একটা কবিতা লিখি, কাটাকুটি করি
যন্ত্রণাটা তীব্রতর হয়, মাথাচাড়া দিয়ে উঠে
কতটা যন্ত্রণার ভেতর দিয়ে গেলে
কাটাকুটি হয়, অনুভব কর ?
একটা গল্প লিখি, কাগজটি দুমড়ে মুচড়ে ফেলি
নোনা জলে ঝাপসা হয়ে আসে দু’চোখ
কতটা হতাশার মধ্য দিয়ে গেলে
নিজের সৃষ্টিকে দুমড়ানো মোচড়ানো হয়, বুঝো ?
শেষ অবধি কবিতারা হয় ছন্দহীন
গল্পেরা হয় হিজিবিজি, লাগে শব্দজট
বসন্ত সকালে অকারনে ডাকে বিরহী কোকিল
পরন্ত বিকেলের সূর্যটাও হাসে বিদ্রুপের হাসি ।
হবেই বা না কেন___
কতোটা কাল তুমি আমার খবর লও না, ভাবো ?
২২টি মন্তব্য
জিসান শা ইকরাম
সুন্দর।
হ্যা প্রিয়জন খবর না নিলে এমন হতেই পারে।
রিমি রুম্মান
হা হা হা… ভাল বলেছেন। কল্পিত প্রিয়জনেরা কবিতার মাঝে যুগে যুগে …
শুন্য শুন্যালয়
দেখা হলে আচ্ছা মতো বকে দেব আপু…
কবিতা গল্প কাটাকুটি চলবে না, শব্দের নাগাল পাওয়া বড়ই কঠিন… 🙂
রিমি রুম্মান
কারো সাথে মিলে যায় কিনা … দেখুন…
ছাইরাছ হেলাল
আপনার অনুমতি নিয়ে এ লেখাটিকে আপনার লেখা অন্যতম সেরা বলতে চাই ।
“কতটা যন্ত্রণার ভেতর দিয়ে গেলে
কাটাকুটি হয়, অনুভব কর ?”
সব থেকে ভালো লাগা কথা ।
আপনি সব সময় লিখছেন ,এটি দেখতে পেলে সত্যি আনন্দিত হই ।
রিমি রুম্মান
ভাল লাগলো সেরা লেখা নির্বাচিত করায়… লিখছি… লিখতে চেষ্টা করছি ব্যস্ততার মাঝেও… ভাল থাকুন।
পুষ্পবতী
ভালো -{@
রিমি রুম্মান
ভাল’র মাঝে ভাল থাকুন…
বনলতা সেন
আপনি দেখছি আমার ভাবনা গুলোই আমার থেকেও সুন্দর করেই লিখে দিয়েছেন। আমি লিখলে এমনটি হোত না । এমন প্রাঞ্জলতা এক কথায় অসাধারণ।কষ্টগুলো অনুভবে স্পষ্টতর ।
খবর না নেয়াকে শতবার কান ধরে ওঠবস , দেখবেন তখন যেন আবার হা হা করে তেড়ে আসবেন না যেন ।
সৃষ্টির যন্ত্রণা শুধুই জননীর । যা অব্যাক্ত থেকে যায় ।
রিমি রুম্মান
আমাদের অনেকেরই এক একটি লেখা জীবনের কথা বলে… ভাল থাকুন।
নির্বাসিত নীল
সুন্দর…
রিমি রুম্মান
অনেক সুন্দর থাকুন আপনিও … কবিতার মতন।
খসড়া
কতটা যন্ত্রনার মধ্য দিয়ে গেলে কবিতা লিখতে ভুলে যাই।
কতটা দূরে চলে গেলে
কদাচিৎ কথা কইবার প্রয়োজনে
আমার নামটাই ভুল উচ্চারণ করে ফেলে।
রিমি রুম্মান
আসলেই… যন্ত্রণা অনেক কিছুই এলোমেলো করে দেয়…
মশাই
ভালো লিখেছেন, না শুধু ভালো বললে কম হবে যেখানে অসাধারণ বললেও সাধারণ বলা হবে। উপরে একজনতো বলেই গেছেন এটি আপনার অন্যতম সেরা লিখা আমি তাই বলি। সময় করতে পারলে আমাদের একটু শিখাবেন। শুভ কামনা।
রিমি রুম্মান
অবসরে টুকটাক লিখতে চেষ্টা করি মনের তাগিদেই … সবার মন্তব্যে আরও উৎসাহিত হই… ভাল থাকবেন।
ব্লগার সজীব
এত আবেগ দিয়ে কিভাবে লেখেন আপু? কষ্ট অভিমান যেন দেখতে পাচ্ছি।
রিমি রুম্মান
লেখায় আবেগ না থাকলে তো কেউ পরবে না ভাইয়া… তাই একটু আবেগী লিখি… দেখো মিলে যায় কিনা কারো সাথে…
বনলতা সেন
আমাদের ফেলে কোথায় গেলেন ?
রিমি রুম্মান
আমি আছি আশেপাশেই… সবাইর ভালবাসা যেতে দেয়না কোথাও …
সিনথিয়া খোন্দকার
আপু, অনুমতি দিলে এটা আমার ফেসবুক ওয়ালে পোস্ট দিতে পারি?
রিমি রুম্মান
হ্যাঁ শিওর… আমার লেখা কেউ পড়লে … পোষ্ট দিলে ভালই লাগবে…