মোটামুটি নিশ্চিত যে ঝুলে যাচ্ছে জেলে আটকানো রাজাকার কয়টা ।
এদের সবার সব দাঁত তো নেই।
কিছু পড়ে গিয়েছে বয়সের ভারে।
কিছু পড়ে গিয়ে থাকতে পারে ডিম থেরাপির সময়।
পান খেতে গিয়ে শক্ত সুপারিতে অসতর্ক কামড়েও দু-একটা পড়ে যেতে পারে।
মরার পরে এদের মৃতদেহ কি এই বাংলায় দাফন হবে ?
কোথায় কার দাফন হবে সে ভাবনা বাদ। আল্লাহ্ নির্ধারিত করে দিয়েছেন , কার কবর হবে কোথায় ।
আসুন আমরা এই হায়েনাদের দাঁত নিয়ে আলোচনা করি।
মরার পরে এই রাজাকারদের দাঁত খুলে নেয়ার দাবী জানাচ্ছি। সবার দাঁত একসাথে করলে , অবশ্যই এরকম একটি জুতা বানানো সম্ভব। জুতা বানিয়ে রাখা যেতে পারে জাদুঘরে । আমরা এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম দেখবো – এই সেই হায়েনাদের দাঁত , যে দাঁতগুলতে ১৯৭১ এ আমাদের দেশের মুক্তি পাগল মানুষের রক্ত লেগেছিল , যার অবস্থান এখন জুতার নীচে।
১৫টি মন্তব্য
শিশির কনা
ভালো পরিকল্পনা ।
জিসান শা ইকরাম
হ্যা , আশায় আছি , পরবর্তী রায়ের।
প্রজন্ম ৭১
দারুন আইডিয়া 🙂
জিসান শা ইকরাম
ধন্যবাদ একমত হওয়ায় ।
ছাইরাছ হেলাল
আহারে , দাঁতগুলো আর নেই ‘সেই’ সব দিনের মত ।
জিসান শা ইকরাম
হা হা হা হা , পুরাই ত্রাসের মধ্যে আছে 🙂
লীলাবতী
আইডিয়াতে প্লাস ।
জিসান শা ইকরাম
ধন্যবাদ লীলাবতী ।
শাদমান সাকিব
দাঁতাল শুয়োরের দিন শেষ হয়ে আসছে ।
জিসান শা ইকরাম
হ্যা , দিন শেষ হয়ে আসছে এদের।
ochena
plus vaia ++++++
জিসান শা ইকরাম
ধন্যবাদ আপনাকে ।
শুভকামনা ।
অচেনা
ভাইয়া মোবাইল দিয়ে দুপুরে ট্রাই মারছিলাম। 🙂
যাযাবর
রায়ের অপেক্ষা করছি । কবে আসবে সেই দিন।
জিসান শা ইকরাম
আমিও অপেক্ষায় আছি সেই শুভ সংবাদের ।