আমরা কোথায় বাস করছি, ভাবতে পারিনা। হত্যার কর্মসূচি দিয়ে মানুষ মারছে আবার ব্যাঙ্গ করে দোয়া দরুদ পড়ছে হত্যাকারীরা। এরা মানুষ না জানোয়ার। বিবেক বুদ্ধিকে ব্যাব্যহার করে উত্তর বা সমাধান করতে পারছিনা। বিএনপি জামাত ঘেঁষা ২০ দলীয় জোটের অবরোধ হরতাল কর্মসূচীতে টাকার বিনিময়ে সন্ত্রাসী ভাড়া করে মানুষ হত্যা করে মানুষকে নিয়ে তামাশা করছে।
আবার সরকারী দল বা ১৪ দলীয় জোট ঠিক একই কাজ করছে। বিএনপি ও জামাত জোটের অবরোধ ও হরতাল কর্মসূচীতে মৃত্যু বরণকারীদের মাগফেরাত কামনায় সরকারী দিল গায়েবানা জানাজা করবে। আমরা কি তামাশার জাতিতে রুপান্তরিত হলাম।
আমরা কেমন মানুষ! লাথি খাব আবার দোয়াও পাব?
লাথি খা
মরে যা
দোয়া দরকার
তাও করে দেব।
জান্নাত পাবি!
১৬টি মন্তব্য
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
“গরীবের বেচে থাকার কোন অধিকার নেই তার যদি কন্যা সন্তান হয় তবেতো জন্মের শুরুতেই মেরে ফেলতে হবে”এমন একটি ডায়লগ শুনেছিলাম কোন এক ছবিতে যেন গরীব হয়ে জন্মানো পাপ।তেমনি এ দেশের সাধারণ জনগণের কোন দাম কোন কালে ছিল বলে আমার জানা নেই ক্ষমতার চেয়ারের দাম আছে মানুষের নেই অবাক বিষয়। -{@
মোঃ মজিবর রহমান
গরীবের কোন সংগঠন নাই।
তাই এই অবস্থা।
আবু জাকারিয়া
এতে সরকারের ও দোষ নেই, বিএনপি জামাতের ও দোষ নেই। দোষ আমাদের মানুষিক দুর্বলতার। আমরা সহজ সরল বাংগালী বলে আমাদের মানুষীক দুর্বলতা নিয়ে রাজনিতীবিধেরা খেলছে। যেমন রাস্তার ক্যানবাচাররা খেলে। ৫০ ভাগ জনগন যতদিন এই খেলা ধরতে না পারবে ততদিন এমনই চলবে।
মোঃ মজিবর রহমান
সহমত জাকারিয়া ভাই।
সঞ্জয় কুমার
আমরা এখন তাঁদের হাতের পুতুল । যেভাবে নাচায় সেভাবেই নাচি ।
মোঃ মজিবর রহমান
নাচনই আমাদের প্রতাশা বুঝি!
কপালের দোষ
না ভাগ্যের দোষ। দাদা।
জিসান শা ইকরাম
জনগনের প্রতিরোধ চাই।
মোঃ মজিবর রহমান
আপনি ঠিক বলেছেন।
ছারপোকা
জিসান আংকেলের সাথে সহমত ।
মোঃ মজিবর রহমান
হুম।
খেয়ালী মেয়ে
ইহা সব সম্ভবের দেশ–
রাজনৈতিক দলগুলোর কাছে আমরা আসলে সস্তা পুতুল ছাড়া, অন্য কিছু না 🙁
মোঃ মজিবর রহমান
হ্যাঁ আপু সব সম্ভবের দেশ হলেও আমরা
বিশ্বের অন্যতম শক্তিশালী দেশের
নিকট হতে স্বাধীনতা ছিনিয়া আনিয়াছি
সংগ্রাম রক্ত সম্ভ্রম অতঃপর জীবন দিয়ে।
ব্লগার সজীব
আমরা গিনিপিগ 🙁
মোঃ মজিবর রহমান
না আমরাও তেলেবেগুনে জ্বলে উঠলে
জ্বলবে এই হায়েনার দল ।
জাগবে এই জনতা।
খসড়া
কি হবে বুঝতে পারছি না। একটি বড় দল যে দলের সমর্থক দেশের প্রায় অর্ধেক মানুষ তারা সন্ত্রাস লালন করছে, এরা কি ?
মোঃ মজিবর রহমান
এই অবস্থা থেকে বের হতে আর রক্ত ঝরবে
তবেই হইত শান্তি ফিরবে।