ছন্দময় পৃথিবীতে দ্বন্দ্বের খেলা
>নিজ স্বার্থ রক্ষা করিতে
>মানুষ কখনো করে না
>কোন রকম অবহেলা ।
>যখন ই আসে তার স্বার্থে আঘাত
>চোখ দুটো বড় করে বলে
>তোমার আচরনে
>আমি হয়েছি আজ অবাক !!!
>স্বার্থের এই পৃথিবীতে কেও কারো নয়
>পুরনো এই কথা টি আজ
>বড়ই সত্য মনে হয় ।
>শাহ আজিজুর রহমান ………২-২৬-১৩——৬.৫০ পিএম
১০টি মন্তব্য
জিসান শা ইকরাম
সত্য বলেছেন
একমত (y)
তুমি আমি এক
(y)
ছাইরাছ হেলাল
আপনার লেখাকে কি ছড়া বলব ?
তুমি আমি এক
বলা যায় (y)
আদিব আদ্নান
কেউ কারো নয় , এখনও এমন মনে হয় না ।
তুমি আমি এক
কেন ?? এখন তো একটু বেশি মনে হয় !!! 🙁
বনলতা সেন
দ্বন্দ্বের খেলা এটি ঠিক বলেছেন , তবে স্বার্থপরতা ছাড়াও
অন্যরকম মানুষ ও আছে ।
তুমি আমি এক
ঠিক বলেছেন ভালো মন্দ মিলে মানুষ ;(
মিসু
ভালো লেখা (y) ভাইয়া এত গুলো আলাদা আলাদা পোষ্ট দিলে অন্যদের কিন্তু কিছু সমস্যা হবে। লেখাগুলো যেহেতু ছোট , আপনি একটি পোষ্টের মাঝে এমন ছোট ছোট লেখা দিতে পারেন , আলাদা নাম দিয়ে । আমার পিসির ৫ টি ট্যাব এ এখন আপনার লেখা , একটি পোষ্টের মাঝে সব থাকলে একটি ট্যাব খুলতাম আপনার জন্য – অন্য গুলোতে অন্যরা 🙂
তুমি আমি এক
আপনার সুচিন্তিত মতামতের জন্য ধন্যবাদ । চেষ্টা করবো ।