হারানো সত্তা

ফজলে রাব্বী সোয়েব ২১ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার, ১১:২৭:১৩পূর্বাহ্ন কবিতা ১১ মন্তব্য

আবেগগুলো কেমন জানি নিস্তেজ হয়ে যাচ্ছে!
মাঝে মাঝে মনে হয়, আমি সত্যিই মানুষতো?
যান্ত্রিকতার খোলসে দিন দিন ঢুকে পরছি,
আবেগ অনুভূতিগুলো সব কিভাবে যেন
বেরিয়ে যাচ্ছে,ঠিক যেমন পানিভর্তি গ্লাসে
পাথর রাখলে পানি উপচে বেরিয়ে যায় অনেকটা সেরকম।

জাতীয় দিনগুলো এক সময় মনে হতো
এগুলো তো আমারও দিন। অপেক্ষায় থাকতাম,
প্রতিটা একুশের জন্য, ছাব্বিশের জন্য, ষোলর জন্য।
অদ্ভুত এক ভাল লাগার অনুভূতি কাজ করতো
নিজের মাঝে, কৃতজ্ঞতাবোধ কাজ করতো তাদের জন্য
যাদের জন্য আমরা দিনগুলো পেয়েছি।
নিজের অজান্ততেই গড়িয়ে পড়া চোখের জল
যে কতবার মুছেছি! কতবার যে রোমাঞ্চিত হয়েছি!
এখন আর চোখের জল পড়ে না!
এখন আর রোমাঞ্চিত হইনা!
এখন আর কৃতজ্ঞতাবোধ কাজ করে না!

অপেক্ষায় আছি, আসবে আবারো সেই দিনগুলি,
আবারও আবেগ তাড়িত হবো, আবারো আমি আগের
মতো খুঁজে পাব আমার আসল সত্তাকে।
হয়তো বা তখনি আমাকে আমি ক্ষমা করতে পারব,
আমার প্রাণের দেশ আমাকে ক্ষমা করবে।

৮৮৭জন ৮০০জন

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ