হত্যা জুলুম করে আবার দোয়া হত্যাকারীর!

মোঃ মজিবর রহমান ২৯ জানুয়ারি ২০১৫, বৃহস্পতিবার, ০৩:১০:২১অপরাহ্ন সমসাময়িক ১৬ মন্তব্য

আমরা কোথায় বাস করছি, ভাবতে পারিনা। হত্যার কর্মসূচি দিয়ে মানুষ মারছে আবার ব্যাঙ্গ করে দোয়া দরুদ পড়ছে হত্যাকারীরা। এরা মানুষ না জানোয়ার। বিবেক বুদ্ধিকে ব্যাব্যহার করে উত্তর বা সমাধান করতে পারছিনা।  বিএনপি জামাত ঘেঁষা ২০ দলীয় জোটের অবরোধ হরতাল কর্মসূচীতে টাকার বিনিময়ে সন্ত্রাসী ভাড়া করে মানুষ হত্যা করে মানুষকে নিয়ে তামাশা করছে।

আবার সরকারী দল বা ১৪ দলীয় জোট ঠিক একই কাজ করছে। বিএনপি ও জামাত জোটের অবরোধ ও হরতাল কর্মসূচীতে মৃত্যু বরণকারীদের মাগফেরাত কামনায় সরকারী দিল গায়েবানা জানাজা করবে। আমরা কি তামাশার জাতিতে রুপান্তরিত হলাম।

আমরা কেমন মানুষ! লাথি খাব আবার দোয়াও পাব?

লাথি খা
মরে যা
দোয়া দরকার
তাও করে দেব।
জান্নাত পাবি!

৪৬২জন ৪৬২জন

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ