হারিয়ে যাওয়া

কৃষ্ণমানব ৮ ডিসেম্বর ২০১৪, সোমবার, ১২:৩৯:৫৯অপরাহ্ন কবিতা ২২ মন্তব্য

: অতঃপর কেণ হারিয়ে
গেলে ??

: হারিয়ে যাওয়া মানেই
হারিয়ে যাওয়া নয় !

হারিয়ে যেতে চাইলে ও
হারানো কি আদৌ পারা
যায় ?

সময়ের পরিবর্তনে
ক্ষনিকের জন্যে
বিরতি নেওয়া ….

কখনো সমস্ত পিছুটান
থেকে মুক্তির প্রতিক্ষায়
পালিয়ে বেড়ানো ।

কখনো মায়া নামক অদৃশ্য
সুতোর জাল থেকে
হারিয়ে যাওয়া জন্যে
অন্তহীন অপেক্ষা !!!

৫৯৪জন ৫৯৪জন
0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ