আমার এক ফেইসবুক বন্ধুর লেখা এটি।অবিকল কপি করে দিলাম।
ট্রলটা দেখে হাসবেন না প্লিজ…..ঘটনা হাসির হলেও কাহিনী যে সত্য সেটা আজ নিজের চোখে দেখলাম।
ফেবুতো বড় আপুর বেবি হয়েছে তিন দিন আগে….. দুদিন ধরেই ঘ্যানঘ্যান করছে তুই একটু দেখতে আসলি না আমাকে, তোর ভাগ্নী কে।
ঘন্টাখানিক আগে Apollo হসপিটালে দুইজন কে দেখতে এসেছি। এই তিনদিনে দশবার ফোনে আমাকে বলা হয়ে গেছে- তার কন্যা নাকি আমার মত হয়েছে।
কেবিনে ঢুকে দেখি, গোলাপী রং এর মোটুসোটু বেবুটা ঠোঁট ফুলিয়ে কাঁদছে…..এইটা দেখতে নাকি আমার মত…..আইলা ^:^
আমি যে এত্ত সুন্দর তা তো ঝান্তামই নাহ :p
বকবক করতে থাকা আপুকে বললাম- বাবু কে খাওয়াচ্ছো না কেন ? ও তো কাঁদছে……
করুন মুখে আপু বললো- এখন তো খাওয়ানো যাবে না….ডাক্তার আসবে রাউন্ড ভিজিটে, ফিডার খাওয়াতে দেখলে ভীষন রেগে যাবে।
আমি তো অবাক- কেন ফিডার খাওয়াবে কেন ? বেবি কে ব্রেষ্টফিডিং করাও না কেন ? তোমার কি কোন প্রবলেম আছে ?
অদুরে পেপার পড়ারত তার হাজবেন্ড কে দেখিয়ে বললো- আমার কোন সমস্যা নেই..সমস্যা কি ওকে জিজ্ঞেস কর…ও খাওয়াতে নিষেধ করেছে।
আমি চোখ বড় বড় করে তাকাতেই ভদ্রলোক সুড়ুৎ করে বাইরে চলে গেল।
আমি কি বলবো…….শিক্ষিত আহাম্মক গুলোকে কি ই বা বলতে পারি ?
ডাক্তার এসে বেবি কে ব্রেষ্টফিডিং করালে, মা আর বেবিদের কি কি উপকার হয় গড়গড় করে বলে গেল……ডাক্তার চলে যেতেই বাচ্চাটার মুখে ফিডার তুলে দিল আল্ট্রামডার্ন প্যারেন্ট।
আল্লাহর এত বড় নিয়ামত থেকে বঞ্চিত বেবিটার জন্য মায়া লাগছিল।
আল্লাহ এদের সুবুদ্ধি দিক।
শিশুর জন্য মায়ের বুকের দুধের বিকল্প নেই।
নবজাতক শিশুর প্রাথমিক অবস্থায় মায়ের বুকের দুধ-ই শ্রেষ্ঠ খাদ্য।
৩৯টি মন্তব্য
সীমান্ত উন্মাদ
হা হা বেপক বিনোদন পেলাম।
মজাক হইছে ভীষন। শুভকামনা নিরন্তর।
ব্লগার সজীব
শিশুর জন্য মায়ের বুকের দুধের বিকল্প নেই।
নবজাতক শিশুর প্রাথমিক অবস্থায় মায়ের বুকের দুধ-ই শ্রেষ্ঠ খাদ্য।
সীমান্ত উন্মাদ
এইটা দ্রুব সত্য
ব্লগার সজীব
হুম, উম্মাদ ভাই।
ছাইরাছ হেলাল
আমি তো কোন ট্রল দেখতে পেলাম না।
কঠিন এক কুপমন্ডুক বাস্তবতা দেখলাম।
ব্লগার সজীব
ট্রল মানে ফটোর লেখা গুলো।হ্যাঁ কঠিন বাস্তব।
নীতেশ বড়ুয়া
আমি যেন ‘ইত্যাদি’ দেখলাম!
সেই পুরনো ঢংয়ের ‘ইত্যাদি’, সামাজিক অসঙ্গতি তুলে ধরতে ব্যাঙ্গের আচ্ছাদন…
হাসবো নাকি গোমড়া মুখো হয়ে থাকবো এই পোস্টের শেষে এসে বুঝতে পারছি না ;?
ব্লগার সজীব
আমার প্রচেষ্টা সফল তাহলে 🙂 অবশ্য সম্পুর্ন কৃতিত্ব আমার ফেইসবুক বন্ধুর।এটি তারই লেখা।আমি জাস্ট শেয়ার দিয়েছি।
নীতেশ বড়ুয়া
😮 আপনার কিছু নেই 😮
;? :@ ^:^
ব্লগার সজীব
পোষ্টের প্রথমেই বলেছি,আমার কিছুই নেই 😀
নীতেশ বড়ুয়া
অবশ্যই আপনার আছে ;(
ব্লগার সজীব
কিছুই নাই আমার।জিএফও নাই 🙁
অরণ্য
পড়েই আমার এক বসের কথা মনে পড়ল – আপনার দুলাভাইয়ের মতই ছিল তার চিন্তা ভাবনা। 😀
ব্রেস্ট ফিডিং বাচ্চার পাশাপাশি মাদের স্বাস্থের জন্যও কিন্তু জরুরী। কিছু লিংক পাঠাচ্ছি, চাইলে আপনার বোন এবং দুলাভাইকে শেয়ার করতে পারেন।
http://healthland.time.com/2013/06/07/more-breast-feeding-could-save-billions-and-prevent-thousands-of-breast-cancer-cases/
http://www.babycenter.com/0_how-breastfeeding-benefits-you-and-your-baby_8910.bc
https://www.healthychildren.org/English/ages-stages/baby/breastfeeding/Pages/Benefits-of-Breastfeeding-for-Mom.aspx
http://www.babycentre.co.uk/x543044/will-breastfeeding-change-how-my-breasts-look
ভদ্রলোককে একটু গুগ্লিং করতে বলতে পারেন।
মেহেরী তাজ
শিষ্য ট্রল টা দেখেই হাসি পাইছে। পুর ঘটনা পড়ে মেজাজ খারাপ হয়ে গেলো। :@
ব্লগার সজীব
ওস্তাদ, আমারো আপনার মতই প্রতিক্রিয়া হয়েছে।
খেয়ালী মেয়ে
সত্যি বেবিটার জন্য মায়া লাগছে…
এদের শুভবুদ্ধির উদয় হোক….
শিশুর জন্য মায়ের বুকের দুধের বিকল্প নেই।
নবজাতক শিশুর প্রাথমিক অবস্থায় মায়ের বুকের দুধ-ই শ্রেষ্ঠ খাদ্য। (y)
ব্লগার সজীব
যে মন্তব্য করা প্রয়োজন তা ফেইসবুকে করা যায়,এখানে করা যায়না।এমন পুরুষ গুলান বদ,সন্তানের প্রতি মমত্বের চেয়ে এরা নিজের সুখের কথা ভাবেন বেশী।
সঞ্জয় কুমার
আমার হাসি তো পেলোই না বরং শিশুটির জন্য খারাপ লাগছে ।বাবার গোড়ামীর জন্য উনার উপর রাগ হচ্ছে
ব্লগার সজীব
বাবা তার সুখের কথা ভাবছেন এখানে।আমারো প্রচন্ড রাগ হয়েছে তার উপর।
হিলিয়াম এইচ ই
ব্যাপক বিনোদিত হইলাম!!!
ব্লগার সজীব
শুধু মাত্র বিনোদন!!!!
শুন্য শুন্যালয়
মেজাজ টা কনট্রোল করলাম খুব কষ্টে। অশিক্ষিত মা বাবা রাই ভালো যারা রাস্তাঘাটে বাসে যেখানে খুশি লজ্জার মাথা খেয়ে বাচ্চাকে দুধ খাওয়াতে বসে যায়। এসব আল্ট্রামডার্ন গুলো শিক্ষিত না বলে কুশিক্ষিত বলতে চাই।
ব্লগার সজীব
আপু, আমারও চরম মেজাজ খারাপ হয়েছে।বন্ধুর ওয়ালে কিছু বলতে পারিনি। তবে এই পোষ্ট তাকে দেখাবো। এরা কুশিক্ষিত।
শুন্য শুন্যালয়
দেখিয়ে লাভ নেই। অজ্ঞান কে সজ্ঞান করা যায়, ভান ধরে পরে থাকাদের সজ্ঞান করা যায়না।
অলিভার
পোষ্টের মাঝ পর্যন্ত পড়তে পড়তে ধরেই নিয়েছিলাম দোষ সব “স্বামী” নামের লোকটির। কিন্তু শেষ পর্যন্ত সেটি ভুলই প্রমাণিত হল। সিরিয়াসলি! ডাক্তার বলে গেছে, শিক্ষিত (যেহেতু ফেসবুক চালাচ্ছে সেই হিসেবে ধরে নিয়েছি) এবং আধুনিক(হসপিটালের যে নাম বললেন তাতে এটা ছাড়া অন্য কিছু ভাবতে পারলাম না) হবার পরেও যে মা শিশুর মুখে ফিডার তুলে দিচ্ছে তাকে কোন পর্যায়ে রেখে চিন্তা করবো সেটাই ভেবে পেলাম না।
এদের জন্যে “শুভ বুদ্ধির উদয় হোক” কথাটা বলাও সময়ের অপচয়।
ব্লগার সজীব
আমি এই পোষ্ট আমার বন্ধুকে পাঠাব, যাতে তার বোন মানুষের মনোভাব বুঝতে পারে।
নীলাঞ্জনা নীলা
হায়রে বাবুটা। অনেক কষ্ট হচ্ছে বেবীটার জন্যে। এমন এক বাবার ঘরে জন্ম নিলো, আর অধিকাংশ মায়েদের
দায়িত্ত্ব কেবল সন্তান ধারণ। আর সবকিছুর সিদ্ধান্ত বাবাদেরই।
মাতৃদুগ্ধের বিকল্প কোনো খাদ্যই হতে পারেনা।
নাহ আমার খুউব খারাপ লাগছে।
ব্লগার সজীব
আমার ধারনা,বাবার জেদের কারনেই এমনটা হলো,কোন মা তার সন্তানকে বুকের দুধ দিবেননা এটা হতে পারে না।
অরণ্য
ব্রেস্ট ফিডিং বাচ্চার পাশাপাশি মাদের স্বাস্থের জন্যও কিন্তু জরুরী।
http://www.babycenter.com/0_how-breastfeeding-benefits-you-and-your-baby_8910.bc?page=3#articlesection7
অরণ্য
আরেকটি লিঙ্ক শেয়ার করছি যারা সাইজ-শেপ নিয়ে ভেবেই অস্থির।
http://www.babycentre.co.uk/x543044/will-breastfeeding-change-how-my-breasts-look
ব্লগার সজীব
ধন্যবাদ অরণ্য ভাইয়া।আপনার দেয়া লিংক দুটো পোষ্টের মধ্যে দিয়ে দিচ্ছি।
তামিম রুহুল
হ্যা আসলেই হাসতে মানা।
ব্লগার সজীব
শিশুর জন্য মায়ের দুধের বিকল্প নেই।
লীলাবতী
যে ফটো দিয়েছো,তার লেখা পড়ে না হেসে পারা যায়? আপনার বন্ধুকে অবশ্যই এই পোষ্টের লিংক পাঠাবেন।এ কেমন বাবা মা?নিজের বেবীর চেয়ে ফিগার বড় হলো?
ব্লগার সজীব
বন্ধুকে পাঠাবো।ধন্যবাদ আপনাকে।
কৃন্তনিকা
এটা আমাদের দেশের খুব কমন ফিচার… এসব ব্যাপার একইসাথে খুব দুঃখজনক ও হাস্যকর… ^:^
তবে লেখাটি খুবই জনসচেতনতামূলক এবং অ্যাজ ইউজুয়াল সজীব ভাইয়ার হাস্যরসে ভরা…
ব্লগার সজীব
ঠিক বলেছেন আপু,এই ব্যাপার অত্যন্ত দুঃখজনক এবং হতাশজনক।অনেক দিন পরে আপনাকে দেখে ভালো লাগছে খুব।
অরুনি মায়া
মানুষ কিন্তু এই ব্যাপার টি তে আগের চেয়ে সচেতন হয়েছে। অনেকাংশই সেই পুরনো ধারনা থেকে বেরিয়ে আসছে,,,,,
ব্লগার সজীব
তারপরেও এই আধুনিক যুগে কিছু আদিম মানুষ বেঁচে আছে আপু।