11836920_1469979549993472_2179826037781173809_n

আমার এক ফেইসবুক বন্ধুর লেখা এটি।অবিকল কপি করে দিলাম।

ট্রলটা দেখে হাসবেন না প্লিজ…..ঘটনা হাসির হলেও কাহিনী যে সত্য সেটা আজ নিজের চোখে দেখলাম।

ফেবুতো বড় আপুর বেবি হয়েছে তিন দিন আগে….. দুদিন ধরেই ঘ্যানঘ্যান করছে তুই একটু দেখতে আসলি না আমাকে, তোর ভাগ্নী কে।

ঘন্টাখানিক আগে Apollo হসপিটালে দুইজন কে দেখতে এসেছি। এই তিনদিনে দশবার ফোনে আমাকে বলা হয়ে গেছে- তার কন্যা নাকি আমার মত হয়েছে।

কেবিনে ঢুকে দেখি, গোলাপী রং এর মোটুসোটু বেবুটা ঠোঁট ফুলিয়ে কাঁদছে…..এইটা দেখতে নাকি আমার মত…..আইলা  ^:^
আমি যে এত্ত সুন্দর তা তো ঝান্তামই নাহ   :p

বকবক করতে থাকা আপুকে বললাম- বাবু কে খাওয়াচ্ছো না কেন ? ও তো কাঁদছে……
করুন মুখে আপু বললো- এখন তো খাওয়ানো যাবে না….ডাক্তার আসবে রাউন্ড ভিজিটে, ফিডার খাওয়াতে দেখলে ভীষন রেগে যাবে।

আমি তো অবাক- কেন ফিডার খাওয়াবে কেন ? বেবি কে ব্রেষ্টফিডিং করাও না কেন ? তোমার কি কোন প্রবলেম আছে ?

অদুরে পেপার পড়ারত তার হাজবেন্ড কে দেখিয়ে বললো- আমার কোন সমস্যা নেই..সমস্যা কি ওকে জিজ্ঞেস কর…ও খাওয়াতে নিষেধ করেছে।

আমি চোখ বড় বড় করে তাকাতেই ভদ্রলোক সুড়ুৎ করে বাইরে চলে গেল।

আমি কি বলবো…….শিক্ষিত আহাম্মক গুলোকে কি ই বা বলতে পারি ?
ডাক্তার এসে বেবি কে ব্রেষ্টফিডিং করালে, মা আর বেবিদের কি কি উপকার হয় গড়গড় করে বলে গেল……ডাক্তার চলে যেতেই বাচ্চাটার মুখে ফিডার তুলে দিল আল্ট্রামডার্ন প্যারেন্ট।

আল্লাহর এত বড় নিয়ামত থেকে বঞ্চিত বেবিটার জন্য মায়া লাগছিল।
আল্লাহ এদের সুবুদ্ধি দিক।

শিশুর জন্য মায়ের বুকের দুধের বিকল্প নেই।
নবজাতক শিশুর প্রাথমিক অবস্থায় মায়ের বুকের দুধ-ই শ্রেষ্ঠ খাদ্য।

৭৭৮জন ৭৬৯জন
0 Shares

৩৯টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ