নর্দমা আর ডাস্টবিনের কাছে খাদ্য ভিক্ষা করেছি প্রভু-
দেখি সেখানেও চলছে অভাবের ঘনঘটা,
তুমিও বুঝি ক্ষুধায় রেখে করে যাচ্ছ তবুও-
চৌতলার ঐ অসৎ বান্দাদের সেবা?
মানবিক বিবেকের কাছে হার মেনেছি, সেইতো কবে হায় !
তুমিও প্রভু হার মেনেছো সম্পদের বিড়ম্বনায়?
হায় মানুষ ! হায় ঈশ্বর !
মানব জনম বৃথা হয়ে যায়, হয়ে যায় নশ্বর !
তোমার জন্য তৈরী হয় দেখো মসজিদ-মন্দির শত;
তোমার নামেই বিলি হয় দেখি সিরনী-প্রসাদ কতো।
নিঃস্ব আমি সেজদা দিয়েছি, প্রশ্ন করিনি কোন,
ওই ভালোবাসায় বৈধ্যতার ঘ্রাণ খুঁজেও দেখিনি কখনো।
বুকে পাড়া দিয়ে বড় হলো যারা, তাদেরই দিয়েছো সব-
আমার জন্য ভালবাসা দিয়ে গড়ে দিলে তুমি, যন্ত্রণার প্রাসাদ!
হায় মানুষ ! হায় ঈশ্বর !
মানব জনম বৃথা হয়ে যায়, হয়ে যায় নশ্বর !
যাদের ঘামে রক্ত ঝরে, মুখে আল্লাহ হরির নাম,
তাদের ব্যাথায় কাঁদোনা তুমি, কাঁদেনা তোমার প্রাণ !
মরীচিকা শুধু, বালুচর ধুঁ ধুঁ, আশার ভেলায় অভিশাপ;
তবুও আমি স্বপ্ন দেখি, খুঁজে ফিরি জীবনের উত্তাপ।
ভেবে নিই সবই পরীক্ষা তোমার,তোমারই আশির্বাদ-
নত করি শির,আমি অতি ধীর,গড়ি ভালোবাসার প্রাসাদ।
হায় মানুষ ! হায় ঈশ্বর !
মানব জনম বৃথা নাহি হয়, লীলা অবিনশ্বর !
~নীলকন্ঠ জয়।
অক্টোবর ৯,২০১৩
১৬টি মন্তব্য
প্রিন্স মাহমুদ
সুন্দর ।
নীলকন্ঠ জয়
ধন্যবাদ প্রিন্স আপনাকে।
আদিব আদ্নান
নশ্বর ও অবিনশ্বরের ভালোবাসার গোলক ধাঁধাঁয় আমরাও প্রায়শই টাসকিত ।
এহেন জটিলতায় আবর্তিত হর-হামেশাই ।
ভাল হয়েছে ।
নীলকন্ঠ জয়
ধন্যবাদ আদিব। শুভেচ্ছা।
খসড়া
মানুষেরই প্রয়জনে মানুষের সৃষ্টি ঈশ্বর।
নীলকন্ঠ জয়
অতি কঠিন শব্দগুলো বলে ফেললেন?
স্বপ্ন নীলা
কঠিন কবিতা,,,,,,,,,,,,জলন্ত বাস্তব,,,,,,,,,,,,,,,,,,,,,,,সুন্দর হয়েছে
নীলকন্ঠ জয়
ধন্যবাদ নীলা দি।
শুভেচ্ছা।
শুন্য শুন্যালয়
পরীক্ষা …এটা মেনে নেয়া ছাড়া নিজেকে বোঝানোর আর উপায় নেই…
নীলকন্ঠ জয়
শুন্য অনেক ধন্যবাদ আপনাকে।
শুভ কামনা।
ছাইরাছ হেলাল
কঠিন বিষয় বেছে নিয়েছেন , সাহস আছে বলতেই হচ্ছে ।
আমিও হতে চাই অবিনশ্বর ।
নীলকন্ঠ জয়
ধন্যবাদ। শুভকামনা রইলো।
রকিব লিখন
মানব জনম বৃথা নাহি হয়, লীলা অবিনশ্বর !
— এই লীলায় বিধি অবিনশ্বর
কম্বিত হোক ভূমির অধিশ্বর।।
ভাল লেগেছে কবিতা।। ফরিয়াদি হাতে প্র্রতিবাদের তরুমগ্ন ছায়ায় বেজেছে ডন্কা।। (3
নীলকন্ঠ জয়
রকব ভাইয়ের ভালো লেগেছে জেনে উৎসাহ পেলাম ।
শুভেচ্ছা অনন্ত। -{@
বনলতা সেন
এই মনে হয় প্রথমবার ভিন্ন রকম লিখলেন ।
বেশ ম্যাচিউরড হচ্ছে চিন্তা গুলো ।
নীলকন্ঠ জয়
বড় হচ্ছি না? :p
আর কতো নাবালক থাকবো? ;(
ধন্যবাদ বনলতা দি।