আজ হারিয়ে জেতে নেই মানা।
জানিস!
সময়টা এমন ছিলো হারিয়ে যেতেও শঙ্কিত হতাম।
ভাবতাম,
আমি হারিয়ে গেলে তোর কানের কাছে উষ্ণ নিশ্বাস ছেড়ে কে বলতো ‘ভালোবাসি”?
বিষন্নতার ক্ষনে চোখের জল ঝরাতিস কার বুকে মাথা রেখে?
খুব আবেগী স্বরে ভালোবাসিতো’ বলতি কাকে?
যখন খুব জ্বালাতে ইচ্ছে হতো নাম ধরে ডেকে উত্তপ্ত করার মানুষ পাবি কৈ??
এতো বিশাল আকাশটাকেও উপেক্ষা করতি, বলতি আমার তুমি” আকাশটাই চাই।
আথচ, কতো সহজেই বুঝিয়ে দিলি বেশী সময় লাগেনা তোর আকাশ বদলাতে।
আচ্ছা, এই অভিমানি আকাশ ছেড়ে রঙ্গিন আকাশ পেয়েছিস নিশ্চই??
তবে তোর শুভো কামনাতেই আমি নিরবে নিভৃতে হারিয়ে যাবো।
আজ হারিয়ে যেতে নেই মানা!
৬টি মন্তব্য
সুরাইয়া পারভীন
সময়ের সাথে সাথে আকাশ বদলায় বৈকি
সুন্দর লিখেছেন
কামাল উদ্দিন
পৃথবী কারো জন্য অপেক্ষা করেনা, নতুন করে আবার হারাতে সমস্যা কোথায়……..
ফয়জুল মহী
বাহ চমৎকার উপস্থাপনা, এক কথায় অসাধারণ l
মনির হোসেন মমি
সব কিছুকেই সহজ ভাবে মেনে পথ চলাই সফল জীবন। চমৎকার কবিতা।
সুপর্ণা ফাল্গুনী
অসাধারণ ! নতুন ভাবে হারিয়ে যান অন্য কারো ভালোবাসা বাসিতে । শুভ কামনা রইলো
নৃ মাসুদ রানা
এই অভিমানি আকাশ ছেড়ে রঙ্গিন আকাশ পেয়েছিস নিশ্চই??