা ও মন্তব্যে মুগ্ধতা।
ভালো থাকবেন সবসময় শুভ কামনা।
হালিম নজরুল
প্রতিবাদকে স্বাগত।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা, কৃতজ্ঞতা
ভালো থাকুন সবসময় নিরন্তর কামনা।
ছাইরাছ হেলাল
শুধু শূন্যতাই ক্রমাগত আমাদের অধিকারে নিয়ে যাচ্ছে।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধে দাদা, কৃতজ্ঞতা
একদম সত্যি বলছেন দাদা শুধু শূন্যতাই ক্রমাগত আমাদের অধিকারে নিয়ে যাচ্ছে।
ভালো থাকুন সবসময় শুভ কামনা 🌹🌹
আরজু মুক্তা
এখন কেউ কাউকে চেনেনা। শুধু ধ্বংস চায়
সঞ্জয় মালাকার
ঠিকই বলেছেন দিদি, ধ্বংসই এখন মানুষের মূল উদ্দেশ্য।
ধন্যবাদ দিদি ভালো থাকুন সবসময় শুভ কামনা।
নিতাই বাবু
বর্তমানে ভারতের বিজেপি সরকার যেভাবে হিংসাত্মক যুদ্ধ চালাচ্ছে, তাতে সারাবিশ্ব নীরব ভূমিকা পালন করলেও; ভারতের এহেন লঙ্কাকাণ্ডে আজ আমরা শঙ্কিত আতঙ্কিত।
সঞ্জয় মালাকার
দাদা ভারত হোক বা বাংলা দেশ,
কোন দেশে এমন সহিংসতা গ্রহন যোগ্য নয়
মানুষ পুড়ানো, রাজপথ রক্তে রাঙানো, জাতি হিংসা
কোন দেশের জন্যই কাম্য নয় ।
ভারতের মুদি সরকারের কর্মকাণ্ডে ধিক্কার জানাই
।
দাদা আপনাকে অসংখ্যধন্যবাদ, ভালো থাকুন সব সময় শুভ কামনা,
শুভেচ্ছা জানাবেন দাদা।
সুপায়ন বড়ুয়া
মোদি মিয়া খেলছে খেলা আগুন নিয়া
সেই আগুনে জ্বলবে ভারত
মোদি যাবে পালাইয়া।
শুভ কামনা দাদা
সঞ্জয় মালাকার
দাদা মুদির জ্বালায় জ্বলে নিতো ভারত
মরছে মানব জাতি হিংসায় মুদির কারন,
জাত বিবাদে উৎসাহিত করেছে মুদি সরকার
গুপ্ত লুপ্ত আগুন দিয়ে চালায় দেশের শাসন।
ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা, আপনার জন্যও অজস্র শুভ কামনা।