হারিয়ে যেতে নেই মানা

মোহাম্মদ দিদার ২৮ ডিসেম্বর ২০১৯, শনিবার, ০৫:৫৭:০২অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য

 

আজ হারিয়ে জেতে নেই মানা।

জানিস!

সময়টা এমন ছিলো হারিয়ে যেতেও শঙ্কিত হতাম।

ভাবতাম,
আমি হারিয়ে গেলে তোর কানের কাছে উষ্ণ নিশ্বাস ছেড়ে কে বলতো ‘ভালোবাসি”?

বিষন্নতার ক্ষনে চোখের জল ঝরাতিস কার বুকে মাথা রেখে?
খুব আবেগী স্বরে ভালোবাসিতো’ বলতি কাকে?
যখন খুব জ্বালাতে ইচ্ছে হতো নাম ধরে ডেকে উত্তপ্ত করার মানুষ পাবি কৈ??

এতো বিশাল আকাশটাকেও উপেক্ষা করতি, বলতি আমার তুমি” আকাশটাই চাই।

আথচ, কতো সহজেই বুঝিয়ে দিলি বেশী সময় লাগেনা তোর আকাশ বদলাতে।

আচ্ছা, এই অভিমানি আকাশ ছেড়ে রঙ্গিন আকাশ পেয়েছিস নিশ্চই??
তবে তোর শুভো কামনাতেই আমি নিরবে নিভৃতে হারিয়ে যাবো।

আজ হারিয়ে যেতে নেই মানা!

৪৭৭জন ৪২৩জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ