: অতঃপর কেণ হারিয়ে
গেলে ??
: হারিয়ে যাওয়া মানেই
হারিয়ে যাওয়া নয় !
হারিয়ে যেতে চাইলে ও
হারানো কি আদৌ পারা
যায় ?
সময়ের পরিবর্তনে
ক্ষনিকের জন্যে
বিরতি নেওয়া ….
কখনো সমস্ত পিছুটান
থেকে মুক্তির প্রতিক্ষায়
পালিয়ে বেড়ানো ।
কখনো মায়া নামক অদৃশ্য
সুতোর জাল থেকে
হারিয়ে যাওয়া জন্যে
অন্তহীন অপেক্ষা !!!
২২টি মন্তব্য
শুন্য শুন্যালয়
হারিয়ে যাবার জন্য অন্তহীন অপেক্ষা করে লাভ নেই, অনন্তহীন হারিয়ে যাওয়া ছাড়া কোথাও মুক্তি নেই।
কৃষ্ণমানব
মুক্তির বার্তা নিয়ে কে এসেছে ?
কেউ না
কেউই না !
আপেক্ষিক মুক্তির জন্যে
কেউ বেছে নেয়
অপরিচিত নির্জনে ঘেরা অন্ধকারকে !
নওশিন মিশু
যারা হারিয়ে যেতে পারে তাদের আমি বড্ড হিংসা করি….. 🙂
কৃষ্ণমানব
কি মজা ! :p
এতুগুল্লা হিংসার কারণ কি ??
বড্ড হারাতে শখ জাগে বুঝি ??
কুন সমস্যা নাই !
সাগরের কাছে গিয়ে কিংবা ছাদে গিয়ে চোখ বুজে নিচে ঝাপ দিবেন !
কাহিনী শেষ ।
এই ট্রিকস এ কাজ না হলে আরো ট্রিকস আছে :v
নওশিন মিশু 🙂
নওশিন মিশু
সাগরের কাছে যাওয়াটা পছন্দ হয়েছে। ধন্যবাদ ….. 🙂
মামুন
ভালো লাগল…
জিসান শা ইকরাম
হারানো যায় না আসলে ।
কৃষ্ণমানব
চাইলে সব পারা যায় . .
অসাধ্য বলে কিছু নেই 🙂
জিসান আংকেল :v
স্বপ্ন নীলা
হারিয়ে যেতে চাইলে ও
হারানো কি আদৌ পারা
যায় ?’’———————অসম্ভব দামী একটি বাক্য —এটা তো আমার মনেই ছিল না
সুন্দর পোস্টে +++++++++
কৃষ্ণমানব
মনে না থাকার কারণ ? 🙂
কিছু ছোট খাটো কথা অনেক সময় শ্রেষ্টত্তের দাবিদার হয়ে উঠে ।
পরিবর্তন আনে মন মানুষিকতার !!
ভালো থাকুণ !
সবসময়
স্বপ্ন নীলা ! 🙂
লীলাবতী
আমিও হারাতে চাই। কিন্তু কোথায় হারাবো ? -{@
কৃষ্ণমানব
নীল অজানাতে হারান ……
যেখানে হারিয়ে যেতে নেই মানা…
লীলাবতী আপু 🙂
হৃদয়ের স্পন্দন
ছোট একটা প্রশ্ন
কবি ইনবক্সে আলপনায় কবে পাবো?
স্বপ্ন
হারিয়ে যেতে চাইলেই হারানো যায় না। হারানো কঠিন।
কৃষ্ণমানব
ফেসবুক একাউন্ট
ডিএকটিভ আছে 🙂 ।
সামনে পরীক্ষা !
ফিরেই সব প্রশ্নেই জবাব দেব !!!
হৃদয়ের স্পন্দন :v
হৃদয়ের স্পন্দন
অপেক্ষায় রইলাম প্রিয় ভাজন, তেল ভাজা না কিন্তু, প্রাণ ভাজা
কৃষ্ণমানব
অপেক্ষায় থাকতে থাকতে যেন তেল গরম হয়ে গায়ে না পড়ে :v
একজনের সমসাময়িক পরিবর্তন অন্যজন এসে তার জায়গা দখল করে নেয় !!
ফিরে এসে আগের হৃদয়ের স্পন্দন কে খুজে পাবো ??
জবাব বড় অজানা 🙂
হৃদয়ের স্পন্দন
কিছু ভালোবাসা অপরিবর্তনীয় এটা জানবেন
আবির
পোড়া পোড়া নিদারুন এক গন্ধ আসছে, কিছু না কিছু তো পুড়ছে মনে হয়। চাইলে সব কিছুই পারা যায় তবে অবাস্তব কিছু চাওয়াটাই বোকামী। সাধ্যের মইধ্যে চান ঠিকই পাবেন।
মরুভূমির জলদস্যু
-{@ সময়ের পরিবর্তনে
ক্ষনিকের জন্যে
বিরতি নেওয়া …. -{@
অরণ্য
সবাই এত হারানো নিয়ে লেখছে কেন? আমিই বা বেছে বেছে তাই সব পড়ছি কেন? আমরা কি হারানো থিওরি অবহেলায় ফেলে রাখতে পারি? চাপা পড়ে যাক হারানো মতবাদ। আসুন চোখ খুলে প্রকৃতির রঙ দেখি। নিজেকে দেখি নতুন করে।
খেয়ালী মেয়ে
বিশেষ কেউ হারিয়ে গেলে তাকে আবার খুঁজে নিতে হয়—খুঁজে পেয়েছেন তো?..