হঠাৎ বৃষ্টির নেয়ামত

নাজমুল হুদা ১০ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবার, ১১:৩৫:৫৪পূর্বাহ্ন কবিতা ৯ মন্তব্য

পাহাড়ের বুকে জলন্ত একটা আগুনের নিজস্বতা ছিলো
ইচ্ছে করলেই যেখানে সেখানে উচ্চমাত্রার ছায়া দিতো
ডাকতো না নিরবে কোনোদিন দুঃখের ঘুঘু
অজান্তে হাসতো স্বচ্ছতায় গোলাপী ঠোঁট।

হঠাৎ একদিন গণ মানুষের আড়ালে
বুকে; অনাঙ্ক্ষিত দমকা বৃষ্টির জলরাশি নামে
ভিজে গেছে; দুঃখের ঘুঘুরাও কান্না শিখে গেছে
এখন পাহাড় ধরে রাখে শুধু বৃষ্টির নেয়ামত
এখন পাহাড় ধরে রাখে শুধু বৃষ্টির নেয়ামত।

নেত্রকোনা, ময়মনসিংহ।

৫৬৩জন ৪৮৯জন

৯টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ