পাহাড়ের বুকে জলন্ত একটা আগুনের নিজস্বতা ছিলো
ইচ্ছে করলেই যেখানে সেখানে উচ্চমাত্রার ছায়া দিতো
ডাকতো না নিরবে কোনোদিন দুঃখের ঘুঘু
অজান্তে হাসতো স্বচ্ছতায় গোলাপী ঠোঁট।
হঠাৎ একদিন গণ মানুষের আড়ালে
বুকে; অনাঙ্ক্ষিত দমকা বৃষ্টির জলরাশি নামে
ভিজে গেছে; দুঃখের ঘুঘুরাও কান্না শিখে গেছে
এখন পাহাড় ধরে রাখে শুধু বৃষ্টির নেয়ামত
এখন পাহাড় ধরে রাখে শুধু বৃষ্টির নেয়ামত।
নেত্রকোনা, ময়মনসিংহ।
৯টি মন্তব্য
নুর হোসেন
চমৎকার লিখেছেন, ভাল লাগলো।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া 💕
এস.জেড বাবু
দুঃখের ঘুঘুরাও কান্না শিখে গেছে
ভালো লিখেছেন ভাই।
সুরাইয়া পারভিন
চমৎকার উপস্থাপন
দারুণ লিখেছেন ভাই 👏👏
নিতাই বাবু
চমৎকার উপস্থাপন। অনেক ভালো লিখেছেন দাদা। শুভকামনা সবসময়।
রেহানা বীথি
অনেক বেশি ভালো লিখেছেন।
সুপর্ণা ফাল্গুনী
অনেক সুন্দর
জিসান শা ইকরাম
খুবই ভাল হয়েছে ছোট কবিতা।
মনির হোসেন মমি
চমৎকার হয়েছে ।ঘটনা কী কবি ভাইয়া এর বিহাইন দৃশ্য দেখানো যাবে?